ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

ফার্মা মার্কেটে কাজের সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে "ফারিয়ার" দরকার মালিক পক্ষের সহযোগিতা


এ বি এম সোবহান হাওলাদার photo এ বি এম সোবহান হাওলাদার
প্রকাশিত: ১৯-৬-২০২৩ রাত ১১:৩১

স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে অধিকাংশ মানুষই কৃষির উপর নির্ভরশীল ছিল। তখন অধিকাংশ কৃষকের বাড়িতে মাসিক বেতন এবং থাকা খাওয়া দিয়ে কাজের লোক রাখা হতো। কাজের চাপ থাকলে অর্থাৎ ধান রোয়া এবং কাঁটার সময় আলাদা বদলা নেয়া হতো। এসব কাজের লোক পরিবারের  একজন সদস্যের মতোই হয়ে যেতো অর্থাৎ ফ্যামিলি মেম্বার। এদেরকে যদি গ্রামের অন্য কোনো পরিবারের লোক অপমান অপদস্থ করতো সেটা সে যে বাড়িতে থাকতো তারা মনে করতো তাদেরই অপমান করা হয়েছে এবং এসব বিষয় নিয়ে দেন-দরবার হতো এবং উপযুক্ত বিচারও করা হতো। এ কারণেই কাজের লোকটি নিজেকে পরিবারের একজন ভেবে ঐ পরিবারের জন্য তার সর্বস্ব উজার করে দিতো। 
বাংলাদেশে ঔষধ শিল্প বেশ শক্তিশালী অবস্থানে।  দেশের প্রায়  ৯৯% ঔষধের চাহিদা মিটিয়ে যুক্তরাষ্ট্রসহ  বিশ্বের অধিকাংশ দেশে ঔষধ রপ্তানি ( রপ্তানিতে ২য় অবস্থান) হচ্ছে। দেশে শক্তিশালী অবস্থান না হলে বিদেশের মাটিতে রপ্তানি করা সম্ভব হতো না। এই শক্তিশালী অবস্থানের পিছনে যাদের অবদান তারা হলো আড়াই লক্ষ উচ্চশিক্ষিত  তরুণ প্রতিনিধি এবং এদেশের দেশপ্রেমিক ডাক্তার। ডাক্তারদের  নিকট ঔষধের সঠিক তথ্য -উপাত্ত উপস্থাপন এবং কেমিস্ট  শপে ঔষধের সরবরাহ নিশ্চিত করাই এদের কাজ। এদেশে সরকারি চাকুরীর অপ্রতুলতাই তাদের এই পেশায় আসতে বাধ্য করে। কিছু কোম্পানী ব্যবসা প্রসারের জন্য তাদের দিয়ে রোগীর প্রেসক্রিপশনের ছবি তোলাসহ বিভিন্ন কাজ করিয়ে থাকে ফলশ্রুতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন জায়গায় জনগণ দ্বারা এরা নাজেহাল হয়।  আজকে ময়মনসিংহে কয়েকজন প্রতিনিধি আটক পরবর্তীতে ফারিয়ার হস্তক্ষেপে ছেড়ে দেয়া এবং ভেড়ামারায় জনৈক ব্যক্তির নেতৃত্বে একদল  দুর্বৃত্ত কর্তৃক  কয়েকজন প্রতিনিধি লাঞ্ছিত হওয়া একটি ধারাবাহিক ঘটনা অথচ এইসব প্রতিনিধি যেসব কোম্পানীতে চাকুরী করে তাদের মালিকরাই  দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব। তারা বিভিন্ন সময়ে প্রতিনিধিদের ফ্যামিলি মেম্বার হিসেবে এ্যাড্রেস করে কিন্তু বিপদে পড়লে ব্যবসায়ীক স্বার্থ রক্ষার্থে তারা নিরব থাকার চেষ্টা করে। মালিক যদি তার কর্মচারীকে রক্ষায় সর্বোচ্চ চেষ্টা না করে কিংবা এই অপমানকে নিজের অপমান মনে না করে তাহলে একসময় এ পেশায় লোক পাওয়া যাবে বলে মনে হয় না। ফারিয়াকে কোম্পানীগুলো সহযোগিতা-তো করেই না     বরঞ্চ ব্যবসায়ীক বিপদে পড়লে ফারিয়াই এগিয়ে যায় বিপদ থেকে উদ্ধারের জন্য । মালিক পক্ষকে অনুরোধ করবো প্রতিনিধিদের দিয়ে রোগীর প্রেসক্রিপশনের ছবি তোলা বন্ধ করুন এবং নিজ কর্মচারীর অপমানকে নিজের অপমান মনে করে,  ব্যবসায়ীক স্বার্থেই  ফারিয়াকে শক্তিশালী করে কাজের সুষ্ঠু পরিবেশ সৃষ্টিতে সহায়তা করুন।


সদস্য, স্থায়ী পরিষদ
কেন্দ্রীয় ফারিয়া।

শাফিন / শাফিন

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার গণতন্ত্রের জন্য চ্যালেঞ্জ

কোচিং-এর গোলকধাঁধায়, শ্রেণিকক্ষে পাঠদানে গুরুত্ব নেই

সাংবাদিকের দল সমর্থন গণতন্ত্রের জন্য হুমকি

ইঁদুরের কৃতজ্ঞতা

নাগরিক সেবা ও প্রত্যাশার সংকট: রাষ্ট্রীয় কর্মচারী কোথায়?

টেকসই সমাজ গঠনে সাম্য একটি অপরিহার্য ভিত্তি

শুভ জন্মাষ্টমী : সত্য, সুন্দর ও সাম্য প্রতিষ্ঠায় শান্তির বার্তা

রাজনৈতিক স্থিতিশীলতা ও গ্রহণযোগ্য নির্বাচন অপরিহার্য

জনগণের অংশগ্রহণে নির্বাচিতরাই কাশ্মীরের শাসক

স্বৈরশাসকের বিদায়, বিদ্রোহ ও পলায়ন

জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় তারেক রহমান

এপিআই ও এক্সিপিয়েন্ট উৎপাদনে বাংলাদেশের আত্মনির্ভরশীলতা: স্বাস্থ্য ও অর্থনীতির নবদিগন্ত উন্মোচন

ট্রাম্প-উরসুলার বাণিজ্য চুক্তিতে স্বস্তির হাওয়া