বাড়ছে ঝুঁকি
জুড়ীতে চা বাগানে নেই স্বাস্থ্যবিধির বালাই
মৌলভীবাজারের জুড়ীতে করোনার প্রকোপ ব্যাপক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় উপজেলায় করোনা ভাইরাসে (কোভিড-১৯) নতুন করে ৩২ জনের মধ্যে ২১ জনের পজিটিভ ফলাফল এসেছে। আক্রান্তের হার ৬৬%। এই ফলাফল দেখে সহজেই বোঝা যায় উপজেলায় করোনা ভাইরাসের ঝুঁকি কতটা বাড়ছে। জুড়ী উপজেলা চা বাগান অধ্যুষিত হওয়ায় এখানে চা বাগানের শ্রমিকদের মাঝে করোনার ঝুঁকি বাড়ছে সবচেয়ে বেশি।
করোনা ভাইরাস রোধকল্পে সারাদেশে চলছে সরকার ঘোষিত কঠোর লকডাউন। এ কঠোর লকডাউনে শিল্প-কারখানা বন্ধ থাকলেও সচল রয়েছে চা শিল্প। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ও মাস্ক ব্যবহার ছাড়াই হাজার হাজার শ্রমিক প্রতিদিন কাজ করছে চা বাগানগুলোতে। এতে করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করছেন চা বাগানের শ্রমিক নেতারা।
উপজেলার বিভিন্ন চা বাগানে ইতোমধ্যে করোনার ঢেউ লাগতে শুরু করেছে। গত এক মাসে উপজেলার বিভিন্ন চা বাগানের সাধারণ শ্রমিকরা করোনায় আক্রান্ত হয়েছেন। উপজেলার ধামাই চা বাগানে ইতোমধ্যে করোনার উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন। এ বাগানের দুজন কর্মকর্তা বর্তমানে করোনা আক্রান্ত হয়ে বাগানের বাংলোতে আইসোলেশনে আছেন। সাধারণ শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে চা শিল্পের চাকা সচল রাখলেও তাদের সুরক্ষায় বাগান কর্তৃপক্ষের নেই চোখে পড়ার মতো কোনো প্রদক্ষেপ।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, উপজেলায় ফাঁড়ি বাগানসহ মোট ১৬টি চা বাগান রয়েছে। এসব বাগানে প্রায় ৮ হাজার চা শ্রমিক প্রতিদিন কাজ করছেন। চা শ্রমিক নেতারা জানান, বেশিরভাগ চা বাগানে সাধারণ শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। তারা আরো জানান, চা বাগানের সাধারণ শ্রমিকদের রক্ষায় এখনই ব্যবস্থা না নেয়া গেলে চা বাগানগুলোতে ভয়াবহ অবস্থা দেখা দিতে পারে।
ধামাই চা বাগান পঞ্চায়েত সভাপতি যাদব রুদ্র পাল বলেন, গত কয়েক দিনে আমাদের বাগান থেকে দুবার চা শ্রমিকদের জন্য ফ্রি মাস্ক দেয়া হয়েছে। কিন্তু মাস্ক পরা ও সামাজিক দূরত্ব মানার ক্ষেত্রে সাধারণ শ্রমিকদের সচেতনতা কম।
না প্রকাশে অনিচ্ছুক এক চা শ্রমিক নেতা বলেন, ইতোমধ্যে অনেক বাগানের বড় কর্তারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বাগানের বড় কর্তারা যেখানে করোনায় আক্রান্ত হচ্ছেন, সেখানে সাধারণ চা শ্রমিকরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকি নিয়ে কাজ করছেন। এখনই সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নিলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।
বাংলাদেশ চা বাগান শ্রমিক ইউনিয়ন জুড়ী ভ্যালীর সাধারণ সম্পাদক কমল বুনার্জী বলেন, কঠোর লকডাউনে শিল্প-কারখানা বন্ধ থাকলেও শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে চা শিল্পের চাকা সচল রাখছেন। কিন্তু এখন পর্যন্ত চা বাগানের মালিক কর্তৃপক্ষের পক্ষ থেকে শ্রমিকদের জন্য স্বাস্থ্য সুরক্ষা বিতরণ করা হচ্ছে না। আমরা সরকারের কাছে বিনামূল্যে চা শ্রমিকদের করোনা টেস্ট করাসহ প্রণোদনা দাবি করছি।
আকিজ গ্রুপের ডিজিএম কাজল মাহমুদ (ধামাই, আতিয়াবাগ, সোনারুপা ও বড়লেখার বাহাদুর পুর চা- বাগানের দায়িত্বে থাকা) মুঠোফোনে বলেন, আমি নিজেও কয়েক দিন পূর্বে করোনা পজিটিভ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। বর্তমানে আমার বাগানের দুজন কর্মকর্তা করোনা পজিটিভ হয়ে বাগানের বাংলোতে আইসোলেশনে আছেন। করোনার স্বাস্থ্যঝুঁকিতে থাকা সাধারণ শ্রমিকদের জন্য আমরা ইতোমধ্যে ফ্রি মাস্ক ও সাবান বিতরণ করেছি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ বলেন, উপজেলার একটি বাগানের একজন ইতোমধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। বর্তমানে চা বাগানগুলোতে কয়েকজন আক্রান্ত আছেন। যেহেতু বাগানের চা শ্রমিকরা ঝুঁকি নিয়ে কাজ করে তাই তাদের সচেতন করতে আমাদের কয়েকটি টিম কাজ করে যাচ্ছে।
এমএসএম / জামান
গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জিয়া পরিবারের অবদান অপরিসীম : এ্যাড. আজিজ মোল্লা
ভোলাহাটে বাগান নষ্ট ও হুমকির ঘটনা: প্রশাসন তদন্তে, উদ্বিগ্ন এলাকাবাসী
জিয়া পরিবারের কষ্টের তুলনায় আমাদের কষ্ট কিছুই না - আবুল কালাম
যমুনা নদীতে চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার ১০
নবীনগরে চার গ্রামের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিএনপির মতবিনিময় সভা
কবিরহাটে ফখরুল ইসলাম: ধানের শীষে বিজয় হলে বন্ধ হবে দুর্নীতি, চাঁদাবাজি
কোনো অপশক্তি নির্বাচন বানচাল করতে পারবে নাঃ আইজিপি
নাচোলে বীরমুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন
বাঘা-চারঘাট জামায়াতের এমপি প্রার্থী মোটরসাইকেল রেলি অনুষ্ঠিত
দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
কাপাসিয়ায় সালাহউদ্দিন আইউবী‘র দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল মিছিল
গজারিয়ায় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ