ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

মাগুরায় পূজামন্ডপ পরিদর্শন ও নগদ অর্থ বিতরণ করলেন কংগ্রেসের চেয়ারম্যান


রাশিদুল ইসলাম, শ্রীপুর photo রাশিদুল ইসলাম, শ্রীপুর
প্রকাশিত: ২৩-১০-২০২৩ বিকাল ৬:৩
হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন এবং সার্বিক ব্যবস্থা নিশ্চিতকল্পে দিনব্যাপী মাগুরা জেলায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান কাজী রেজাউল হোসন।
 তিনদিন ব্যাপীবপূজা মন্ডপ পরিদর্শন কালে তিনি হিন্দু ধর্মালম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং পুজা মন্ডপের সার্বিক সকল বিষয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কর্তব্যে নিয়োজিত পুলিশ সদস্য ও ডিউটি তদারকি কর্মকর্তাদেরকে সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে সর্বোচ্চ সর্তক অবস্থায় থেকে দায়িত্ব পালনের জন্য বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। এসময় তিনি পূজাম-প ও তার আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় সিসি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে পূজাম-প কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান এবং যে কোনো অসঙ্গতি পরিলক্ষিত হওয়ার সাথে সাথে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য পরামর্শ প্রদান করেন।
 
এসময় কংগ্রেসের নেতৃবৃন্দ বলেন, ধর্মনিরপেক্ষতা বজায় রেখে শান্তিপূর্ণভাবে বিভিন্ন সময়েই সবাই যে যার উৎসব মিলেমিশে পালন করতে পারে। হিন্দু মুসলিম আমরা সবাই ভাই ভাই। হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসব শতভাগ নিরাপত্তার মধ্য দিয়ে পালনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক তাদের পাশে আছে বলেও জানান।
 
বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মাগুরা জেলা কংগ্রেসের সমন্বয়কারী মোঃ সালমান খান,শ্রীপুর উপজেলা কংগ্রেসের আহবায়ক আসাদুজ্জামান আসাদ।
উপজেলা কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক বদিয়ার রহমান,মাগুরা জেলা ছাত্র কংগ্রেসের আহবায়ক মোঃ কাজল  ইসলাম ও সাধারণ সম্পাদক এনামুল হক রাজ,গয়েশপুর ইউনিয়ন কংগ্রেসের সভাপতি মিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন,আমলসার ইউনিয়ন কংগ্রেসের সাধারণ সম্পাদক হুমায়ন কবির, সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমারসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
 
জানা যায়, বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাড. কাজী রেজাউল হোসেনসহ নেতৃবৃন্দ মাগুর সদর উপজেলা ও শ্রীপুর উপজেলার ২০০ টি পূজামন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা জানান।পরে পরিদর্শনকালে প্রতিটি মন্ডপে নগদ অর্থ বিতরণ করেন।

এমএসএম / এমএসএম

মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট

পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা

কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান

আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল

হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা

‎শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি

বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী

চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ

কটিয়াদীতে পুকুরের পানিতে দুই বছরের শিশুর মৃত্যু