ঢাকা মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

বোয়ালমারীতে এক ছিঁচকে চোরের যন্ত্রণায় অতিষ্ঠ গ্রামবাসী


জাকির হোসেন, বোয়ালমারী photo জাকির হোসেন, বোয়ালমারী
প্রকাশিত: ২৭-৭-২০২৩ দুপুর ৪:২৭

ফরিদপুরের বোয়ালমারীতে  কথিত এক ছিঁচকে চোরের অপতৎপরতায় অতিষ্ঠ হয়ে পড়েছেন উপজেলার সাতৈর ইউনিয়নের আরাজি পাইকহাটি ও পার্শ্ববর্তী  পাইকহাটি গ্রামের বাসিন্দারা। দিনে বা রাতে সুযোগ পেলেই কৌশলে মানুষের ঘরে ঢুকে টাকা সহ মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে যাচ্ছে  হাফিজুর রহমান নামের ঐ চোর। চুরির সময় একাধিকবার হাতেনাতে ধরা পড়লেও শালিস-বিচারে হাজির না হওয়ায় প্রতিকার পাচ্ছেন না এলাকাবাসী। ফলে থানা ও আদালতে একাধিক মামলা রুজু হয়েছে চোর হাফিজুরের বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, এলাকার আঃ মান্নান শেখের ছেলে হাফিজুর রহমানের দৃশ্যমান কোন কাজকর্ম নেই। ফলে দিন ও রাতের বেশিরভাগ সময় সে এলাকার এ পাড়া ও পাড়া চষে বেড়ায়। আর সুযোগ পেলেই লিপ্ত হয় চৌর্য বৃত্তিতে। গত কয়েক মাস আগে পাইকাটি গ্রামের পিজির উদ্দিন শেখের ঘরের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে আলমারি থেকে নগদ এক লক্ষ টাকা লুটে নিয়ে যায় হাফিজুর।  ঘর থেকে বের হওয়ার সময় প্রতিবেশীরা হাফিজুরকে  দেখে ফেলায় পরে শালিস-বৈঠক ডাকা হয়। কিন্তু অভিযুক্ত পক্ষ শালিস-বৈঠককে পাত্তা না দেওয়ায় মামলা হয় আদালতে। যা এখনো চলমান। এরপর পাঁচু খাতুন নামে এক বৃদ্ধার ঘর থেকে একবার পাঁচ হাজার আরেকবার দুই হাজার টাকা চুরি করে নেয় হাফিজুর। এছাড়াও এলাকার বাইরে অন্যান্য গ্রামে আরো একাধিক ছোট-বড় চুরির অভিযোগ রয়েছে হাফিজুরের বিরুদ্ধে। সর্বশেষ গত ২২ জুলাই দিন- দুপুরে আরাজি পাইকহাটি গ্রামের জাকির শেখের বাড়িতে চুরির অভিযোগ উঠেছে হাফিজুর রহমানের বিরুদ্ধে। জাকির শেখের স্ত্রী নাসিমা বেগম জানান,সকাল সাড়ে  দশটার দিকে তিনি ঘরে তালা মেরে কৃষক স্বামীর খাবার পৌঁছে দিতে মাঠে যান।  এ সুযোগে হাফিজুর রহমান তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে চাপ বাক্সের ভেতর থেকে  নগদ ২৫ হাজার টাকা হাতিয়ে নেয়। নাসিমা বলেন,হাফিজুর চুরি করে পালানোর সময় ঘর থেকে বাইরে পা রাখতেই আমি বাড়ি ফিরে দেখে ফেলি। আমি চিৎকার করে তাকে ঘটনা স্থলে দাঁড়িয়ে থাকতে বললেও সে বেড়া টপকে দৌড়ে পালিয়ে যায়। পরে আশে-পাশের লোকজন  জড়ো হলে আমি বিষয়টি তাদের অবহিত করি। এ ঘটনায় গ্রামে একটি শালিস-বৈঠক  ডাকা হলেও প্রভাবশালী চোর হাফিজুর তা প্রত্যাখ্যান করায় আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। নাসিমা আক্তার আরো বলেন,ইতিপূর্বে তার বাড়িতে আরো দু'বার চুরি করেছে হাফিজুর। প্রথমবার পাঁচ হাজার, দ্বিতীয়বার দশ হাজার টাকা হাতিয়ে নেয় সে। তৃতীয় বার আমার স্বামীর ভ্যান চুরির চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় হাফিজুর। চতুর্থবারের মাথায় আমি তাকে হাতেনাতে ধরতে সক্ষম হলাম। নাসিমা বলেন,হাফিজুর রহমান একজন পেশাদার চোর। দিনের বেলায়ও কারো ঘরের দরজা খোলা থাকলে সে সুযোগ বুঝে ভিতরে প্রবেশ করে মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিয়ে সটকে পড়ে। তার কারণে এলাকাবাসী অতিষ্ঠ। নাসিমা জানান,হাফিজুরের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়ে তিনি এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। তার আরো বড় ধরনের ক্ষয়-ক্ষতি করার হুমকি-ধমকী দিচ্ছেন হাফিজুর। পাইক হাটি গ্রামের পিজির উদ্দিন বলেন,হাফিজুর এলাকার দুর্ধর্ষ চোর। সে তালা ভাঙ্গার ব্যাপারে প্রশিক্ষণপ্রাপ্ত। চোখের পলকেই সে যেকোনো তালা খুলে ফেলতে পারে। হাফিজুরের ভয়ে এলাকার মানুষ তাদের জানমাল নিয়ে এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। এই চোরের কঠিন শাস্তি হওয়া দরকার। এলাকার মাতুব্বর মোঃ তোফাজ্জল হোসেন বলেন, হাফিজুর রহমান শুধু চোর-ই নয়,এলাকার আরো অনেক অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সে জড়িত। পিছনে লোক থাকায় গ্রাম্য বিচার-শালিসের সে পরোয়া করেনা। তাই তাকে আইনের আওতায় এনে এলাকাবাসীর শান্তি-নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। কথা বলার জন্য অভিযুক্ত হাফিজুর রহমানের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে তার মা ছকিনা বেগম দাবি করেন, তার ছেলে নির্দোষ। গ্রাম্য শত্রুতার জেরে হাফিজুরের নামে চুরির অপবাদ দেওয়া হচ্ছে। 

এমএসএম / এমএসএম

গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াডে স্বর্ণ ও রৌপ্য পদক পেলেন জুড়ীর ওয়ারিশা রাহমান

আওয়ামিলীগের সাথে কোন আপোষ নয় - মনিরুল হক চৌধুরী

প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে বিএনপির গফুর ভূঁইয়ার রিট

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে: পিআইবি মহাপরিচালক

সাভারে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের হ্যাঁ ভোটের প্রচারণা

আত্রাইয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষে অল্পের জন্য শত শত যাত্রী প্রাণে রক্ষা

আমার উপজেলা আমার দায়িত্ব—শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত

রূপগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

নেত্রকোনার মদনে লাহুত হত্যা মামলার আট মাসেও মিলেনি চার্জশীট

দেয়াল পত্রিকা ইভেন্টে জাতীয় পর্যায়ে প্রথম বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের লাবিবা

তানোরে ভাতের সাথে বিষ মিশিয়ে নির্বিচারে হাঁস মুরগী মেরে ফেলার অভিযোগ

বাংলাদেশ একটা আধুনিক রাষ্ট্র হতে হবে, সুপ্রদীপ চাকমা

ভূরুঙ্গামারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত