ঢাকা বৃহষ্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

পর্যটন শিল্পে অপার সম্ভাবনার হাতছানি সন্দ্বীপে


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২২-৩-২০২৩ দুপুর ১:৪৯

কয়েক বছর আগেও সন্দ্বীপে কোন বিনোদন স্পট ছিলনা, অথচ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি উপজেলা সন্দ্বীপ। গত দুই বছর আগেও ঘুরে দেখার মতো কোন ভালো ব্যবস্থা ছিলনা বললেই চলে। কিন্তু 'বাড়ির পাশের ঘাঁসের ডগার শিশির বিন্দুর মতো"  নিজ এলাকা কারো কাছে ভালো না লাগলেও তা অসাধারন হয়ে ধরা দেয় প্রকৃতি প্রেমী সন্দ্বীপের বাইরের পর্যটকদের কাছে। তাই দিন দিন ভ্রমন পিপাসু পর্যটকদের মাঝে সন্দ্বীপ হয়ে উঠেছে একটি আকর্ষনীয় পর্যটন স্পট।

চারদিকে বিশাল জলরাশি, সন্দ্বীপের প্রবেশ পথে বিশাল কেওড়াবন, পশ্চিমে ব্লক  বেড়িবাঁধের নান্দনিকতা, পাশাপাশি জেগে উঠা নতুন চরে সারি সারি নারিকেল গাছ, চড়ের মাঝে জেগে উঠা নোনা উদ্ভিদ, মাঝে মাঝে ভেড়া ও মহিষের পাল, চরের ভিতর দিয়ে বয়ে যাওয়া ছোট ছোট খালে জেলেদের মাছের নৌকা, গবাদি পশুর বিষ্ঠা বা গোবর  হতে গই নামে একটি বিশেষ ধরনের জ্বালানী প্রস্তুতের দৃশ্য, কিছু কিছু জায়গায় রশি বেঁধে চেউয়া শুটকি শুকানো, নতুন চরে পলি জমা চাষের জমির মাটি বিক্রয়, নৌকা ও ট্রলার তৈরির দৃশ্য, সমুদ্র গর্ভে বিলীন হয়ে যাওয়ার পুর্ব মুহুর্তে কিছু কিছু গাছের  সংগ্রাম করে টিকে থাকার দৃষ্টান্ত দেখে প্রকৃতি প্রেমী মানুষেরা নিজের অজান্তে বলে উঠেন ”বাহ এমন ব্যাতিক্রম দ্বীপ কোথাও খুঁজে পাওয়া দুঃস্কর”। আর সেই নদীর কূলে তাবু খাটিয়ে পুর্নিমার চাঁদ ও তারার খেলা দেখা, পড়ন্ত বিকালে সুর্যাস্তের দ্শ্যৃ, সুনশান নীরবতা, কক্সবাজার ও কুয়াকাটার সৌন্দর্যকেও হার মানায়। তার মধ্যে আবার নতুন মাত্রা যোগ হয়েছে ব্যক্তি উদ্যোগে ব্লক বেড়িবাঁধের বাইরে গড়ে উঠা তিনটি চমৎকার রেস্টুরেন্ট যেমন "গল্পকুঠির বিচ এন্ড রেস্টুরেন্ট" যেটি আর্জেন্টাইন পতাকার আদলে গড়ে উঠেছে। "স্বাধীন ফুড এন্ড প্লে-গ্রাউন্ড" যা বাংলাদেশী পতাকার লাল সবুজ বৃত্তের নান্দনিকতায় তৈরি।  কালাপনিয়া ইউপি চেয়ারম্যান আলিমুর রাজি টিটুর তৈরি "সী ভিউ পিকনিক স্পট"। এসমস্ত বিষয়গুলো সোশ্যাল মিডিয়া ও পত্র পত্রিকায় ব্যাপক প্রচারনার সুবাদে সন্দ্বীপে প্রায় প্রতিদিন চট্টগ্রাম, ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত, এমনকি বিদেশ থেকেও ছুটে আসছেন পর্যটকরা। তাবু খাটিয়ে উপভোগ করেন সে অপার প্রাকৃতিক সৌন্দর্য। মুগ্ধ হয়ে দেখে চর ও সাগরের সঙ্গমস্থলের প্রাকৃতিক সৌন্দর্য।  এবং উপভোগ করেন তার পাশে ক্রীড়ামোদী যুবক ও কিশোরদের প্রতিনিয়ত ফুটবল টিমের আয়োজন। অপরদিকে জোয়ারের সময়ে এখন ভ্রমন পিয়াসীরা কক্সবাজার সমুদ্র সৈকত বা পতেঙ্গা সি-বিচের মধ্যে তেমন কোন পার্থক্য অনুভব করতে পারেননা। বরং সন্দ্বীপে তার সাথে প্রাকৃতিক সৌন্দর্য যোগ করে নতুন ব্যঞ্জনা। তাই উপজেলা প্রশাসনের স্বদিচ্ছা ও স্থানীয় সাংসদের আন্তরিক মনোভাব বা ব্যক্তি উদ্যোগ ই পুরো সন্দ্বীপকে  পুর্নাঙ্গ একটি বিনোদন স্পট বা পর্যটন এলাকায় রুপান্তর করতে পারে, এমনটি জানালেন ঘুরতে আসা বিভিন্ন পর্যটকরা।

সরেজমিনে গেলে প্রতিদিন  দেখা মেলে প্রচুর পর্যটকের। সম্প্রতি রহমতপুরে ঘুরতে আসা ভোলার বাসিন্দা, চট্টগ্রামের আনোয়ারার সার কারখানার উচ্চ পদস্থ কর্মকর্তা ও  বিশিষ্ট ধারাভাষ্যকার, চাঁদ হরি মন্ডলকে সন্দ্বীপ ঘুরে দেখে কেমন লাগলো জানতে চাইলে, তিনি  অসাধারন বিশেষনে বিশেষায়িত করলেন সন্দ্বীপকে। তিনি বললেন,  "সন্দ্বীপ ঘুরে আমার কাছে এই দ্বীপকে  একটি পূন্য ভূমি ও তীর্থ ক্ষেত্রের মতই মনে হয়েছে, সন্দ্বীপকে না দেখলে প্রকৃতি প্রেমীদের মাঝে অপুর্নাঙ্গতা থেকে যাবে। দেখা মিললো হরিশপুর সীমানায় চট্টগ্রাম সিটি কলেজের স্টুডেন্ট তানভীর আহম্মেদ রাফি, প্রবাসী সিঙ্গাপুরের রেমিটেন্সযোদ্ধা ওয়াহিদ মুরাদ সহ ৭/৮ জনের একটি পর্যটক দলের। তাদের সাথে কথা বললে তারা জানালেন তাদের চমৎকার এক  অনুভুতির কথা, রাখলেন কিছু প্রস্তাবনাও।

তানভীর আহম্মেদ বলেন অপরিসীম সৌন্দর্য্যের লীলা ভুমি প্রকৃতির রানী সন্দ্বীপ। সারি সারি নারকেল গাছ, নতুন চরের ফাঁকে ফাঁকে বয়ে যাওয়া ছোট ছোট খাল, গবাদি পশুর পাল, রাত্রে সুনশান নিরবতায় বসে চাঁদনী রাত উপভোগ করেছি প্রাণ ভরে। শ্বাস নিচ্ছি নির্মল অক্সিজেন গ্রহনের মাধ্যমে। কোন ময়লা আবর্জনা, ধুলি বালি নেই বলে কোন কাকের উপস্থিতিও নেই এখানে। এটাই প্রমান করে এখানকার পরিবেশ কত নির্মল। এছাড়াও এখানকার মানুষগুলো খুবই আন্তরিক। তবে এখানে পর্যটকদের সুবিধার্থে কিছু উন্নয়ন কর্মকান্ড হাতে নিতে হবে, সেগুলো হলো দীর্ঘক্ষন অবস্থান করা দর্শনারর্থীদের জন্য বিভিন্ন স্পটে কিছু গনশৌচাগার নির্মাণ, সন্ধ্যার পরও বা রাত্রে যারা অবস্থান করবে তাদের সুবিধার্থে কিছু স্ট্রিট লাইট স্থাপন, নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের টহল ব্যবস্থা বা ২/৪ জন আনসার নিয়োগ, বসার জন্য কিছু স্থায়ী ব্যবস্থা নিশ্চিত করা এবং কিছু হোটেল, মোটেল বা রেষ্টুরেন্ট স্থাপন। তাহলে পর্যটকরা স্বল্প সময়ের জন্য এসে খাবার সংগ্রহের কাজে যে সময় ব্যয় করতে হয়, সেটা থেকে মুক্ত থাকলে নির্ভেজাল আনন্দ উপভোগ করতে পারবে সবাই।

ওয়াহিদ মুরাদ বললেন সম্পুর্ন ব্যতিক্রম কথা, তিনি বললেন শহরের কোলাহল মুক্ত পরিবেশে হাঁপিয়ে উঠে মানুষ এখন সন্দ্বীপের মতো জায়গার প্রতি আকৃষ্ট হচ্ছে। এখানে পর্যটন খাতকে শক্তিশালী করতে কিছু উন্নয়ন জরুরী, তবে সে উন্নয়ন করতে গিয়ে বাস্তুসংস্থান বা ইকোসিস্টেমের কোন ক্ষতি করা যাবেনা, পাখীদের অভয়াশ্রম তৈরি করতে হবে এটিকে, তাদের কোনভাবে বিরক্ত করা যাবেনা তাই কিছু ইকো রিসোর্ট তৈরি করা যেতে পারে। কক্সবাজার বা কুয়াকাটার মতো বানিজ্যিকভাবে বেশী কিছু করতে গেলে, সেখানে টেন্ডারবাজি বা অনৈতিকতার বিষয় এসে যাবে। উচ্চস্বরে মাইকিং বা বা ডিজেগানের তালে আনন্দ করতে গেলে প্রকৃতির ব্যাঘাত ঘটবে। সে সমস্ত ঝঞ্জাট নেই বলে আমাদের সন্দ্বীপ খুব ভালো লেগেছে। সকল বন্ধুদের বলবো প্রকৃতিকে কাছ থেকে দেখতে হলে সন্দ্বীপ এসে ঘুরে যাও। অন্যদিকে শহরে কয়েকটি আবাসিক হোটেল ছাড়া ভ্রমন স্পটের কাছাকাছি কোন রিসোর্ট না থাকাতে পর্যটকরা দিনে দিনে চলে যেতে বাধ্য হয়, তাই রিসোর্ট স্থাপন খুবই জরুরী,যা সরকারী বা বেসরকারী, বা ব্যাক্তি উদ্যোগে হতে পারে। এবং সেটা উদ্যোক্তাদের জন্য ভালো উপার্জনের ক্ষেত্রও হতে পারে। 

অন্যদিকে সন্দ্বীপের দুই যুবক শিমুল ও সৌরভ বললেন চরকে আরো বেশী সম্ভাবনাময় ও অর্থনৈতিক জোনে পরিনত করে সেগুলোকে চাষাবাদ যোগ্য করতে পারলে হাজার হাজার একর ভুমি হবে আমাদের উপার্জনের বড় উৎস। তার জন্য জেগে উঠা চরের মাঝ দিয়ে প্রবাহিত অসংখ্য ছোট ছোট খালের মধ্যে ২/১ টি মুল খাল চিহ্নিত করে সেগুলো ড্রেজিং করে, গভীরতা বৃদ্ধি করে সে মাটি দিয়ে বাকি খালগুলো বন্ধ করে দিতে হবে, তার জন্য একটি ড্রেজিং মেশিন দীর্ঘ মেয়াদে অবস্থান করতে হবে সন্দ্বীপে। এরপর কয়েকটি নোনা বেড়িবাঁধ বা রিং বেড়িবাঁধ দিয়ে সেগুলোতে সিজনাল সব্জী চাষ করে সন্দ্বীপের খাবার চাহিদা মিটিয়ে বাইরেও রপ্তানী করা যাবে এবং বহুজাতিক কোম্পানীগুলোকে ডেকে এনে, এখানে মৎস্য ও গবাদি পশুর চারণ ভুমি নিশ্চিত করার মধ্য দিয়ে দুগ্ধজাত পন্য তৈরি ও রপ্তানী করে কোটি কোটি টাকা উপার্জন ও বেকারত্ব দুরীকরনে ভুমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ

নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা

ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ

সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা

জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা

ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা