ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

বিএনপির কিছু নেতার অবস্থা শিশুবক্তা রফিকুলের মতো হতে পারে : হানিফ


রাশিদুল ইসলাম, শ্রীপুর photo রাশিদুল ইসলাম, শ্রীপুর
প্রকাশিত: ১১-৬-২০২৩ দুপুর ৪:৪
বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপির কিছু নেতার অবস্থা শিশুবক্তা  রফিকুলের মতো হতে পারে।  সামনে কিছু মানুষ দেখে বিএনপির জোসে হুশ হারিয়ে ফেলছে,বেশি যোশে হুশ হারায়েন না,তাহলে শিশুবক্তা রফিকুলের মতো হতে পারে।ইদানিং কিছু বিএনপির নেতা বা ছোট ছোট দুই একটি দল চেঙ্গু মাছের মতো পানির ভিতর লাফালাফি করছে।মনে হচ্ছে বিদেশিরা প্রভুরা এসে  ক্ষমতায় বসিয়ে দেবে।
 
বিদেশীদের কাছে ধর্না দিয়ে নো লাভ হবে না। অযথা স্বপ্ন দেখবেন না, ২০২৯ সালের পর ভেবে দেখেন ক্ষমতায় যাওয়া যায় কিনা। শনিবার(১০ জুন) বিকালে  মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এ জনসভায় শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আবদুল হাই, রাজবাড়ী-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুল হাকিম, মাগুরা- ১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আফম আব্দুল ফাত্তাহ, মাগুরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু,শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহীন, শৈলকুপা উপজেলা চেয়ারম্যান আবদুল হাকিম আহমেদ, মাগুরার পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, ধলহরাচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান বিশ্বাস প্রমুখ ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান মোঃ হুমাউনুর রশিদ মুহিতের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য  কামরুল লায়লা জলি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ শরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এ্যাড.শাখারুল ইসলাম শাকিল, সাংগঠনিক সম্পাদক এ্যাড.রাশেদ মাহমুদ শাহীন,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বপন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি স্বর্নালী জোয়ারদার রিয়া ও সাধারণ সম্পাদক কৃষ্ণা রানী দাস, সার্বিক তত্ত্বাবধানে শ্রীপুর উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গয়েশপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হালিম মোল্লা  ও রাজবাড়ী জেলার নির্বাচিত জনপ্রতিনিধি সহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
মাহবুব উল আলম হানিফ আরোও বলেন, ২০১২ সালের পর থেকে এ পর্যন্ত বহু ঈদ চলে গেছে কিন্তু সরকারের পতন ঘটানো সম্ভব হয়নি। আর কখনো হবেও না। বিএনপি নেতারা সামনে কিছু লোক দেখে হুস হারা হয়ে গেছে। মির্জা ফখরুল সাহেব বিদেশিদের বিভিন্ন দূতাবাসে ধর্না দিচ্ছেন। কিন্তু তাতে কোনো লাভ হবে না। পৃথিবীর কোনো শক্তিই শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে পারবে না। কারণ জনগণ আওয়ামী লীগের সঙ্গে রয়েছে। আজকের এই জনসমুদ্র তার প্রমাণ করে। হাওয়া ভবন একসময় খাওয়া ভবনে পরিণত হয়েছিলো। তাদের এক নেতা জনগণের টাকা আত্মসাৎ করায় জেলে, আরেক নেতা দন্ডপ্রাপ্ত পলাতক আসামী। বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে। বাংলাদেশ যখন সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল, ঠিক তখনই বিএনপি-জামাত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু তাতে কোনো লাভ হবে না, এদেশের মানুষ শান্তি চায়।
এর আগে তিনি মাগুরার-ওয়াপদা মোড়-কুষ্টিয়া আঞ্চলিক সড়ক ও লাঙ্গলবাঁধ-পাংশা ব্রিজের নির্মাণ কাজ পরিদর্শন করেন।

এমএসএম / এমএসএম

মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট

পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা

কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান

আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল

হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা

‎শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি

বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী

চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ

কটিয়াদীতে পুকুরের পানিতে দুই বছরের শিশুর মৃত্যু