সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, ফজিলাতুন্নেছা স্মৃতি সংসদ ভাংচুর দাবি
কয়রা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আল-আমিন হোসেনকে (৩০) কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। শনিবার (৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার মহারাজপুর ইউনিয়নের বড় ব্রিজের ওপর সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তার চিৎকারে গ্রামবাসী জড়ো হয়ে সন্ত্রাসীদের ধাওয়া দিলে জখম অবস্থায় তাকে ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। এ সময় বিক্ষুব্ধ জনতা সন্ত্রাসী লাল মিয়াকে (২৬) ধরে কয়রা থানা পুলিশের কাছে সোপর্দ করে। মুমূর্ষু অবস্থায় ছাত্রলীগ নেতা আল-আমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে কয়রা থানার ওসি মো. রবিউল হোসেন তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে ছাত্রলীগ নেতা আল-আমিন হত্যাচেষ্টার প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে রোববার (৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে কয়রা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
অপরদিকে এ ঘটনাকে কেন্দ্র করে ওই রাতে উপজেলার হায়াতখালী বাজারে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব স্মৃতি সংসদ ভাংচুরের ঘটনা ঘটেছে বলে উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও মহারাজপুর ইউপির নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ রোববার বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে দাবি করেন।
এ ব্যাপারে কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মহসিন রেজা তাৎক্ষণিক এক বিবৃতিতে জানান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব স্মৃতি সংসদ ভাংচুরের ঘটনা সম্পূর্ণ বানোয়াট। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, গতকাল সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগ নেতা আল-আমিনকে হত্যাচেষ্টার বিষয়টি ধামাচাপা দিতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব স্মৃতি সংসদ ভাংচুরের মিথ্যা অজুহাত তুলছে। তাছাড়া বেগম ফজিলাতুন্নেছা মুজিব স্মৃতি সংসদ আছে এটা উপজেলা আওয়ামী লীগের জানা নেই। আর এ ধরনের সংগঠন করতে গেলে শেখ পরিবারের অনুমতি প্রয়োজন হয় এবং তা উপজেলা আওয়ামী লীগকে অবগত করা উচিত। আমার জানামতে এ ধরনের ভুয়া সাইনবোর্ড ব্যবহার করে মাদক চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকে। এসব অপকর্ম ঢাকতে একটি সাইনবোর্ড তুলে দিয়ে এবং তারা নিজেরা ভাংচুর করে আল-আমিন হত্যাচেষ্টাকে আড়াল করাসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে। তিনি উক্ত মিথ্যা-বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা জানিয়ে ছাত্রলীগ নেতা আল-আমিনের ওপর হামলাকারীদের শাস্তির দাবি জানান।
কয়রা থানার ওসি মোহাম্মদ রবিউল হোসেন বলেন, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
ঈশ্বরদীতে ট্রেনে কেটে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু
মসজিদের খতিব–ইমাম–মুয়াজ্জিনদের সুরক্ষায় নীতিমালা চূড়ান্তঃ কুমিল্লায় ধর্ম উপদেষ্টা
মেহেরপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনার দাবিতে গণজমায়েত
চর ওয়াশপুর প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর করেন জাতীয় বীর আমান উল্লাহ আমান
গাজীপুরের রাজনীতিতে ঝড় তুললেন ইরাদ সিদ্দিকী
ধুনটে বালুবাহী দুই ট্রাকের চাপে অটোরিকশাচালক নিহত
পটুয়াখালী প্রেসক্লাবের হীরক জয়ন্তী পালন
হৃদরোগে আক্রান্ত হয়ে চিলমারী মডেল থানার এসআই আসাদুজ্জামানের আকস্মিক মৃত্যু
কোম্পানীগঞ্জে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সম্মাননা ও সহায়তা প্রদান
দুমকিতে সশস্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
দুমকিতে গাভী লুটপাটের অভিযোগ 'মিথ্যা', দাবি করে সংবাদ সম্মেলন
ভূমিকম্পকে আল্লাহর সতর্কবার্তা হিসেবে দেখার আহ্বান – মাওলানা আব্দুল ওয়াহাব (বড় হুজুর, কাছাইট)
সিংগাইরে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
Link Copied