ঢাকা শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

জুড়ীতে টিকা গ্রহণে ‍আগ্রহ বাড়ছে


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৩১-৭-২০২১ দুপুর ১:৩৬
দেশে দিন দিন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। করোনার সংক্রমণ কমিয়ে আনতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। ইতোমধ্যে সরকার ৫ জুলাই করোনার টিকা পেতে নিবন্ধনের বয়সসীমা ৩৫ বছর ও ২৯ জুলাই ২৫ বছরে নামিয়ে আনায় মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সাধারণ মানুষের মাঝে করোনার টিকার রেজিস্ট্রেশন ও টিকা গ্রহণে ব্যাপক আগ্রহ বেড়ছে। বিশেষ করে টিকা গ্রহণের বয়সসীমা ২৫ বছরে নামিয়ে আনার সাথে সাথে উপজেলার শহর ও গ্রাম‍াঞ্চলে রেজিস্ট্রেশনে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।
 
স্কুল শিক্ষিকা শিল্পী আক্তার এতদিন বয়সের বেড়াজালে টিকার রেজিস্ট্রেশন করতে না পারলেও এখন ঘরে বসে রেজিস্ট্রেশন করেছেন। জানতে চাইলে তিনি বলেন, তিনি টিকা আরো আগে নিতে চেয়েছিলেন। কিন্তু বয়সসীমার কারণে পারেননি। এবার টিকা নিতে পারবেন বলে তিনি অনেকটা স্বস্তি বোধ করছেন। বয়স কমানোর ফলে শিল্পী আক্তারের মতো উপজেলার অনেকের মধ্যেই রেজিস্ট্রেশন ও টিকা গ্রহণের আগ্রহ বেড়েছে।
 
উপজেলায় ইতোমধ্যে করোনার ভ্যাকসিনের ফ্রি রেজিস্ট্রেশনে অনেক সামাজিক সংগঠন এগিয়ে এসেছে। এসব সামাজিক সংগঠনের পক্ষ থেকে ভ্যাকসিনে আগ্রহী ব্যক্তিদের ফ্রি রেজিস্ট্রেশনের ব্যবস্থা করে দেয়া হচ্ছে। যেসব সংগঠন ভ্যাকসিনের ফ্রি রেজিস্ট্রেশন করে দিচ্ছে তাদের মধ্যে খানটিলা স্পোর্টস ও সমাজ কল্যাণ সংস্থা, এরালিগুল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, শেখ রাসেল স্মৃতি সংসদ, স্টার ক্লাব বেলাগাঁও, জায়ফরনগর তরুণ সংঘ, মিতালী যুব সংঘ, ট্রাস্ট ট্রাভেলস, বদর ট্রাভেলস, জাগরনী আদর্শ সমাজ কল্যাণ সংস্থা-ভরাডহর, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, ফ্রি ভ্যাকসিন রেজিস্ট্রেশন পয়েন্ট ধামাই ও সাবেক ছাত্রলীগ নেতা তাপস দাসের ব্যক্তিগত উদ্যোগ অন্যতম। এছাড়াও ব্যক্তিগতভাবে অনেকে ফ্রি রেজিস্ট্রেশন করে দিচ্ছেন।
 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, করোনার শুরু থেকে শনিবার (৩১ জুলাই) পর্যন্ত উপজেলায় মোট করোনার স্যাম্পল দিয়েছিল ১৩২৭ জন। এরমধ্যে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৩৫৮ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৪৬ জন, বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন ১০৭ জন এবং মোট মারা গেছেন ৫ জন।
 
হাসপাতাল সূত্রে ভ্যাকসিনের সর্বশেষ তথ্য অনুযায়ী জানা যায়, শনিবার পর্যন্ত উপজেলায় ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করেছেন ১২ হাজার ৫৭১ জন। এ পর্যন্ত করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ সম্পন্ন করেছেন ৭৩৪৬ জন এবং দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন ৩ হাজার ৩০ জন। মোট ভ্যাকসিন প্রদান সম্পন্ন হয়েছে ৫ হাজার ২২৫ জনের। 
 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ বলেন, উপজেলায় দিন দিন করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এই অবস্থায় সচেতন থাকার পাশাপাশি করোনার ভ্যাকসিনই একমাত্র ভরসা। ‌উপজেলায় বর্তমানে করোনার ভ্যাকসিন গ্রহণে জনসাধারণের ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে আমরা সুশৃংখলভাবে টিকা প্রদান করছি এবং আগামী ৭ আগস্ট থেকে গণহারে টিকা দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা ইতোমধ্যে নেয়া হচ্ছে।

এমএসএম / জামান

জনগণের অধিকারই গণতন্ত্রের মূল ভিত্তি: মঈন খান

ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের ভয়ে প্রাণে বাঁচতে দুই যুগেরও বেশি পৈতৃক ভিটেমাটি ছাড়া পরিবারসহ দু'ভাই

নেত্রকোনায় সাংবাদিক নির্যাতন মামলার প্রধান আসামী গ্রেফতার

ভূরুঙ্গামারীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

টেকনাফে একজনকে জবাই করে হত্যা

‎পাঁচবিবিতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি প্রার্থী ফয়সল আলীম

জাতি ৫৩ বছরের দুর্দশা থেকে মুক্তি পেতে চায়- মুহাম্মদ শাহাজাহান

রাজশাহী বাঘায় এ্যারাবিয়ান অর্গানাইজেশনের হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

জুড়ীতে রুম টু রিডের কর্মশালা অনুষ্ঠিত

পাটের দামে ফুরফুরে মেজাজে বারহাট্টার কৃষকরা

জাতীয় দলের ক্রিকেটার এবাদতের বাবার ইন্তেকাল, দাফন সম্পন্ন

মাইকে ঘোষণা দিয়ে চার মাজার ভাঙচুরের ঘটনায় ২২০০ জনের বিরুদ্ধে মামলা

সরবরাহ কম, নাগালের বাইরে ইলিশের দাম