জুড়ীতে যানযট নিরসনে চেয়ারম্যান আনফর আলীর ব্যতিক্রমী উদ্যোগ
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের ভবানীগঞ্জ বাজারে যানজট নিত্যদিনের ঘটনা। যানজটের কারণে এ শহরে চলাচলকারী সাধারণ মানুষরা পড়ছেন বিপাকে। সাধারণ মানুষের চলাচল যানজট মুক্ত ও নির্বিঘ্ন করতে এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের চেয়ারম্যান মো: আনফর আলী।
মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে ভবানীগঞ্জ বাজারের যানজট নিরসনে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বাজার পরিদর্শন করেন চেয়ারম্যান মোঃ আনফর আলী। এ সময় তিনি পাকা সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট আগামী শুক্রবারের মধ্যে সড়কের পাশ থেকে সরিয়ে নিতে নির্দেশনা প্রদান করেন। এছাড়া
পিকআপ, সিএনজি ও ব্যাটারি চালিত রিক্সার স্থায়ী পার্কিং এর জায়গা নির্ধারণ করে ইট সোলিং সহ যাবতীয় উন্নয়ন প্রকল্প হাতে নেওয়ার ঘোষণা দেন এবং আগামী শুক্রবার ৫ আগস্ট কাজ শুরু করবেন বলে জানান। তাঁর এ উদ্যোগকে বাজার কমিটি, পরিবহন সংশ্লিষ্ট সবাই সহ সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন।
এরআগে গত ২৮ জুলাই পশ্চিম জুড়ী ইউনিয়নের পরিষদের হলরুমে চেয়ারম্যান মোঃ আনফর আলীর আমন্ত্রনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ভবানীগঞ্জ বাজার পরিচালনা কমিটি, সিএনজি অটোরিকশা, ব্যাটারি চালিত রিক্সা, ট্রাক মিনিবাস, পিকআপ এর মালিক, চালক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত সবাই যানজট নিরসনে ইউনিয়ন পরিষদকে সহায়তা করার আশ্বাস প্রদানের পাশাপাশি চেয়ারম্যানের এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানান।
এ বিষয়ে পশ্চিমজুড়ী ইউনিয়নের চেয়ারম্যান মো: আনফর আলী বলেন, যানজটে সাধারণ মানুষ অনেক কষ্ট পাচ্ছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব এমপির নির্দেশনায় ইতিমধ্যে ভবানীগঞ্জ বাজার পরিচালনা কমিটি, সিএনজি অটোরিকশা, ব্যাটারি চালিত রিক্সা, ট্রাক মিনিবাস, পিকআপ এর মালিক, চালক সমিতির নেতৃবৃন্দ উপস্থিতে এক মতবিনিময় সভা করেছি। সকলের সহযোগিতায় ভবানীগঞ্জ বাজারকে যানজট মুক্ত করা হবে।
এমএসএম / এমএসএম
চট্টগ্রাম ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবের উদ্বোধন
লাকসামের অলি-গলিতে শীতের পিঠা বিক্রেতাদের মহা-ধুমধাম
শেরপুরে পিআইবির উদ্যোগে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
মনপুরায় আইনের জালে প্রভাবশালী ইউনিয়ন যুবলীগ সভাপতি গ্রেপ্তার, আ.লীগ নেতা আটক
শালিখায় ঝুকিপূর্ণ ভোট কেন্দ্র পরিদর্শন করলেন-জেলা প্রশাসক
গজারিয়া সেনাবাহিনীর অভিযানে আটক ৪
সিংগাইরে জমি বিক্রির পরও দখল বুঝিয়ে না দেয়ার অভিযোগ
চন্দনাইশে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
দাউদকান্দিতে চলন্ত বাসে ভয়াবহ আগুন: নিহত ৪, দগ্ধ অন্তত ৩৫
নাগেশ্বরীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসহ ৬জন গ্রেফতার
গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের চেষ্টা: কথা বলার ডিভাইসসহ পরীক্ষার্থী আটক
বাউফলে ট্রাকের চাপায় অটোরিকশা চালক নিহত, আহত ২