ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

পঞ্চগড়ে ছড়িয়ে পড়েছে গরুর লাম্পি স্কীন দিশেহারা কৃষক


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ১৬-৫-২০২৩ দুপুর ১:৩০
পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকায় গবাদি পশুর মধ্যে ছড়িয়ে পড়েছে লাম্পি স্কিন ডিজিজ।এতে গরুর খামারি ও কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছে।চিকিৎসার ব্যয়ভার বহন করতে না পেরে অনেকে গরু কম দামে বিক্রি করে দিচ্ছেন।
এ রোগ প্রতিরোধে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য প্রাণিসম্পদ বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন।এদিকে পল্লি চিকিৎসকরা প্রতিটি আক্রান্ত গরুকে পাঁচটি থেকে ২৫ টি পর্যন্ত ইনজেকশন দিয়ে হাতিয়ে নিচ্ছেন হাজার হাজার টাকা।
 
সরেজমিন পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের জয়ধরডাঙ্গা, বামনের কামাত, রতনীবাড়ীসহ আশপাশের কয়েকটি গ্রামে এই রোগের প্রার্দুভাব দেখা গেছে।গত ১৫ দিনে এ রোগে আক্রান্ত হয়েছে কয়েক শতাধিক এবং কয়েকটি গরু মারা যাওয়ার খবর জানিয়েছেন স্থানীয়রা।তবে মৃত্যুর সঠিক পরিসংখ্যান দিতে পারেননি প্রাণিসম্পদ বিভাগ।
 
চাকলাহাট ইউনিয়নের সাদ্দাম হোসেন অভিযোগ করে বলেন, স্থানীয় পল্লী চিকিৎসক দুলাল, আরমান, রহম আলী,একটি গরু অসুস্থ হলে ২০ থেকে ২৫ টি ইনজেকশন অসুস্থ গরুর শরীরে পুশ করে । এরপরেও গরু সুস্থ না হলে আরমানের সাথে যোগাযোগ করা হয়। পরে তিনি না আসে তার ভাতিজাকে পাঠিয়ে দিয়ে আবার চার থেকে পাঁচটি ইনজেকশন দেয় কিছুক্ষণ পরেই গরুটি মারা যায়।যার বাজার মুল্য প্রায় ৮০ হাজার টাকা।
 
বামনের কামাত গ্রামের হারুনুর রশিদ বলেন,গতবারেও তার একটি গরু প্রথমের জ্বর এবং শরীরের বিভিন্ন জায়গায় ফুলে গিয়ে গরুটি মারা যায়। এবারও কয়েকটি গরু অসুস্থ হলেও সরকারিভাবে গরুর টিকা, চিকিৎসা বা পরামর্শ তিনি পাননি। 
 
একই এলাকার সুবর্ণা বেগম জানান, তার পালিত তিনটি গরুই এ রোগে আক্রান্ত হয়েছে। প্রথমে তার গরুর জ্বর আসে। সাথে মুখ দিয়ে লালা ঝরার পাশাপাশি নাক দিয়ে পানি পড়ে।এখন গোটা শরীর জুড়ে গুটি উঠে ক্ষত তৈরী হয়েছে।
 
পারুল আকতারের এ রোগে একটি গরু মারা গেছে, যার বাজার মুল্য প্রায় ৪০ হাজার টাকা। বর্তমানে আরেকটি গরু অসুস্থ্য হয়ে পড়েছে। তিনি জানান, অনেক টাকা খরচ করেছি কিন্তু কোন উন্নতি হয় নাই।
 
এবিষয়ে পঞ্চগড় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মো.আব্দুর রহিম জানান,আমাদের টিম প্রতিনিয়ত চিকিৎসা ও পরামর্শ দিয়ে আসছে।তেমন কোন সমস্যা হবে না।আর যেসব পল্লী চিকিৎসক ভুল চিকিৎসা দিয়ে মানুষকে হয়রানি করছে, আমি তাদেরকে অফিসে তলব করেছি। 

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গমারীতে মাদককারবারী সন্দেহে ৫ জন আটক

সাতকানিয়ায় পারিবারিক কলহের জেরে নিজ সন্তানের হাতে বাবার মৃত্যু

কোটালীপাড়ায় প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি

মানিকগঞ্জে স্কুল বাসে আগুন

রায়গঞ্জে সাবেক অধ্যক্ষের দুর্নীতির প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

নরসিংদীতে নতুন করে ২৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে ভর্তি ৬৯ জন

দেশের ক্ষতি করে কাউকে বন্দর বা কোনো টার্মিনাল দেওয়া হবে না নৌ উপদেষ্টা

সামিরা আজিম দোলা সহ হামলায় আহতদের দেখতে হাসপাতালে বিএনপি নেতা কালাম

‎আনোয়ারায় আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মাছের প্রজেক্টের পাড়ে পড়ে আছে অজ্ঞাত লাশ

একাত্তরের চেতনা ভুলিয়ে দিতে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত

মনিরামপুরে কর্মী সভায় জামায়াত প্রার্থী এ্যাড. গাজী এনামুল

তানোরে বিএনপির নির্বাচনী কেন্দ্র ও দায়িত্বপ্রাপ্ত নেতাদের নিয়ে উপজেলা বিএনপির মতবিনিময়