অগ্নিকাণ্ডে নারীসহ দুইজনের মৃত্যু,নিঃস্ব এক পরিবার
মাগুরার শ্রীপুরে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু ও নিঃস্ব হয়েছে এক পরিবার। এ ঘটনায় আহত আরেকজনের অবস্থা আশঙ্কাজনক।শনিবার (১৪ অক্টোবর)ভোর চারটার দিকে উপজেলার আমলসার ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন আকছেদ শেখ ওরফে কানু (৩৮) পিতা মৃত মকছেদ শেখ ও ছবিরুন বেগম (৪০) স্বামী আলম শেখ। উভয় কচুবাড়িয়া গ্রামের বাসিন্দা। এর মধ্যে ছবিরুন অগ্নিদগ্ধ হয়ে ও আকছেদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। আহত ব্যক্তি হলেন জাহাঙ্গীর শেখ (৩০) পিতা মৃত মকছেদ শেখ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে পরে তাকে রেফার্ড করে ফরিদপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ ভোর চারটার দিকে কচুবাড়িয়া গ্রামের আলম শেখের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। দ্রুত পাশের ঘরে আগুন ছড়িয়ে পড়ে। পাশের বসতঘরে থাকা ছবিরুন বেগম আগুনে আটকে পড়েন। পরে শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগুন নিয়ন্ত্রণে আনে। ছবিরুন বেগমকে মৃত অবস্থায় বসতঘর থেকে উদ্ধার করা হয়। আগুন নেভানোর জন্য প্রতিবেশী আকছেদ শেখ ও জাহাঙ্গীর শেখ এগিয়ে এলে তাঁরা দুজন বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। পরে তাঁদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে আকছেদ শেখের মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়,আলম শেখ তার ছেলে জীবনকে নিয়ে বেড়া লাথি দিয়ে ভেঙে ঘর থেকে বের হয়।পরে তারা আগুন আগুন করে চিৎকার করলে প্রতিবেশীসহ আরো লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।প্রতিবেশী আকছেদ শেখ ওরফে কানু এসে আলমের ঘরে বিদ্যুৎ এর তার সরাইতে গিয়ে তাকে বিদ্যুৎ এর তারে ধরে ফেলে বিষয়টি তার ছোট ভাই জাহাঙ্গীর শেখ দেখে বড়ভাইকে বাঁচাতে গিয়ে তাঁকেও বিদ্যুৎ তারে ধরে ফেলে।দুই ভাইকে বিদ্যুৎ তারে ধরে ফেলার বিষয়টি আমরা দেখলে বাঁশ দিয়ে বিদ্যুৎ এর তার ছিঁড়ে ফেলে দুই ভাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।এদিকে ঘরের মধ্যে আলমের পংগু স্ত্রী ছবিরুন বেগম বের না হতে পেরে ঘরের মধ্যে পুড়িয়ে মারা যায়।অন্যদিকে গ্রামবাসী বিদ্যুৎ বন্ধ করার জন্য অফিসে একাধিকবার ফোন দিলেও ফোন রিসিভ করে নি বলে জানা যায়।
শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার জাহাঙ্গীর হোসেন বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। খবর পাওয়ার পর তাঁরা ঘটনাস্থলে উপস্থিত হন। ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় একজন নারী এবং আহত দুজনকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আগুনে তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শ্রীপুর থানার তদন্ত অফিসার পিয়ার উদ্দীন বলেন,কচুবাড়িয়া গ্রামে অগ্নিকাণ্ডের বিষয়টি অবগত আছি। আগ্নিকান্ডে ঘটনাস্থলে এক নারী এবং পরে একজন পুরুষের মৃত্যু হয়েছে। আরেকজনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে শুনেছি।এতে তিন লক্ষাধিক টাকার বেশি ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট
পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা
কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ
ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান
আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল
হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা
শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি
বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত
গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী
চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ
কটিয়াদীতে পুকুরের পানিতে দুই বছরের শিশুর মৃত্যু
Link Copied