শ্রীপুরে প্রতিবন্ধীদের টাকা আত্মসাৎ, স্কুল সভাপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মাগুরার শ্রীপুর প্রতিবন্ধী অটিজম বিদ্যালয় প্রতিষ্ঠানটির সভাপতি সুমন মজুমদারের নানা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাৎয়ের অভিযোগে সাংবাদ সম্মেলন করেছে প্রতারণার শিকার শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। শুক্রবার (৯ জুন) সকালে শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের শ্রীপুর প্রতিবন্ধী স্কুল, মুজদিয়া, শ্রীপুর মাগুরা এর সভাপতি সুমন মজুমদারের নানান দুর্নীতি, অপকর্ম, অর্থআত্মসাৎ ও ভূয়া নিয়োগ বাণিজ্যের অভিযোগ সাংবাদিকদের কাছে তুলে ধরেন প্রতিষ্ঠানটির শিক্ষিকা সুপ্রিয়া রানী। এসময় প্রতারণার শিকার শিক্ষক শিক্ষিকা গণ উপস্থিত ছিলেন।
তিনি জানান, সুমন মজুমদারের নানা দুর্নীতি, অপকর্ম, অর্থ আত্মসাৎ ও ভূয়া নিয়োগ বাণিজ্যের ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে আলোচিত ও সমালোচিত হয়েছে। আজ তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা তুলে ধরার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছেন সকলে। তার বিরুদ্ধে আমাদের অভিযোগ গুলো হলোঃ
১. নিয়োগ বানিজ্য করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, ২. শিক্ষার্থীদের নিউরোর কর্তৃক চিকিৎসা ভাতা আত্মসাৎ, ৩. প্রতিবন্ধী জরিপ করে দেয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়া, ৪. পরিবহন ব্যবস্থার টাকা আত্মসাৎ। এসকল অভিযোগের সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচারের দাবি জানায়। সেই সাথে প্রতারক সুমন মজুমদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
চিকিৎসা ভাতা প্রাপ্ত বরিশাট গ্রামের এক অভিভাবক জানায়, চিকিৎসা ভাতা বাবদ এককালীন একটি ১০ হাজার টাকার চেক পেয়েছিলাম। চেকটি সোনালী ব্যাংক থেকে ভাঙ্গিয়ে টাকা উত্তোলন করার পরই সুমন মজুমদার বার বার ফোন দিয়ে দেখা করার জন্য বলে। দেখা করতে গেলে বিভিন্ন খরচ বাবদ ৫ হাজার টাকা দাবি করে। পরে বাধ্য হয়ে ৪ হাজার টাকা দিয়ে মিটিয়ে নিই। চর-শ্রীপুর গ্রামের মৃত্যুঞ্জয়ের কাছ থেকেও ১০ হাজার টাকার ৫ হাজার টাকা খরচ বাবদ নেন।
আরেক অভিভাবক রেবেকা বেগম বলেন, দীর্ঘ ৩-৪ বছর যাবত স্কুল চালুর পরই আমার বাচ্চাটাকে ভর্তি করিয়েছি। কিন্তু এযাবতকাল কোন ভাতা, অনুদান কোনো কিছুই পায়নি। অথচ তার নামে নাকি স্কুলের হেড ম্যাডামের একাউন্টে ভাতার টাকা আসে নিয়মিত। এ বিষয়ে শ্রীপুর উপজেলা সমাজসেবা অফিসে যোগাযোগ করলে তারা স্কুলে খোজ নিতে বলেন।
কিছুদিন আগে ফাঁস হওয়া এক অডিও ক্লিপে সুমন মজুমদার নিজেকে রাঘব বোয়াল পরিচিয় দিয়ে প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সবাইকে হুমকি ও নানা সরকারি কর্মকর্তার সাথে তার উঠাবসার বিষয়টি ভাইরাল হয়। এর আগে সুমনের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যে করে ৪০ লক্ষ টাকা আত্মসাৎয়ের অভিযোগ তুলে স্কুলের ৮ জন শিক্ষক শিক্ষিকা সংবাদ সম্মেলন করেন।
এমএসএম / এমএসএম

গাজীপুর-৩ আসনে আলোচনায় বিএনপির ৪ প্রার্থী, একক প্রার্থী নিয়ে নিশ্চিন্ত অন্য দল

আদালতের দোতলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা হত্যা মামলার আসামির

রায়পুরে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

চট্টগ্রাম-১৩ আসনে তৃণমূল নেতাকর্মীদের পছন্দের শীর্ষে এস এম মামুন মিয়া

চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক

জুড়ীতে কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ে উপহার প্রদান

গাছে ঝুলন্ত লাশ, পা মাটিতে-শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জ শহরের প্রবেশমুখে গোলচত্বর ও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে নবযোগদানকৃত কুড়িগ্রাম জেলা প্রশাসক এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

রাণীশংকৈলে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

হাটহাজারী নাগরিক সেবা নিয়ে বিপাকে পৌরবাসী। তবে কর্তৃপক্ষের দ্রুত সমাধানের আশ্বাস

নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠির ৩০তম কারাম উৎসব পালিত
Link Copied