কয়রায় আ'লীগের উদ্যোগে মোস্তফা রশিদী সুজার মৃত্যুবাষিকী পালিত
খুলনা জেলা আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক ও সাবেক হুইপ মরহুম এসএম মোস্তফা রশিদী সুজার তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আত্মার মাগফিরাত কামনা করে কয়রা উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা, কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ১০টায় কয়রা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মহসিন রেজার সভাপতিত্বে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিএম মেজবাহ উদ্দিন মাছুমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা বলেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে তিনি কোনোদিন আদর্শের সাথে আপস করেননি। জেল-জুলুম নির্যাতনকে উপেক্ষা করে তিনি দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষের অধিকার প্রতিষ্ঠায় অগ্র সেনানীর ভূমিকা পালন করে গেছেন। তিনি আমৃত্যু দেশ ও জনগণের সেবায় কাজ করে গেছেন। তার মতো ত্যাগী নেতা বর্তমানে খুব অভাব।
নেতাকর্মীরা আরো বলেন, মোস্তফা রশিদী সুজা ছিলেন যেন এক রাজনীতির পরশ পাথর। তার সংস্পর্শে হাজার হাজার নেতাকর্মী বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছে। তিনি ছিলেন কিংবদন্তি তুল্য নেতা, ক্ষণজন্মা নেতা, তিনি খুলনার রাজনীতি, ক্রীড়াঙ্গন, সাংস্কৃতিক অঙ্গনে নেতৃত্বের যে স্বাক্ষর রেখে গেছেন তার মাধ্যমে তিনি অনন্তকাল আমাদের মাঝে বেঁচে থাকবেন।
এ সময় উপস্থিত ছিলেন- খুলনা জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাড. কেরামত আলী গাজী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, অ্যাড. আবু জাফর, মাস্টার খগেন্দ্রনাথ মণ্ডল, সাংগঠনিক সম্পাদক এসএম বাহারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা, হারুন অর রশিদ, অধ্যক্ষ আদ্রিশ আদিত্য মণ্ডল, ইউপি চেয়ারম্যার সরদার নুরুল ইসলাম কোম্পানী, দেবদাষ মণ্ডল, আব্দুস সামাদ গাজী, নির্মল কুমার দাস, মাস্টার খয়রুল আলম, মাস্টার সুজিত রায়, আব্দুর রশিদ, জিয়াউর রহমান জুয়েল, শ্রমিক লীগের সভাপতি আব্দুল হালিম, যুবলীগ নেতা ইমদাদুল হক টিটু, অ্যাড. আরাফাত হোসেন, শাহাবাজ আলী টেক্কা, বাইজিদ হোসেন, জাকারিয়া, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মাসুদ রানা, ছাত্রীলগ নেতা মোক্তারুলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন উপজেলা ওলামা লীগের সভাপতি মাওলানা মাসুদুর রহমান।
এমএসএম / জামান
ঈশ্বরদীতে ট্রেনে কেটে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু
মসজিদের খতিব–ইমাম–মুয়াজ্জিনদের সুরক্ষায় নীতিমালা চূড়ান্তঃ কুমিল্লায় ধর্ম উপদেষ্টা
মেহেরপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনার দাবিতে গণজমায়েত
চর ওয়াশপুর প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর করেন জাতীয় বীর আমান উল্লাহ আমান
গাজীপুরের রাজনীতিতে ঝড় তুললেন ইরাদ সিদ্দিকী
ধুনটে বালুবাহী দুই ট্রাকের চাপে অটোরিকশাচালক নিহত
পটুয়াখালী প্রেসক্লাবের হীরক জয়ন্তী পালন
হৃদরোগে আক্রান্ত হয়ে চিলমারী মডেল থানার এসআই আসাদুজ্জামানের আকস্মিক মৃত্যু
কোম্পানীগঞ্জে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সম্মাননা ও সহায়তা প্রদান
দুমকিতে সশস্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
দুমকিতে গাভী লুটপাটের অভিযোগ 'মিথ্যা', দাবি করে সংবাদ সম্মেলন
ভূমিকম্পকে আল্লাহর সতর্কবার্তা হিসেবে দেখার আহ্বান – মাওলানা আব্দুল ওয়াহাব (বড় হুজুর, কাছাইট)
সিংগাইরে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
Link Copied