বোয়ালমারীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মুসা মিয়া মতবিনিময়
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের দীর্ঘদিনের সভাপতি,উপজেলা পরিষদের টানা তিন বারের নির্বাচিত চেয়ারম্যান বয়োজ্যেষ্ঠ ও অভিজ্ঞ রাজনীতিবিদ এম,এম মোশাররফ হোসেন মুসা মিয়া বলেছেন--'আমি মাঠের নেতা। তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে আমার রাজনৈতিক সংসার। দীর্ঘ ৩৫ বছর আমি এই আওয়ামী পরিবারের হাল ধরে আছি। সেবা,কর্ম ও নিবিড় যোগাযোগের সুবাদে ফরিদপুর-১ আসন এলাকার তৃণমূলের প্রতিটি আওয়ামী লীগ নেতাকর্মীর সঙ্গে আমার নারীর সম্পর্ক। তাদের সুখ-দূঃখের দূর্ভেদ্য অংশীদার আমি। এ অঞ্চলে মুজিব আদর্শের বাস্তবায়ন আর রাজনৈতিক লড়াই-সংগ্রামের অগ্রভাগের পরিক্ষিত মুজিব সৈনিক আমি। আমার এলাকার আওয়ামী পরিবারের সন্তানেরা ভালো বেসেই আমাকে দুই বার বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,টানা চার বার সভাপতির আসনে বসিয়েছে। টানা তিন মেয়াদে দায়িত্ব দিয়েছে উপজেলা চেয়ারম্যানের। তাদের এ ভালো বাসার কাছে আমি চির ঋণী। এ জনপদের মানুষের ভালোবাসার টানেই আমি তাদেরকে বৃহৎ পরিসরে সেবা দেওয়ার চেষ্টা করে আসছি। তাদের হয়ে সংসদে কথা বলার দাবী তুলেছি আমার নেত্রী শেখ হাসিনার কাছে। ১৯৯৬ সাল থেকে এ আসনে আমি দলের মনোনয়ন চেয়ে আসছি। তবে নেত্রী আমাকে মনোনয়ন না দিলেও দলীয় প্রার্থীকে জেতাতে নিবেদিত প্রাণ কর্মী হিসাবে কাজ করেছি। মাঠে-ময়দানে কাজ করার সুবাদেই ফরিদপুর-১ আসনের প্রতিটি আওয়ামী লীগ নেতাকর্মীর সঙ্গে আমার নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে। তাই বরাবরের ন্যায় এবারও আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে আমি মাঠে নেমেছি। আশা করছি নেত্রী এবার আমার কাজের মূল্যায়ন দেবেন। প্রিয় সাংবাদিক ভাইদের মাধ্যমে জন নেত্রী শেখ হাসিনার কাছে আমার বিনিত নিবেদন তিনি যেন আমার প্রতি সদয় দৃষ্টি রাখেন'। তিনি বুধবার (২৪ মে) বিকেলে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় আবেগ ঘন এ বক্তব্য রাখেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে ফরিদপুর-১ আসনের তিন উপজেলা বোয়ালমারী,আলফাডাঙ্গা ও মধুখালিতে সাংবাদিকদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসাবে এ সভার আয়োজন করেন মুসা মিয়া। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এবং জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ইস্রাফিল মোল্যা, উপজেলা আওয়ামী লীগের তথ্য বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সজল, দপ্তর সম্পাদক এ কে এম জাফর বিশ্বাস, কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা, ময়না ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর সিদ্দিকী, সহযোগী অধ্যাপক মজনু মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম বাকের ইদ্রিস প্রমুখ। অনুষ্ঠানে মুসা মিয়া আরো বলেন,আমি ঢাকামুখী কোন নেতা নই। নির্বাচনের মৌসুম এলেই অতিথি পাখি হয়ে এলাকায় আসিনা। এলাকার মাটি ও মানুষকে ভালো বাসি। সব সবয় তাদের পাশেই থাকি। তাদের নিয়েই কাজ করি। সংসদ সদস্য নির্বাচিত হলে তারা কাছে থেকে আরো বেশী সেবা পাবে বলে আমি বিশ্বাস করি। সভায় আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডও তুলে ধরেন এম এম মোশাররফ হোসেন।
এমএসএম / এমএসএম
তারেক রহমানের ৬১তম জন্মদিনে কুমিল্লা-৬ আসনের মসজিদগুলোতে দোয়া ও মিলাদ
পবিপ্রবিতে ১৫ বছর ধরে অচল দক্ষিণাঞ্চলের একমাত্র ভূ-কম্পন পরিমাপক যন্ত্র
জমে উঠছে কুমিল্লা-৫ আসনে জামায়াতে নির্বাচনী প্রচারনা
মান্দায় বিএনপি নেতা মতিনের পথসভা ও লিফলেট বিতরণে জনতার ঢল
এই বাংলায় কোনো বৈষম্য থাকবে না: ব্যারিস্টার ইউসুফ আলী
বাকপ্রতিবন্ধী দিনমজুর লালমন বিরল রোগে আক্রান্ত অর্থাভাবে মিলছে না উন্নত চিকিৎসা
কাউনিয়ায় ওভারব্রিজ পরিদর্শনে উপসচিব ফজলে এলাহী
রায়গঞ্জে ৭ মাসে ১০ মৃত্যু, স্থায়ী সমাধান চায় এলাকাবাসী
বোয়ালমারীতে সশস্ত্র বাহিনী দিবস পালিত
ত্রিশালে জেঁকে বসেছে শীত, ফুটপাতে জমে উঠেছে বিক্রি
৫ হাজার মোটরসাইকেল নিয়ে কুমিল্লা -৬ আসনে জামায়াত নেতা দ্বীন মোহাম্মদ শোভাযাত্রা
আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে এ দেশের ছাত্র জনতা -মিয়া গোলাম পরওয়ার