ঢাকা মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

কবি আফসার উদ্দিনের জীবন কাহিনী


রাশিদুল ইসলাম, শ্রীপুর photo রাশিদুল ইসলাম, শ্রীপুর
প্রকাশিত: ২৫-৬-২০২৩ দুপুর ২:৭
কবি আফসার উদ্দিনের জন্ম ১০ জুলাই ১৯৩০ ইং (বাংলা ২রা শ্রাবন বুধবার ১৩৩৬ )।মাগুরা জেলার শ্রীপুর উপজেলার আমলসার গ্রামের এক কৃষক পরিবারের জন্মগ্রহণ করেন । তার পিতার নাম মৃত  আল্লেখ মন্ডল মাতার নাম মৃত সান্তুষী  খাতুন ‌। কবি অষ্টম শ্রেণীর ছাত্রাবস্থায়  তিনি নিউরেলজিয়ায় আক্রান্ত হন এবং ১৯৫৫ সালে সম্পূর্ণ পঙ্গু হয়ে পড়েন ।তার হাত পা -ই  সম্পূর্ণ অচল হয়ে যায় ।পল্লী কবি জসীমউদ্দীনের প্রচেষ্টায় তাঁকে তিন বছর ঢাকায়  চিকিৎসা করেও কোন সুফল ফলেনি । বাংলাদেশ স্বাধীনের আগে পাকিস্তানের বড় ডাক্তার জুম্মা খানকে আফসার উদ্দিনের চিকিৎসার জন্য  ঢাকায় নিয়ে আসেন পল্লী কবি জসীম উদ্দীন। এমনকি তাঁর বসবার বা স্বেচ্ছায় পাশ ফিরে শোবার  ক্ষমতায় ও  লোপ পায় । একমাত্র ঠেস দিয়ে বসিয়া জল চৌকির উপরে কাগজ  রেখে তার উপর হাত তুলে দিয়ে আঙ্গুলের মধ্যে কলম ধরিয়ে দিলেই মাত্র লিখতে পারতেন । এ অবস্থায়ই তাঁর সাহিত্য সাধনা ও স্বশিক্ষা চলতে থাকে । তিনি বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস, ব্যাকরণ অভিধান প্রথিতযশা কবি সাহিত্যিকগণের  রচনাবলী ব্যাপকভাবে পড়াশোনা করেছেন । কবি ছোটবেলা থেকেই তার পালাগান লেখা ও কবিতা রচনায়  উৎসাহ  ছিল ১৯৫২ সালে তিনি ভাষা আন্দোলনের উপর লেখা অনেক কবিতা পল্লী কবি জসীমউদ্দী্নের নিকট পাঠান । পল্লী কবির উৎসাহে আফসার উদদী্নের সাহিত্যিক জীবন সূচিত হয় ।১৯৯৩ সালে পল্লী কবি জসীমউদ্দী্ন  পরিষদ ফরিদপুর কবিকে স্বর্ণ পদকে ভূষিত করেন"চলন্ত পৃথিবী "উপন্যাসের রচয়িতা হিসাবে।
 
তিনি ৫৮টি বই লিখেছেন। অপ্রকাশিত বই ৫৩ টি প্রকাশিত বই  ও ৫ টি কাব্য - "একটি ফুলে একটি জীবন , ভালবাসা বেঁচে আছে , নীল সাদা ছায়া পথ " উপন্যাস- চলন্ত পৃথিবী স্মৃতিকথা -"হাসপাতাল জীবনের ডায়েরী  "পল্লী কবি জসীমউদ্দী্নের  কন্যা বেগম হাসনা মওদুদের সৌজন্যে প্রকাশিত হয় । কবিতা গল্প কিছু কিছু বিভিন্ন  পত্র পত্রিকায় ও লিটন ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে সবুজ পাতা, খেলা ঘর ,সাম্পান ,পূর্ব পাকিস্তান। কবি বাংলাদেশ বেতারের একজন তালিকাভুক্ত গীতিকার খুলনা ছিলেন , বেতারের পাশটা হারিয়ে যায়  তারপর আর গান প্রচার হয় না।  
 
চিরকুমার এই তাঁর এক পালিতা কন্যার  জামাতার সাথে অতিশয় দরিদ্রের সাথে জীবন যাপন করে গেছেন । কবি সংস্কৃতি মন্ত্রণালয়ের ভাতা ও সামান্য পরিমাণ কৃষি আয়ের উপর দিন অতিবাহিত করে গেছেন । কিন্তূ আকৈশর পঙ্গু কবির কলম থেমে যায়। কবি মৃত্যুবরণ করেন ১১আগষ্ট ২০০২ইং  (বাংলা ২৭ শ্রাবন রবিবার ১৪০৯ আরবি ২ জমাদিউস সানি ১৪২৩)।জামাতার বাড়িতেই কবি চিরনিদ্রায় শায়িত হন ।

এমএসএম / এমএসএম

গাজীপুর-৩ আসনে আলোচনায় বিএনপির ৪ প্রার্থী, একক প্রার্থী নিয়ে নিশ্চিন্ত অন্য দল

আদালতের দোতলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা হত্যা মামলার আসামির

রায়পুরে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

চট্টগ্রাম-১৩ আসনে তৃণমূল নেতাকর্মীদের পছন্দের শীর্ষে এস এম মামুন মিয়া

চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক

জুড়ীতে কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ে উপহার প্রদান

গাছে ঝুলন্ত লাশ, পা মাটিতে-শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জ শহরের প্রবেশমুখে গোলচত্বর ও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে নবযোগদানকৃত কুড়িগ্রাম জেলা প্রশাসক এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

রাণীশংকৈলে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

হাটহাজারী নাগরিক সেবা নিয়ে বিপাকে পৌরবাসী। তবে কর্তৃপক্ষের দ্রুত সমাধানের আশ্বাস

নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠির ৩০তম কারাম উৎসব পালিত