ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

শ্রীপুরে কংগ্রেসের আলোচনা সভা ও ইউনিয়ন কমিটি গঠন


রাশিদুল ইসলাম, শ্রীপুর photo রাশিদুল ইসলাম, শ্রীপুর
প্রকাশিত: ১৮-৬-২০২৩ দুপুর ১:৩৭
"কংগ্রেসের মূলনীতি সুস্থ ধারার রাজনীতি "এই স্লোগান সামনে রেখে বাংলাদেশের সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার লক্ষ্যে মাগুরায় ব্যস্ত সময় পার করছেন দলটির চেয়ারম্যান এ্যাড. কাজী রেজাউল ইসলাম।  দলটির চেয়ারম্যান মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সন্তান হওয়ায় এলাকায় আসলেই ছুটে বেড়ান তৃণমূলের মানুষের কাছে। 
 
শনিবার (১৭ জুন) বিকালে গয়েশপুর ইউনিয়ন কংগ্রেসের আয়োজনে লাঙ্গলবাধ দাখিল মাদরাসা প্রঙ্গনে সংগঠনটির আলোচনা সভা ও গয়েশপুর ইউনিয়ন কমিটি গঠন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কংগ্রেসের শ্রীপুর উপজেলা শাখার আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ। 
 
গয়েশপুর ইউনিয়ন কংগ্রেসের সভাপতি  মোঃ মিরাজুল শেখের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা কংগ্রেসের সমন্বয়কারী মোঃ সালমান খান, মাগুরা পৌর শাখার আহ্বায়ক মোঃ তরিকুল ইসলাম রাজু, জেলা কংগ্রেস নেতা এবাদত মন্ডল।
এছাড়াও মাগুরা জেলা  ছাত্র কংগ্রেসের সদস্য সচিব এনামুল হক রাজের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাগুরা জেলা ছাত্র কংগ্রেসের আহবায়ক মোঃ কাজল  ইসলাম উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে গয়েশপুর  ইউনিয়নের  নব গঠিত কমিটি প্রকাশ  করা হয়।
 
গয়েশপুর ইউনিয়ন কমিটিতে সভাপতি হিসাবে নির্বাচিত হন মিরাজুল শেখ, সহ সভাপতি শামিমুল হাসান মিল্টন, আলতাফ মাহমুদ, সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মোঃ ফরিদ আলী,এরশাদ মন্ডল,সাংগঠনিক সম্পাদক আরশাদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক আজাদ মন্ডল, সহ প্রচার লাল্টু শেখ,কোষাধ্যক্ষ খায়রুল শেখ,ধর্ম বিষয়ক সম্পাদক ইবাদত শেখ,সহ শ্রম ও কর্ম বিষয়ক সম্পাদক মোঃ সালাম শেখ,ক্রীড়া বিষয়ক সম্পাদক ইয়াসিন আলী,সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ রাশিদুল ইসলাম, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মোঃ মোস্তাক আহম্মেদ, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক রাসেল ইসলাম। সদস্যরা হলেনঃ শরিফুল ইসলাম, দেবাশীষ চক্রবর্ত্তী, রিয়াজ বিশ্বাস, খায়রুল, আবদুল্লাহ, শুভংকার,বদিয়ার শেখ,টিপু সুলতান,নবাব আলী জোয়ার্দার, রাজীব হোসেন, আকাশ সর্দার, টিটুল শেখ,
টিপু শেখ,লিটন শেখ,মোঃ সাঈদ খান, মোঃ নাজিম ফকির,আরিফুল ইসলাম, সুমন আহমেদ, বাকির শেখ,লিয়াকত আলী ও আমানত আলী শেখ।
সংগঠনটির কার্যক্রম ও উদ্দেশ্য নিয়ে প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান আসাদ বলেন, দেশের বর্তমান গুম, খুন, মারামারি, রাষ্ট্রীয় সম্পদ হরিলুটের বিপক্ষে অবস্থান থাকবে বাংলাদেশ কংগ্রেসের। ইতি মধ্যেই দলের নীতিগত আদর্শের কারনে দলে দলে সাধারণ জনতা দলটিতে যোগ দিচ্ছেন।  আশা করি সামনের নির্বাচনে বাংলাদেশ কংগ্রেস ইতিবাচক ভূমিকা পালন করবে।

এমএসএম / এমএসএম

মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট

পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা

কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান

আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল

হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা

‎শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি

বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী

চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ

কটিয়াদীতে পুকুরের পানিতে দুই বছরের শিশুর মৃত্যু