ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

কবি আফসার উদ্দিনের জীবন কাহিনী


রাশিদুল ইসলাম, শ্রীপুর photo রাশিদুল ইসলাম, শ্রীপুর
প্রকাশিত: ২৫-৬-২০২৩ দুপুর ২:৭
কবি আফসার উদ্দিনের জন্ম ১০ জুলাই ১৯৩০ ইং (বাংলা ২রা শ্রাবন বুধবার ১৩৩৬ )।মাগুরা জেলার শ্রীপুর উপজেলার আমলসার গ্রামের এক কৃষক পরিবারের জন্মগ্রহণ করেন । তার পিতার নাম মৃত  আল্লেখ মন্ডল মাতার নাম মৃত সান্তুষী  খাতুন ‌। কবি অষ্টম শ্রেণীর ছাত্রাবস্থায়  তিনি নিউরেলজিয়ায় আক্রান্ত হন এবং ১৯৫৫ সালে সম্পূর্ণ পঙ্গু হয়ে পড়েন ।তার হাত পা -ই  সম্পূর্ণ অচল হয়ে যায় ।পল্লী কবি জসীমউদ্দীনের প্রচেষ্টায় তাঁকে তিন বছর ঢাকায়  চিকিৎসা করেও কোন সুফল ফলেনি । বাংলাদেশ স্বাধীনের আগে পাকিস্তানের বড় ডাক্তার জুম্মা খানকে আফসার উদ্দিনের চিকিৎসার জন্য  ঢাকায় নিয়ে আসেন পল্লী কবি জসীম উদ্দীন। এমনকি তাঁর বসবার বা স্বেচ্ছায় পাশ ফিরে শোবার  ক্ষমতায় ও  লোপ পায় । একমাত্র ঠেস দিয়ে বসিয়া জল চৌকির উপরে কাগজ  রেখে তার উপর হাত তুলে দিয়ে আঙ্গুলের মধ্যে কলম ধরিয়ে দিলেই মাত্র লিখতে পারতেন । এ অবস্থায়ই তাঁর সাহিত্য সাধনা ও স্বশিক্ষা চলতে থাকে । তিনি বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস, ব্যাকরণ অভিধান প্রথিতযশা কবি সাহিত্যিকগণের  রচনাবলী ব্যাপকভাবে পড়াশোনা করেছেন । কবি ছোটবেলা থেকেই তার পালাগান লেখা ও কবিতা রচনায়  উৎসাহ  ছিল ১৯৫২ সালে তিনি ভাষা আন্দোলনের উপর লেখা অনেক কবিতা পল্লী কবি জসীমউদ্দী্নের নিকট পাঠান । পল্লী কবির উৎসাহে আফসার উদদী্নের সাহিত্যিক জীবন সূচিত হয় ।১৯৯৩ সালে পল্লী কবি জসীমউদ্দী্ন  পরিষদ ফরিদপুর কবিকে স্বর্ণ পদকে ভূষিত করেন"চলন্ত পৃথিবী "উপন্যাসের রচয়িতা হিসাবে।
 
তিনি ৫৮টি বই লিখেছেন। অপ্রকাশিত বই ৫৩ টি প্রকাশিত বই  ও ৫ টি কাব্য - "একটি ফুলে একটি জীবন , ভালবাসা বেঁচে আছে , নীল সাদা ছায়া পথ " উপন্যাস- চলন্ত পৃথিবী স্মৃতিকথা -"হাসপাতাল জীবনের ডায়েরী  "পল্লী কবি জসীমউদ্দী্নের  কন্যা বেগম হাসনা মওদুদের সৌজন্যে প্রকাশিত হয় । কবিতা গল্প কিছু কিছু বিভিন্ন  পত্র পত্রিকায় ও লিটন ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে সবুজ পাতা, খেলা ঘর ,সাম্পান ,পূর্ব পাকিস্তান। কবি বাংলাদেশ বেতারের একজন তালিকাভুক্ত গীতিকার খুলনা ছিলেন , বেতারের পাশটা হারিয়ে যায়  তারপর আর গান প্রচার হয় না।  
 
চিরকুমার এই তাঁর এক পালিতা কন্যার  জামাতার সাথে অতিশয় দরিদ্রের সাথে জীবন যাপন করে গেছেন । কবি সংস্কৃতি মন্ত্রণালয়ের ভাতা ও সামান্য পরিমাণ কৃষি আয়ের উপর দিন অতিবাহিত করে গেছেন । কিন্তূ আকৈশর পঙ্গু কবির কলম থেমে যায়। কবি মৃত্যুবরণ করেন ১১আগষ্ট ২০০২ইং  (বাংলা ২৭ শ্রাবন রবিবার ১৪০৯ আরবি ২ জমাদিউস সানি ১৪২৩)।জামাতার বাড়িতেই কবি চিরনিদ্রায় শায়িত হন ।

এমএসএম / এমএসএম

মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট

পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা

কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান

আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল

হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা

‎শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি

বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী

চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ

কটিয়াদীতে পুকুরের পানিতে দুই বছরের শিশুর মৃত্যু