বোয়ালমারীর সেই নার্সিং কলেজটি এখনো খুলে দেয়নি ভবন মালিক : আদালতে প্রতিষ্ঠাতার মামলা
ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরে অবস্থিত প্রফেসর ডাক্তার গোলাম কবির ইনস্টিটিউট এন্ড কলেজটি এখনো খুলে দেয়নি সংশ্লিষ্ট ভবন মালিক সালমা খান। ফলে টানা ৪ দিন শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ থাকায় এর অর্ধ শতাধিক দিক শিক্ষার্থী চরম হতাশা ও দুশ্চিন্তার মধ্যে দিনাতিপাত করছেন বলে জানাগেছে। এ ঘটনায় স্থানীয় সচেতন মহলে তীব্র বিরুপপ্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
ভাড়াটিয়া-মালিক দ্বন্দ্বের জেরে কলেজ বন্ধে মালিক পক্ষের হঠকারী সিদ্ধান্তের কঠোর সমালোচনা করছেন অনেকে। এদিকে গত ৬ জুলাইয়ের অপ্রীতিকর ঘটনায় ভবন মালিক সালমা খানের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের চেষ্টা ও গুলি লুটের একটি মামলা দায়ের করেছেন কলেজ প্রতিষ্ঠাতা ডাঃ গোলাম কবির। মঙ্গলবার (১১ জুলাই) ফরিদপুর চিপ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তিনি এ মামলা দায়ের করেন। তথ্যানুসন্ধানে জানাযায়,বোয়ালমারী চৌরাস্তার খান প্লাজায় অবস্থিত নার্সিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ডাঃ গোলাম কবিরের সঙ্গে ভবন মালিক সালমা খানের প্রায় এক বছর ধরে বিরোধ চলে আসছিল।
এরই ধারাবাহিকতায় গত ৬ জুলাই দু'পক্ষের মধ্যে তীব্র বাকবিতন্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এর রেশ ধরে ৭ জুলাই কলেজে তালা ঝুলিয়ে দেন সালমা খান। এতে প্রতিষ্ঠানটির অর্ধশতাধিক শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়লে কলেজ প্রতিষ্ঠাতা স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হন। বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সুশীল সমাজের অনেকে কলেজটি খুলে দেয়ার ব্যাপারে সালমা খানকে একাধিক বার অনুরোধ করলেও তিনি তা কানে তোলেননি। ফলে ৪ দিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে। ছাত্র ছাত্রীরা ক্লাস করতে না পাড়ায় তাদের শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যহত হচ্ছে। হতাশা ও দুশ্চিন্তার মধ্যে দিন কাটছে তাদের। বিষয়টি ভালো চোখে দেখছেননা এলাকার সচেতন ও বিদ্যোৎসাহী মহলও। নাম প্রকাশ না করার শর্তে একজন জনপ্রতিনিধি বলেন,কলেজ কর্তৃপক্ষের সঙ্গে ভবন মালিকের যতই দ্বন্দ্ব-কলহ থাকুক সেটা আলোচনার টেবিলে মিমাংসা হতে পারতো।
তাই বলে চলমান একটি শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়ার হঠকারী সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি। এতে শিক্ষার্থীরা মারাত্মক ক্ষতি গ্রস্ত হবেন। এদিকে গত ৬ জুলাই খান প্লাজায় দুপক্ষের মধ্যে যে অপ্রীতিকর ঘটনা ঘটে সে ব্যাপারে মঙ্গলবার (১১ জুলাই)আদালতে একটি অভিযোগ দায়ের করেছেন ডাক্তার গোলাম কবির। সেখানে তিনি তার সদ্য ক্রয় ক্রিত আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের চেষ্টার ও ২১ রাউন্ড গুলি ছিনিয়ে নেয়ার অভিযোগ এনেছেন সালমা খানের বিরুদ্ধে। আদালতের আরজিতে ডাঃ কবির বলেন,তার কলেজ ব্যবসার শেয়ার না দেওয়ায় এবং হাওলাত দেয়া টাকা ফেরত চাওয়ায় খান প্লাজার মালিক সালমা খান তার উপর ক্ষিপ্ত হন। এক পর্যায়ে সালমা ডাঃ কবিরের নিকট ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। এই টাকা দিতে অপরাগতা প্রকাশ করায় প্রভাবশালী বিবাদীরা ঘটনার দিন বাদীর নার্সিং কলেজে গিয়ে চড়াও হয়। তারা বাদীর পরিধেয় বস্ত্রাদি ধরে টানাহেঁচড়া সহ তাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করে। এক পর্যায়ে বাদীর কাছে থাকা তার সদ্য ক্রয়কৃত আগ্নেয়াস্ত্র (শর্টগান) ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে ইতিমধ্যে আশপাশের লোকজন জড়ো হয়ে পড়ায় বিবাদীরা অস্ত্রটি নিতে ব্যর্থ হলেও এর ২১ রাউন্ড গুলি এবং বাদীর পকেটে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে সটকে পড়ে বলে এজাহারে উল্লেখ করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে সেটির তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দাখিলের জন্য জেলা ডিবি পুলিশকে আদেশ দিয়েছেন বলে জানাগেছে।
এমএসএম / এমএসএম
তারেক রহমানের ৬১তম জন্মদিনে কুমিল্লা-৬ আসনের মসজিদগুলোতে দোয়া ও মিলাদ
পবিপ্রবিতে ১৫ বছর ধরে অচল দক্ষিণাঞ্চলের একমাত্র ভূ-কম্পন পরিমাপক যন্ত্র
জমে উঠছে কুমিল্লা-৫ আসনে জামায়াতে নির্বাচনী প্রচারনা
মান্দায় বিএনপি নেতা মতিনের পথসভা ও লিফলেট বিতরণে জনতার ঢল
এই বাংলায় কোনো বৈষম্য থাকবে না: ব্যারিস্টার ইউসুফ আলী
বাকপ্রতিবন্ধী দিনমজুর লালমন বিরল রোগে আক্রান্ত অর্থাভাবে মিলছে না উন্নত চিকিৎসা
কাউনিয়ায় ওভারব্রিজ পরিদর্শনে উপসচিব ফজলে এলাহী
রায়গঞ্জে ৭ মাসে ১০ মৃত্যু, স্থায়ী সমাধান চায় এলাকাবাসী
বোয়ালমারীতে সশস্ত্র বাহিনী দিবস পালিত
ত্রিশালে জেঁকে বসেছে শীত, ফুটপাতে জমে উঠেছে বিক্রি
৫ হাজার মোটরসাইকেল নিয়ে কুমিল্লা -৬ আসনে জামায়াত নেতা দ্বীন মোহাম্মদ শোভাযাত্রা
আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে এ দেশের ছাত্র জনতা -মিয়া গোলাম পরওয়ার