বোয়ালমারীতে পুলিশের বাধায় পন্ড হলো বি এন পির কর্মী সম্মেলন

ফরিদপুরের বোয়ালমারীতে পুলিশের বাধায় পন্ড হয়ে গেছে উপজেলা ও পৌর বি এন পির পূর্ব নির্ধারিত কর্মী সম্মেলন। পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গের মাধ্যমে সম্মেলটি ভন্ডুল করে দেয় বলে বি এন পি নেতাকর্মীদের অভিযোগ। এ সময় পুলিশ ও বি এন পি নেতাকর্মীদের মধ্যে মৃদু ধাওয়া-পাল্টা ধাওয়া,লাঠিচার্জে ১০/১৫ জন কর্মী আহত হয়েছে বলে জানাগেছে।
প্রত্যক্ষদর্শী ও বি এন পি দলীয় সূত্রে জানাযায়,বোয়ালমারী পৌর সদরের পাঞ্জেরী মডেল মাদ্রাসা প্রাঙ্গণে সকাল ১০ ঘটিকায় উপজেলা ও পৌর বি এন পির পূর্ব নির্ধারিত কর্মী সম্মেলন শুরু হয়। দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে নির্দিষ্ট সংখ্যক নেতাকর্মী নিয়ে রুদ্ধদ্বার পরিবেশে সম্মেলন শুরুর কিছুক্ষণ পরই স্থানীয় থানার একদল পুলিশ আকস্মিক ভাবে ঘটনা স্থলে হাজির হয়ে বাইরে অপেক্ষামান নেতাকর্মীদের উপর ব্যাপক লাঠিচার্জ শুরু করে। মুহূর্তেই নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যে যার মত দিকবিদিক ছুটোছুটি করে ঘটনা স্থল ত্যাগ করেন। এ সময় পুলিশের লাঠি পেটায় ১০/১৫ জন কর্মী আহত হন।এক পর্যায়ে পুলিশ মডেল মাদ্রাসার গেইট খুলে ভিতরে প্রবেশ করে সম্মেলন মঞ্চ,চেয়ার,টেবিলে ব্যাপক লাঠিচার্জ করে আতঙ্ক সৃষ্টি সহ তাৎক্ষণিক মিটিং বন্ধ করতে বলেন। এ সময় দলের শীর্ষ নেতৃবৃন্দ শান্তি ভাবে ঘরোয়া পরিবেশে কর্মসূচি পালনে বাধাদানে বিস্ময় প্রকাশের পাশাপাশি সেটি চালিয়ে যাওয়ার অনুরোধ রাখেন। কিন্তু পুলিশ নেতাদের অনুরোধে পাত্তা না দিয়ে উল্টো গ্রেফতারের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে মিটিং বন্ধ করতে বাধ্য করেন। এরপর কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ ঘটনা স্থল ছেড়ে চলে গেলেও স্থানীয় কিছু নেতাকর্মী ভিতরেই নিরবে অবস্থান করেন। এদিকে ছত্রভঙ্গ হয়ে চলে যাওয়া বাইরের নেতাকর্মীরা পুনরায় জোটবদ্ধ হয়ে লাঠিশোঠা নিয়ে ইটপাটকেল ছুঁড়তে ছুঁড়তে ঘটনা স্থলের দিকে অগ্রসর হলে শুরু হয় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া। কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার পর এক পর্যায়ে বি এন পি নেতাকর্মীরা শক্ত প্রতিরোধ গড়ে তুললে পুলিশ পিছু হটে পাঞ্জেরী মডেল মাদ্রাসার ভিতরে অবস্থান নিয়ে সেখানে থাকা বি এন পি নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন। পরে নেতাদের হস্তক্ষেপেই পরিস্থিতি শান্ত হয় এবং একে একে সবাই ঘটনা স্থল ছেড়ে চলে যান। এ ব্যাপারে জানতে চাইলে অনুষ্ঠানের প্রধান অতিথি বি এন পির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুকুর রহমান বলেন,পুলিশের অনুমতি নিয়েই আমরা ঘরোয়া পরিবেশে সিমিত সংখ্যক নেতাকর্মী নিয়ে সম্মেলনের আয়োজন করি। অথচ পুলিশ নিয়ম ভেঙ্গে হঠাৎ শান্তিপূর্ণ অনুষ্ঠানে হামলা চালিয়ে নেতাকর্মীদের একচেটিয়া মারধর করেছে। চেয়ার-টেবিল ভাংচুর করেছে। চাপ সৃষ্টি করে মিটিং বানচাল করেছে। এটা অবশ্যই আমাদের রাজনৈতিক ও মানবাধিকারের চরম লঙ্ঘন। এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোঃ আঃওহাবের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন,আজ (২৩ জুন)বোয়ালমারীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান ছিল। সে কারনে অপ্রীতিকর কিছুর আশঙ্কায় বি এন পির অনুষ্ঠানটি বন্ধ রাখতে বলে ছিলাম। কিন্তু তারা সেটা উপেক্ষা করে অনুষ্ঠানের আয়োজন করে। এ প্রেক্ষিতে আমরা ঘটনা স্থলে গিয়ে অনুষ্ঠান বন্ধ করতে বললে বি এন পি নেতাকর্মীরা আমাদের সঙ্গে অশোভন আচরণ করেন। ইটপাটকেল ছুঁড়ে পরিস্থিতি অশান্ত করেন। আমাদেরকে আঘাত করার চেষ্টা করেন।
এমএসএম / এমএসএম

গোপালগঞ্জে দিনব্যাপী পালিত কর্মসূচিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস

শ্রীমঙ্গলে গণঅভ্যুত্থান দিবসের বিজয় র্যালিতে মানুষের ঢল

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বারহাট্টায় বিএনপির বিজয় মিছিল

ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে ৮২ শহিদ পরিবার এবং ১৪৮৩ জন জুলাই যোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়

ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপতি উপলক্ষে নাগরপুরে বিএনপি’র বিজয় র্যালি

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে গণঅভ্যুত্থান দিবস পালন

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে খোকসা'তে বিজয় মিছিল ও আলোচনা সভা

সিংগাইরে বিএনপির দুই গ্রুপের বিজয় র্যালি

শহীদদের রক্তের সাথে বেঈমানী করে রাজনীতি সম্ভব নয় -বিজয় র্যালিতে এম.এ. মতিন

পটুয়াখালীতে নানা আয়োজনে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস

গণঅভ্যুত্থান দিবসে সাটুরিয়ায় বিজয় র্যালী ও আলোচনা সভা

পাটগ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ জনের কারাদণ্ড

লোহাগড়ায় বিএনপির উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন
Link Copied