কোনাবাড়িতে গ্রেফতার আতঙ্কে ঘর-বাড়ী ছাড়া বিএনপি নেতাকর্মীরা
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ থেকে একদিনের হরতাল ঘোষণা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরই ধারাবাহিকতায় হরতালের সমর্থনে আগের দিন রাতে কোনাবাড়ি থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেনের নেতৃত্বে ঢাকা টাঙ্গাইল
মহাসড়কে একটি মশাল মিছিল বের করা হয়।
ওইদিন রাত ৯ টা সময় কোনাবাড়ি কলেজ গেট এলাকায় দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় বেশ কিছু দুষ্কৃতিকারীরা। মুহূর্তের মধ্যেই বাসটি আগুনে পুড়ে শেষ হয়ে যায়। এই ঘটনায় বাসের মালিক জামাল হোসেন বাদী হয়ে কোনাবাড়ি থানায় বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৯ জনের নাম উল্লেখ করে আড়াই শতাধিক নেতাকর্মীদের বিরুদ্ধে বিস্ফোরণ আইনে মামলা দায়ের করেন। এর পর থেকেই গ্রেপ্তার আতঙ্কে ঘরবাড়ি ছাড়া কোনাবাড়ী থানা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও ২৯ অক্টোবর বিএনপির ডাকা একদিনের সকাল সন্ধ্যা হরতাল এবং পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক বাইমাইল সাইনবোর্ড এলাকায় প্রায় ৮ থেকে ৯ শতাধিক নেতাকর্মী রাস্তা অবরোধ করে রাখে। পরে দুপুর ১২ টা সময় বিক্ষুব্ধ শ্রমিক ও বিএনপি নেতাকর্মীরা পুলিশের রিকিউজিশন করা একটি
পিক-আপ ভ্যানে আগুন ধরিয়ে দেয় বলে জানিয়েছেন পুলিশ।
এ ঘটনায় শিল্প পুলিশ-২ টঙ্গী সাবজোনের এ এসআই নুর মোহাম্মদ খান ৩০ অক্টোবর বাদী হয়ে কোনাবাড়ি থানায় হুকুমদাতার হুকুমে বে-আইনিভাবে জনতাবদ্ধে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া সরকারি কর্তব্য কাজে বাধা দান,হত্যার উদ্দেশ্যে মারপিট, গাড়িতে অগ্নি সংযোগ করায় ৯ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
কোনাবাড়ি থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন বলেন,আমরা গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন করছি। আমরা কোন জ্বালাও পুরাও করিনি। মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তিনি বলেন, এই মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই মিথ্যা মামলার কারণে আমাদের নেতাকর্মীরা গ্রেফতার আতংকে আছেন।
কোনাবাড়ী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো.আসাদুজ্জামান জানান,গাড়ীতে অগ্নি সংযোগ ও ভাংচুরের অভিযোগে বিএনপির দুইজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
এমএসএম / এমএসএম
বড়লেখায় শীতার্তদের পাশে সহকারি কমিশনার নাঈমা নাদিয়া
ফুলছড়িতে শীতার্তদের পাশে আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্ট
ঈশ্বরদীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত
পেশা কৃষি ও ব্যবসা: আবু সাঈদ চাঁদের সম্পদ ৩২ লাখ ৫৫ হাজার টাকা
পাঁচবিবিতে নৈশ প্রহরীকে বেঁধে রেখে স্বর্নের দোকানে দুর্র্ধষ ডাকাতি
রামুতে ১,৮০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার
বেনাপোল বন্দরে অভিনব ফরম্যাটে চলছে শুল্কফাঁকি
ভোলাহাটে জাতীয় সমাজসেবা দিবস পালিত
ছুরিকাঘাতের পর পেট্রোল ঢেলে আগুন, ওষুধ ব্যবসায়ীর মৃত্যু
জয়পুরহাটের দুইটি আসনে ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষনা, কাগজপত্রে ত্রুটি থাকায় ৭ জনের মনোনয়ন বাতিল
সীতাকুণ্ডে বিএনপি ও জামায়াতসহ ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
মনোনয়ন সংক্রান্ত জটিলতায় জরুরি সাংবাদিক সম্মেলন করেছে ইসলামী আন্দোলন সন্দ্বীপ উপজেলা শাখা
আদমদীঘিতে বাসের ধাক্কায় সিএনজি উল্টে ২ যাত্রী নিহত আহত-১
Link Copied