ঢাকা বুধবার, ৬ আগস্ট, ২০২৫

বোয়ালমারীতে সংখ্যা লঘু ব্যবসায়ীর কোটি টাকার সম্পত্তি জবরদখলের অভিযোগ


জাকির হোসেন, বোয়ালমারী photo জাকির হোসেন, বোয়ালমারী
প্রকাশিত: ১-৬-২০২৩ দুপুর ১১:৫

ফরিদপুরের বোয়ালমারীতে এক সংখ্যা লঘু ব্যবসায়ীর কোটি টাকার সম্পত্তি জবর দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় পৌর সভার সাবেক ও বর্তমানের তিন কাউন্সিলরের বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন বোয়ালমারী বাজারের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী শ্যামল কুমার বণিক। পৌর সদরের আঁধার কোঠায় গত ৩০ মের এ দখল জজ্ঞের ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রত্যাক্ষদর্শী,এলাকাবাসী ও ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানাযায়,শিবপুর মৌজায় (আধারকোঠা) বারাশিয়া নদের কোল ঘেঁষে ২৮১২ নং দাগের সাড়ে ১২ শতক জমির মালিক শ্যামল বণিক। এই জায়গা ঘেঁষে পানি উন্নয়ন বোর্ডেরও বেশ খানিক জমি রয়েছে। সরকারী এই জমি সহ পুরো জায়গাটি দীর্ঘদিন ভোগ দখল করে আসছিলেন শ্যামল বণিক। জমির চারপাশে বাউন্ডারি নির্মাণ করে সেখানে একটি গো-খামার, একটি টিনশেড সেমিপাকা থাকার ঘর সহ একাধিক ছোট-বড় স্থাপনা গড়ে তোলেন তিনি। কিন্তু  সম্প্রতি পানি উন্নয়ন বোর্ডের ঐ জায়গা টুকু দখলে নিতে তৎপর হয়ে উঠেন স্থানীয় (৬ নং ওয়ার্ড)  সাবেক পৌর কাউন্সিলর শফিউল আলম টুলু, ১ ও ৭ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর বিপ্লব আহমেদ ও খান মমিনুর রহমান। এরই ধারাবাহিকতায় গত ৩০ মে তারা সম্পূর্ণ গায়ের জোরে শ্যামল বণিকের বৃহৎ গোয়াল ঘরটি ভেঙে উচ্ছেদ  করে তার সমস্ত অবকাঠামো লুট করে নিয়ে যান।

এরপর ওয়াপদার জায়গার পাশাপাশি ২/৩ শতক মালিকানা জায়গা দখল করে জমির মাঝ বরাবর নতুন বাউন্ডারি নির্মাণ করেন। দখলকৃত জায়গায় অভিযুক্তরা তাৎক্ষণিক তাদের ব্যবসায়িক সাইনবোর্ড ঝুলিয়ে দেন। যার দুই পাশে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সংযুক্ত করা হয়। এতে লেখা রয়েছে 'ফলজ বৃক্ষ ও কৃষি পণ্য বিক্রয় কেন্দ্র। যোগাযোগের জন্য-মোঃ রাসেল বিশ্বাস এবং সহযোগি হিসাবে উল্লেখিত তিন কাউন্সিলরের নাম উল্লেখ করা হয় সাইনবোর্ডে। এ ছাড়াও জমির পরিচিতি সংক্রান্ত আরো দুটি সাইনবোর্ড ঝুলতে দেখা যায় জমিতে থাকা দুটি গাছের সঙ্গে।

ভুক্তভোগী শ্যামল বণিক বলেন,ক্রয় সূত্রে আমি জায়গাটির মালিক। ব্যাক্তি মালিকানাধীন জমি যার তিনিই নিয়মানুযায়ী সংযুক্ত সরকারী জমিটুকু ভোগদখল করে থাকেন। আমার পূর্বের মালিক প্রায় ৪০ বছর ধরে জায়গাটি ঐ ভাবেই ভোগদখল করে আসছিলেন। আমিও সেভাবেই খাচ্ছিলাম। এক জনের ভোগদখলে থাকা জমি অন্য আরেকজনকে কিভাবে লীজ দেয়া হয় তা আমার বোধগম্য নয়। হালে যদি কেউ সরকারী জায়গাটুকুর লীজ এনেও থাকেন  তবে দখল ছাড়তে আমাকে নোটিশ করা উচিৎ ছিলো। লীজ গ্রহীতারাও আমাকে আমার ঘর-বাড়ি সরিয়ে নেয়ার আহবান জানাতে পারতেন। কিন্তু এর কোনটাই না করে সম্পূর্ণ অবৈধভাবে গায়ের জোর আর রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাকে উচ্ছেদ করা হয়েছে।

সরকারি জায়গার সীমানা নির্ধারণ না করেই তারা সেটির দখল নিতে গিয়ে আমার মালিকানা জায়গাও দখল করেছেন। আমার নিজস্ব জায়গার প্রায় পাঁচ লক্ষ টাকার ঘর ভেঙে লুটপাট করেছেন। আক্ষেপ করে শ্যামল বণিক বলেন,দেশটা কি মগের মুল্লুক হয়ে গেলো- যে স্বয়ং জনপ্রতিনিধিরা আইন হাতে তুলে নিয়ে গায়ের জোরে কাউকে উচ্ছেদ করে সরকারি ও  বেসরকারী জায়গার দখন নেবে? এ কোন দেশে বাস করছি আমরা? এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত বোয়ালমারী পৌর সভার ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা শফিউল আলম টুলু মুঠোফোনে বলেন,পানি উন্নয়ন বোর্ড থেকে  আমরা ৮ শতক জমি ইজারা নিয়েছি। সেটি এতদিন শ্যামল বণিক অবৈধভাবে দখলে রেখেছিল। আমাদের জায়গা আমরা পরিষ্কার করে ঘিরে রেখেছি। কারো ঘর ভাঙার অভিযোগ সঠিক নয়। আপনারা অফিসে খোঁজ নিয়ে দেখুন,আমরা সত্যই জমির লীজ এনেছি কিনা? অপর কাউন্সিলর মোঃ বিপ্লব আহমেদ বলেন,জায়গাটি আমরা লীজ এনেছি এটা প্রশাসন সহ সচেতন মহলের অনেকেই জানেন। আমরা কারো ঘর ভাঙিনি বরং আমাদের জমিতে আমরা কাজ করতে গেলে উল্টো শ্যামল বণিক বাঁধা দিয়ে আমাদের হেনস্তা করে। এ বিষয়ে এলাকার বর্তমান কাউন্সিলর আব্দুস সামাদ খান বলেন,শুনেছি জমির লীজ তারা এনেছে।

একজনের ভোগদখলে থাকা জমি আরেকজনকে কিভাবে লীজ দেয়া হয় তা ওয়াপদার লোকেরাই ভালো জানে। তবে আইন হাতে তুলে নিয়ে গায়ের জোরে কাউকে উচ্ছেদ করে জমির দখল নেয়াটা মোটেও শোভনীয় নয়। এক প্রশ্নের জবাবে পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী সন্তোষ কুমার জমি বরাদ্দের বিষয়টি স্বীকার করে বলেন,আমরা বারাশিয়া নদের কূল ঘেঁষে ৮ শতক জমি তাদের লীজ দিয়েছে শাক-সবজি আবাদ করার জন্য। কারো ঘরবাড়ি উচ্ছেদ করার দায়িত্ব তাদের দেয়া হয়নি। ঝামেলার সংবাদ পেয়ে আমি সরেজমিন পরিদর্শন করেছি। মাপঝোঁক না হওয়া পর্যন্ত লীজ গ্রহিতাদের কাজকর্ম বন্ধ রাখতে বলেছি। যদি বাড়তি জায়গা ওখানে না থাকে প্রয়োজনে লীজ বাতিল করা হবে।

এমএসএম / এমএসএম

গোপালগঞ্জে দিনব্যাপী পালিত কর্মসূচিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস

শ্রীমঙ্গলে গণঅভ্যুত্থান দিবসের বিজয় র‍্যালিতে মানুষের ঢল

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বারহাট্টায় বিএনপির বিজয় মিছিল

ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে ৮২ শহিদ পরিবার এবং ১৪৮৩ জন জুলাই যোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়

ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপতি উপলক্ষে নাগরপুরে বিএনপি’র বিজয় র‍্যালি

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে গণঅভ্যুত্থান দিবস পালন

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে খোকসা'তে বিজয় মিছিল ও আলোচনা সভা

সিংগাইরে বিএনপির দুই গ্রুপের বিজয় র‍্যালি

শহীদদের রক্তের সাথে বেঈমানী করে রাজনীতি সম্ভব নয় -বিজয় র‍্যালিতে এম.এ. মতিন

পটুয়াখালীতে নানা আয়োজনে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস

গণঅভ্যুত্থান দিবসে সাটুরিয়ায় বিজয় র‍্যালী ও আলোচনা সভা

পাটগ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ জনের কারাদণ্ড

লোহাগড়ায় বিএনপির উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন