বোয়ালমারীতে সন্ত্রাসীদের নৃশংস হামলায় তিন সহোদর আহত
ফরিদপুরের বোয়ালমারীতে রাতের আঁধারে বর্বরচিত সন্ত্রাসী হামলায় একই পরিবারের আপন তিন সহোদর মারাত্মক আহত হয়েছেন। আহতরা হলেন-মোঃওবায়দুর প্রামাণিক, ইমামুল প্রামাণিক ও আতাউর প্রামাণিক। এদের মধ্যে ইমামুল প্রামাণিক ঢাকার পঙ্গু হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে জানাগেছে। গ্রাম্য দলাদলিকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে সম্প্রতি উপজেলার চতুল ইউনিয়নের শুবদেব নগর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এলাকাবাসী ও মামলার এজাহার সূত্রে জানাযায়,এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রামের দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ইতিপূর্বে এ নিয়ে উভয়পক্ষের মধ্যে একাধিকবার পাল্টা-পাল্টি হামলা,ভাংচুর ও মারপিটের ঘটে। এরই ধারাবাহিকতায় গ্রামের মৃত হাবিবুর রহমান প্রামাণিকের তিন ছেলে উক্ত ওবায়দুর,ইমামুল ও আতাউর পূর্ব পরিকল্পিত সন্ত্রাসী হামলার শিকার হন। আহত ওবায়দুর প্রামাণিক বলেন,ঘটনার দিন রাত আনুমানিক ৯ টার দিকে তারা তিন ভাই একসঙ্গে স্থানীয় বাইখীর চৌরাস্তা থেকে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে তারা নিজ গ্রামের রোকন শেখের বাড়ি পর্যন্ত পৌঁছলে সেখানে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা রুহুল মোল্লা,দুলাল খান,গফফার শেখ,সাইফুল খান,ইদ্রিস খান গং এর নেতৃত্বাধীন ৩০/৩৫ জনের একদল লোক দেশীয় নানা অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। হামলাকারীরা তিন সহোদর ওবায়দুর,ইমামুল ও আতাউরকে এলোপাথাড়ী কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে এলাকাবাসী ও স্বজনরা মুমূর্ষু অবস্থায় তাদেরকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে এক ভাই ইমামুলের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় পরে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। তিনি প্রাণে বেঁচে গেলেও চিরতরে পঙ্গু হয়ে যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।এ ঘটনায় স্থানীয় বোয়ালমারী থানায় ২৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত নামা আরো ১০/১৫ জন সহ মোট ৪৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। আহত আতাউর প্রামাণিক বলেন,আমি ঢাকায় চাকরি করি। এলাকার কোন রাজনীতির সঙ্গে যুক্ত নই। তারপরও ওদের হাত থেকে আমি রেহাই পেলামনা। বাড়িতে বেড়াতে এসে ওদের নৃশংসতার শিকার হলাম। আমার দুটি হাতই দূর্বৃত্তরা ভেঙ্গে দিয়েছে। তিনি আরো বলেন,আমার ভাইয়েরাও গ্রামের কোন দাঙ্গা-হাঙ্গামার সঙ্গে যুক্ত নন।তাদের অপরাধ একটাই,তারা এলাকার সাবেক চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটুর সঙ্গে দল করেন। স্থানীয় একাধিক সূত্র জানায়,আসামীরা বর্তমানে দোর্দন্ড প্রতাপশালী। তাদের হাতেই এখন এলাকার নিয়ন্ত্রণ। ফলে তারা যা ইচ্ছে তাই করেছে। তাদের হামলার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে গ্রামের সামচু শেখ,ইউনুস শেখ,কামাল শেখ,আজগর শেখ,ওবায়দুর শেখ সহ আরো অনেকে বিবাদীদের নৃশংস হামলার শিকার হয়েছে বলে জানায় সূত্রগুলো। অপরদিকে বিবাদী দুলাল খান বলেন,আমি কোন গন্ডগোল-ফ্যাসাদের সঙ্গে জড়িত নই। একসঙ্গে মিলেমিশে থাকার কারণে আসামি হয়েছি।আজ যারা নালিশ করছেন অতীতে তারাই আগে জুলুম-অত্যাচার করেছেন বলে দাবী দুলাল খানের।
এমএসএম / এমএসএম
গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াডে স্বর্ণ ও রৌপ্য পদক পেলেন জুড়ীর ওয়ারিশা রাহমান
আওয়ামিলীগের সাথে কোন আপোষ নয় - মনিরুল হক চৌধুরী
প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে বিএনপির গফুর ভূঁইয়ার রিট
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে: পিআইবি মহাপরিচালক
সাভারে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের হ্যাঁ ভোটের প্রচারণা
আত্রাইয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষে অল্পের জন্য শত শত যাত্রী প্রাণে রক্ষা
আমার উপজেলা আমার দায়িত্ব—শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত
রূপগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া
নেত্রকোনার মদনে লাহুত হত্যা মামলার আট মাসেও মিলেনি চার্জশীট
দেয়াল পত্রিকা ইভেন্টে জাতীয় পর্যায়ে প্রথম বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের লাবিবা
তানোরে ভাতের সাথে বিষ মিশিয়ে নির্বিচারে হাঁস মুরগী মেরে ফেলার অভিযোগ
বাংলাদেশ একটা আধুনিক রাষ্ট্র হতে হবে, সুপ্রদীপ চাকমা