জুড়ীতে যানযট নিরসনে চেয়ারম্যান আনফর আলীর ব্যতিক্রমী উদ্যোগ
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের ভবানীগঞ্জ বাজারে যানজট নিত্যদিনের ঘটনা। যানজটের কারণে এ শহরে চলাচলকারী সাধারণ মানুষরা পড়ছেন বিপাকে। সাধারণ মানুষের চলাচল যানজট মুক্ত ও নির্বিঘ্ন করতে এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের চেয়ারম্যান মো: আনফর আলী।
মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে ভবানীগঞ্জ বাজারের যানজট নিরসনে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বাজার পরিদর্শন করেন চেয়ারম্যান মোঃ আনফর আলী। এ সময় তিনি পাকা সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট আগামী শুক্রবারের মধ্যে সড়কের পাশ থেকে সরিয়ে নিতে নির্দেশনা প্রদান করেন। এছাড়া
পিকআপ, সিএনজি ও ব্যাটারি চালিত রিক্সার স্থায়ী পার্কিং এর জায়গা নির্ধারণ করে ইট সোলিং সহ যাবতীয় উন্নয়ন প্রকল্প হাতে নেওয়ার ঘোষণা দেন এবং আগামী শুক্রবার ৫ আগস্ট কাজ শুরু করবেন বলে জানান। তাঁর এ উদ্যোগকে বাজার কমিটি, পরিবহন সংশ্লিষ্ট সবাই সহ সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন।
এরআগে গত ২৮ জুলাই পশ্চিম জুড়ী ইউনিয়নের পরিষদের হলরুমে চেয়ারম্যান মোঃ আনফর আলীর আমন্ত্রনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ভবানীগঞ্জ বাজার পরিচালনা কমিটি, সিএনজি অটোরিকশা, ব্যাটারি চালিত রিক্সা, ট্রাক মিনিবাস, পিকআপ এর মালিক, চালক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত সবাই যানজট নিরসনে ইউনিয়ন পরিষদকে সহায়তা করার আশ্বাস প্রদানের পাশাপাশি চেয়ারম্যানের এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানান।
এ বিষয়ে পশ্চিমজুড়ী ইউনিয়নের চেয়ারম্যান মো: আনফর আলী বলেন, যানজটে সাধারণ মানুষ অনেক কষ্ট পাচ্ছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব এমপির নির্দেশনায় ইতিমধ্যে ভবানীগঞ্জ বাজার পরিচালনা কমিটি, সিএনজি অটোরিকশা, ব্যাটারি চালিত রিক্সা, ট্রাক মিনিবাস, পিকআপ এর মালিক, চালক সমিতির নেতৃবৃন্দ উপস্থিতে এক মতবিনিময় সভা করেছি। সকলের সহযোগিতায় ভবানীগঞ্জ বাজারকে যানজট মুক্ত করা হবে।
এমএসএম / এমএসএম
মুরাদনগরে সাইম-পারভেজের অবৈধ ড্রেজার বানিজ্য ডিসিখাল ভরাট
জুড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নন্দীগ্রামে স্কুল ভবন উদ্বোধন এবং ফুটবল টূর্নামেন্ট অনুষ্ঠিত
ধামইরহাটে ফতেপুর বাজারে পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত
চৌদ্দগ্রামে মহাসড়কে ডিবি পরিচয়ে গরু বোঝাই ট্রাক ছিনতাই, থানায় মামলা
বেনাপোলে সেই শিশুকে দত্তক নিলেন ব্যবসায়ী দম্পতি
রাতের আঁধারে মাদ্রাসার গাছ কাটা নিয়ে ইউএনওর কাছে সাবেক সভাপতির অভিযোগ
কোটালীপাড়ায় পারিবারিক পুষ্টিবাগানে কৃষকের হাসি
পাবনা'য় আমনের বাম্পার ফলন: কৃষকের মুখে হাঁসি
সন্দ্বীপে ধানের শীষের প্রচারনায় বিশাল গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন
পাঁচবিবিতে মাঠ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার