ঢাকা সোমবার, ৪ আগস্ট, ২০২৫

বোয়ালমারীর বিলচাপাদহে অশুভ চক্রের থাবা, বিষ প্রয়োগে মৎস্য নিধনের অভিযোগ


জাকির হোসেন, বোয়ালমারী photo জাকির হোসেন, বোয়ালমারী
প্রকাশিত: ৬-৪-২০২৩ দুপুর ৪:৭

ফরিদপুরের বোয়ালমারী  উপজেলার সাতৈর ইউনিয়নের ঐতিহ্য বাহী বিলচাপাদহে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এঘটনায় সংশ্লিষ্ট মৎস্য জীবীদের মাঝে তীব্র হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে । এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্যের। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় জেলেরা জানান,বেশ কয়েক বছর ধরে সরকারী এ বিলটিতে পরিকল্পিত ভাবে মাছের চাষ হয়ে আসছে। বরাবরের ন্যায় এবারও কিছুদিন আগে বিলে চলতি মৌসুমে র মাছ চাষের উদ্বোধন করা হয়। গত কয়েকদিনে বিলে প্রায় সাড়ে তিনশত মন বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়। এছাড়াও বিলে শোইল,বোয়াল,আইড় সহ নানা জাতের প্রাকৃতিক মাছ ছিলো। কিন্তু বুধবার (৫ এপ্রিল) সকালে জেলেরা দেখতে পান বিলের সমস্ত মাছ মরে ভেসে উঠেছে। বিলের সর্বত্র এখন মরা মাছের ছড়াছড়ি। স্থানীয়রা বিলে ভিড় জমাচ্ছেন মরা মাছের দৃশ্য দেখার জন্য। ইতিমধ্যেই মরা মাছের গন্ধে এলাকার বাতাস ভারি হয়ে উঠতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দা মোঃ হুমায়ন কবির মোল্যা বলেন, বিলকে ঘিরে স্থানীয় জেলেরা রাতদিন পরিশ্রম করেন। তাদের জীবীকার একমাত্র অবলম্বন এই বিলচাপাদহ। কিন্তু এবার তাদের শেষ করে দেয়ার পায়তারা শুরু হয়েছে। এলাকার একটি সুযোগ সন্ধানী গোষ্ঠী নানা অযুহাতে এবার শুরু থেকেই বিলে মাছ চাষের বিরোধিতা করে আসছে। তারা জেলেদের হাত থেকে বিলচাপাদহকে কেড়ে নিতে চায়। ঐ অশুভ চক্রটির  ইশারায় বিলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে মন্তব্য করেন হুমায়ুন কবির। বিলচাপাদহ মৎস্য জীবী সমবায় সমিতির সভাপতি আশুতোষ বিশ্বাস ও সাধারণ সম্পাদক লক্ষিকান্ত রায় চরম হতাশা ব্যাক্ত করে বলেন,আমাদের সব শেষ হয়ে গেছে ভাই। জেলেরা বিলে মাছ চাষ করে ভালো থাকুক এটা এলাকার একটি মহল চায়না। আমাদেরকে বিল থেকে উচ্ছেদ করতেই বিষ দিয়ে সব মাছ মেরে ফেলা হয়েছে। এতে আমাদের কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তারা যুক্তি দেখিয়ে বলেন,পানিতে অক্সিজেনের অভাব হলে শুধু অবমুক্ত করা পোনা মাছ মারা যাবার কথা কিন্তু এক্ষেত্রেতো সকল নেচারাল মাছ এমনকি জলজ পোকামাকড় পর্যন্ত মরে ভেসে উঠছে। এতে প্রমাণ হয়,পরিকল্পিত ভাবেই বিলে বিষ প্রয়োগ করে আমাদের ক্ষতি করা হয়েছে। সভাপতি-সাধারণ সম্পাদক আরো জানান,পুলিশ প্রশাসন,মৎস্য অফিস সহ আমরা সংশ্লিষ্ট সরকারী দপ্তরগুলোকে বিষয়টি অবহিত করেছি। ইতিমধ্যে থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। বিলের পানি ও মরা মাছের পরিক্ষা প্রক্রিয়াধীন রয়েছে। বিল পাড়ের বাসিন্দা এলাকার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মজিবার রহমান বলেন,ঘটনাটি খুবই দূঃখ জনক। মৎস্য জীবীদের অনেক ক্ষতি হয়েছে। তবে কিভাবে মাছ মরেছে সেটা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া নিশ্চিত করে বলা সম্ভব নয়। অবশ্য আমার ধারণা,বিলের দখল-কর্তৃত্ব নিয়ে মহল বিশেষের চলমান  ষড়যন্ত্রের অংশ হিসাবে এই ধ্বংসাত্মক তৎপরতা সংঘটিত হয়ে থাকতে পারে। জানতে চাইলে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ আঃ ওহাব বলেন,বিলচাপাদহ নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা চলে আসছে। এরই ধারাবাহিকতায় আবার বিলে মাছের পোনা মৃত্যুর ঘটনা ঘটেছে। আমরা তদন্ত করে দেখছি। আসলে সেখানে কি ঘটছে পরে জানাতে পারবো।

এমএসএম / এমএসএম

সিডিএ'র কাজ করতে গিয়ে সন্ত্রাসীদের বাধার মুখে ঠিকাদার

পটুয়াখালীতে কিন্ডারগার্ডেন স্কুলের শত শত কোমলমতি শিশু শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

বেনাপোল বন্দরে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় বাণিজ্যে স্থবিরতা

রাণীনগরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা

সম্প্রীতি বিনিষ্টকারীদের ছাড় নেই: গোপালগঞ্জে সম্মেলনে ডিসি

পল্লী বিদ্যুতের খুঁটির টানায় শক লেগে ৫ শিশু হাসপাতালে

আমন চাষে ব্যস্ত সময় পার করছে হাটহাজারীর কৃষকরা

রৌমারীতে আশ্রয়ণ কেন্দ্রের ঘর সংস্কারের অভাবে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে

ইসলামী আন্দোলনের কর্মীরা মৃত্যুকে ভয় পায় না বলেই আন্দোলন মুছতে পারেনি : এটিএম আজহারুল

বোদায় ১৩৫০ টাকার সার ১৮০০ টাকায় বিক্রি, যৌথ বাহিনীর অভিযান

সমাজ উন্নয়নে শিক্ষার বিকল্প নেই : জহুরুল আলম

নেত্রকোনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ বশির