ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব বাঙালির মুক্তি সংগ্রামে অন্যতম নেপথ্য অনুপ্রেরণাদাত্রী : সাংসদ বাবু


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ৮-৮-২০২১ দুপুর ৪:৫৭

খুলনার কয়রায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। কয়রা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণসহ নানাবিধ কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়। রবিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ মো. আক্তারুজ্জামান বাবু।

সাংসদ বাবু বলেন, বেগম ফজিলাতুন্নেছা মুজিব কেবল বঙ্গবন্ধুর সহধর্মিণীই নন, বাঙালির মুক্তি সংগ্রামে অন্যতম এক নেপথ্য অনুপ্রেরণাদাত্রী। বাঙালি জাতির সুদীর্ঘ স্বাধিকার আন্দোলনের প্রতিটি পদক্ষেপে তিনি বঙ্গবন্ধুকে সক্রিয় সহযোগিতা করেছেন। ছায়ার মতো অনুসরণ করেছেন প্রাণপ্রিয় স্বামী বঙ্গবন্ধুর আদর্শকে। এই আদর্শ বাস্তবায়নের জন্য অবদান রেখেছেন।

এ সময় বক্তারা মহীয়সী নারী বঙ্গমাতার গৌরবময় কর্মজীবনের ওপর আলোচনা করেন। 

পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত ৬ জন দুস্থ ও অসহায় নারীকে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ শেষে দিবসটি স্মরণীয় করে রাখতে ছাত্রলীগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে একটি ফলদ বৃক্ষরোপণ করেন সংসদ সদস্য আলহাজ মো. আক্তারুজ্জামান বাবু। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. কমলেশ কুমার সানা, কয়রা থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাইন বিল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা খাতুন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম বাহারুল ইসলাম, যুবলীগ নেতা অ্যাড. আরাফাত হোসেন, আজিজুল হাকিম, বাইজিদ হোসেন, জাকারিয়া হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল প্রমুখ।

এর আগে বেলা ১১টায় কয়রা উপজেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মহসিন রেজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিজয় কুমার সরদারের পরিচালনায় বঙ্গমাতা বেগম  ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকি উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. এ কে ফজলুল হক, মাস্টার খগেন্দ্রনাথ মণ্ডল, সাংগঠনিক সম্পাদক এসএম বাহারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আদ্রিশ আদিত্য মণ্ডল, মাস্টার খয়রুল আলম, এসএম আব্দুস সামাদ গাজী, এসএম জিয়াদ আলী, নির্মল দাস, যুবলীগ নেতা ও মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন লাভলু, যুবলীগ নেতা  ইমদাদুল হক টিটু, অ্যাড. আরাফাত হোসেন, ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল প্রমুখ।

এমএসএম / জামান

ঈশ্বরদীতে ট্রেনে কেটে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

মসজিদের খতিব–ইমাম–মুয়াজ্জিনদের সুরক্ষায় নীতিমালা চূড়ান্তঃ কুমিল্লায় ধর্ম উপদেষ্টা

মেহেরপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনার দাবিতে গণজমায়েত

চর ওয়াশপুর প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর করেন জাতীয় বীর আমান উল্লাহ আমান

গাজীপুরের রাজনীতিতে ঝড় তুললেন ইরাদ সিদ্দিকী

ধুনটে বালুবাহী দুই ট্রাকের চাপে অটোরিকশাচালক নিহত

পটুয়াখালী প্রেসক্লাবের হীরক জয়ন্তী পালন

হৃদরোগে আক্রান্ত হয়ে চিলমারী মডেল থানার এসআই আসাদুজ্জামানের আকস্মিক মৃত্যু

কোম্পানীগঞ্জে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সম্মাননা ও সহায়তা প্রদান

দুমকিতে সশস্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দুমকিতে গাভী লুটপাটের অভিযোগ 'মিথ্যা', দাবি করে সংবাদ সম্মেলন

ভূমিকম্পকে আল্লাহর সতর্কবার্তা হিসেবে দেখার আহ্বান – মাওলানা আব্দুল ওয়াহাব (বড় হুজুর, কাছাইট)

সিংগাইরে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা