ঢাকা শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

একজন মানবিক চেয়ারম্যান আব্দুল হালিম মোল্লা, মানুষের সেবাই যার ব্রত


রাশিদুল ইসলাম, শ্রীপুর photo রাশিদুল ইসলাম, শ্রীপুর
প্রকাশিত: ১৮-৭-২০২৩ বিকাল ৫:১১
মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর  ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম মোল্লা বলেন, মানুষের জীবনে একটি ভালো কাজই তার জীবনে পরম স্মৃতিতে পরিণত হয়, একটি ভালো কাজ মানুষদের চরম উৎসাহ যোগায়। তিনি বলেন বর্তমান সময়ে ভালো কাজের জন্য মানুষকে এগিয়ে আসা দরকার। তিনি আরোও বলেন এই সমাজ নির্মাণ করার ক্ষেত্রে শান্তি, সাম্য, মানবতার উন্নত দৃষ্টান্ত স্থাপন করতে হবে। বর্তমান সভ্য সমাজের বৈচিত্র্যের দিকে তাকালে বোঝা যায় মানবজাতির সৌন্দর্যগুলো কোন দিকে চলমান। পুঁজিবাদী বিশ্বায়নে ক্রমশই মানুষ আত্মকেন্দ্রিক মানবতা বিমুখ হওয়ার পথে দ্রুত চলছে, আমরা ইচ্ছে করলেই আর অতি সরলতম সহজ পথে থাকতে পারবো না। কেননা আমাদেরকে রুক্ষ করে তুলতে খোঁচানো কাঁঠি এখন অনেকের হাতে প্রস্তুত, তার পরেও মানুষদের টিকে থাকতে হবে চলতে হবে যেহেতু প্রকৃতি চলমান। 
উল্লেখ্য, গয়েশপুর ইউনিয়নের চন্ডিখালী গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রেজাউল শেখের পাশে দাঁড়ান তিনি।
জানা যায়, অগ্নিকাণ্ডের ঘটনায় ১টি ঘর রান্নাঘর,১ টি গোয়ালঘর,২টি ছাগল,বসতঘরের একাংশ সব আসবাবপত্র ভস্মীভূত হয় ও তার স্ত্রী শেফালী বেগম অগ্নিকাণ্ড পুড়ে পুরো শরীর ঝলছে গেছে।তাঁর অবস্থা আশংকাজনক দেখে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এতে প্রায় দুই লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয় রেজাউল শেখের।
সোমবার (১৭ জুলাই )আগুনে ক্ষতিগ্রস্ত খবর পেয়ে রাতে বাড়িতে  গিয়ে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন চেয়ারম্যান আব্দুল হালিম মোল্লা।এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বানা দেন তিনি।
এদিকে এলাকাবাসী বলেন, মাগুরার শ্রীপুর উপজেলায় মোট ৮ টি ইউনিয়ন পরিষদ আছে। এ সব ইউনিয়ন এর অনুসন্ধানী কিছুটা তথ্য অনুযায়ী সর্বোপরি তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের গ্রহণযোগ্যতার প্রশ্নে এখন পর্যন্ত গয়েশপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হালিম মোল্লা যথেষ্ঠ এগিয়ে আছেন। তার গৃহিত কর্মসূচি গুলো এতটা নিবিরভাবে বাস্তবায়নের যে আগ্রহ তার মাঝে যা অন্য কারো মাঝে নেই, রাস্তা ঘাট থেকে শুরু করে জানমালের সকল মানবিক কাজ গুলো তিনি খুবিই যত্নসহকারে করে চলছেন। বর্তমান সময়ে একজন চেয়ারম্যান এতটা সরল,এতটা উদার, এতটা মানবিক হয় কোথাও এমন নজির নেই, এলাকাবাসী আরোও বলেন আব্দুল হালিম মোল্লা  তার আয়ের অধিকাংশ জনকল্যান মূলক কাজে ব্যয় করে এক উন্নত দৃষ্টান্ত স্থাপন করেছেন। চেয়ারম্যান আব্দুল হালিম মোল্লা বলেন, আমার স্বপ্ন হলো নিজ ইউনিয়নবাসী শান্তিতে থাকলে আমি শান্তি পাই, তারা ভালো থাকলে আমি ভালো থাকি।সকলের সুখে দুঃখে আমি মানুষের পাশে দাড়াতে চাই।
 সরেজমিনে গিয়ে দেখা যায় গয়েশপুর ইউনিয়নবাসী আব্দুল হালিম মোল্লা চেয়ারম্যানকে সর্বোচ্চ অনেক সন্মান করেন।গয়েশপুর ইউনিয়নের এলাকাবাসী বলেন, ইতিপূর্বে বহু চেয়ারম্যান কে আমরা দেখেছি কিন্তু আব্দুল হালিম মোল্লা চেয়ারম্যান এর মত এতটা সরল,এতটা ভালো উদার  মানবিক দর্শবান চেয়ারম্যান আমরা আগে কখনো পাইনি তাই আমরা চাই তিনি বহুদিন গয়েশপুর ইউনিয়নের বাসির সেবা করুক ও চেয়ারম্যান হিসাবে স্থির থাকুক।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় মা-বাবার দোয়া খাবার হোটেলের আড়ালে বিক্রি হচ্ছে মাদক

মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী আটক

হাতিয়ায় শিক্ষা ট্রাস্ট বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠান

ট্রাক মালিক সমিতির সঙ্গে সম্পর্ক জোরদারে মজমপুরে শ্রমিক নেতাদের সভা

ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শির্ক্ষার্থীর আত্মহত্যা

সাভারে শীতার্তদের মাঝে যুবদল নেতার শীতবস্ত্র বিতরণ

বাউফল নার্সিং ইনস্টিটিউটে ৩৯ শিক্ষার্থীর প্রতীকী পরিবর্তন ও নবীন বরণ অনুষ্ঠিত

মিরসরাই প্রেসক্লাবে ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা সম্পন্ন

খোলা বার্তা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য সম্ভাবনাময় প্ল্যাটফর্ম : অতিথি সাংবাদিকরা

খাস জমির পথ বন্ধ, সাজানো মামলার ফাঁদ:চিতলমারীতে অবরুদ্ধ ১০টি পরিবার

অনুপস্থিত বন্দোবস্ত বাতিলের দাবিতে সুবর্ণচরে ভূমিহীনদের বিক্ষোভ

দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুনঃভর্তিতে কৌশলে অতিরিক্ত ফি আদায় করছে প্রধান শিক্ষক

কুমিল্লা সীমান্তে ৭৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ