ঢাকা শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

আবু বক্কার সিদ্দিক(বকুল) স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৩ ফাইনাল অনুষ্ঠিত


রাশিদুল ইসলাম, শ্রীপুর photo রাশিদুল ইসলাম, শ্রীপুর
প্রকাশিত: ২৩-৯-২০২৩ দুপুর ২:৫
মাগুরার শ্রীপুর উপজেলার নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুক্রবার বিকালে নবগ্রাম যুব সমাজের আয়োজনে আবু বক্কার সিদ্দিক (বকুুল) স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মরহুম আবু বক্কার সিদ্দিক (বকুল) এর ছেলে আমেরিকান প্রবাসী এ ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষক আহসান হাবীব মহিউদ্দিন (রক্সি) ভার্চুয়ালে যোগ হয়ে খেলার উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার আবু সায়েম বিশ্বাস ,দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর, নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্কাস আলী,লাঙ্গলবাধ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন, ক্রীড়া সংগঠক ও বিশিষ্ট সমাজসেবক ইসমাইল হোসেন,গোলাম ফারুক বিশ্বাস, গোলাম মোর্শেদ টুকু,বাবুল হোসেন প্রমুখ।
 
খেলায় খামারপাড়া ফুটবল একাদশ বনাম মহেশপুর একুশে ক্লাব ফুটবল একাদশ অংশ গ্রহন করে। খামারপাড়া ফুটবল একাদশ ১-০ গোলে মহেশপুর একুশে ক্লাব ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
 
উক্ত ফুটবল টুনামেন্টে মোট ১৬ দল অংশগ্রহণ করে।তারপর সেমিফাইনালে খামারপাড়া ফুটবল একাদশ লাঙ্গলবাঁধ ফুটবল একাদশকে এবং মহেশপুর একুশে ক্লাব ফুটবল একাদশ ঢাকার মিরপুর ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে ওঠে।
 
এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ সহ ফুটবল অনুরাগী হাজার হাজার দর্শক উপস্হিত থেকে তুমুল প্রতিদ্বন্ধীতাপূর্ন ফাইনাল ম্যাচটি উপভোগ করেন।
বিজয়ী দলকে বিশ হাজার টাকার চেক ও রানার্স আপ দলকে দশহাজার টাকার চেক এবং উভয় দলকে ট্রফি  প্রদান করা হয়।খেলায় ম্যান অপ দ্যা ম্যাচ পুরষ্কার পান হামজা। খেলা পরিচালনা করেন মাগুরা রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য  রেফারী তাহাজ্জুদ হোসেন, বাবলু শেখ, দিপু চতুর্থ রেফারি হিসেবে ছিলেন কামাল হোসেন। ধারাভাষ্যে ছিলেন বিএম তৌফিক উর রহমান,আয়ুব হোসেন,ও মিলন কুমার।
 
খেলা দেখতে আসা তসলিম নামে এক দর্শক জানান,আজকে খেলা দেখে খুব মজা হয়েছে।এত প্রতিকূল পরিবেশের মধ্য হাজার হাজার দর্শক আসবে আমি ভাবতেও পারি নি।আজকে খেলা দেখতে না আসলে মজায় অনুভব করতে পারতাম না।মূলত গ্রাম গঞ্জে এখন খেলাধুলা হারিয়ে যাচ্ছে। আজকে যারা এই খেলাধুলার আয়োজন করছে সবাইকে ধন্যবাদ।প্রতিবছর এরকম ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত হোক সেই আশা করি। 
 
ফুটবল টুনামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আবু সায়েম বিশ্বাস বলেন,বর্তমান যুব সমাজ আমাদের ঐতিহ্যবাহী খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে এবং মাদকসহ নানা অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ছে। তাই যুব সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে ফিরিয়ে আনতে আমরা এই আবু বক্কার সিদ্দিক (বকুল) স্মৃতি ফুটবল টুনামেন্টের আয়োজন করেছি।এবার প্রথম বছরের মতো শুরু করেছি ১৬ দল নিয়ে।আগামী বছরে ব্যাপক জাঁকজমকভাবে খেলা হবে এবং প্রথম পুরষ্কার থাকবে নগদ একলক্ষ টাকা। পরে তিনি আয়োজক কমিটির ধন্যবাদ জানান জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজন করার জন্য।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় মা-বাবার দোয়া খাবার হোটেলের আড়ালে বিক্রি হচ্ছে মাদক

মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী আটক

হাতিয়ায় শিক্ষা ট্রাস্ট বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠান

ট্রাক মালিক সমিতির সঙ্গে সম্পর্ক জোরদারে মজমপুরে শ্রমিক নেতাদের সভা

ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শির্ক্ষার্থীর আত্মহত্যা

সাভারে শীতার্তদের মাঝে যুবদল নেতার শীতবস্ত্র বিতরণ

বাউফল নার্সিং ইনস্টিটিউটে ৩৯ শিক্ষার্থীর প্রতীকী পরিবর্তন ও নবীন বরণ অনুষ্ঠিত

মিরসরাই প্রেসক্লাবে ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা সম্পন্ন

খোলা বার্তা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য সম্ভাবনাময় প্ল্যাটফর্ম : অতিথি সাংবাদিকরা

খাস জমির পথ বন্ধ, সাজানো মামলার ফাঁদ:চিতলমারীতে অবরুদ্ধ ১০টি পরিবার

অনুপস্থিত বন্দোবস্ত বাতিলের দাবিতে সুবর্ণচরে ভূমিহীনদের বিক্ষোভ

দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুনঃভর্তিতে কৌশলে অতিরিক্ত ফি আদায় করছে প্রধান শিক্ষক

কুমিল্লা সীমান্তে ৭৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ