ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি নির্বাচন বানচালের চেষ্টা করছেঃ জনপ্রশাসন প্রতিমন্ত্রী


রাশিদুল ইসলাম, শ্রীপুর photo রাশিদুল ইসলাম, শ্রীপুর
প্রকাশিত: ১১-১১-২০২৩ বিকাল ৫:৩৫

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি নির্বাচনকে বানচালের চেষ্টা করছে, আমাদের সজাগ থাকতে হবে। আগামী দিনে দেশের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর কোনো বিকল্প নাই, আওয়ামীলীগের কোনো বিকল্প নাই। আগামী নির্বাচন অতি সন্নিকটে, সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শুক্রবার(১০ নভেম্বর) বিকেলে মাগুরার শ্রীপুর সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত উন্নয়ন জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন মাগুরা—১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুমাউনুর রশীদ মুহিতের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আ.ফ.ম আবদুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুণ্ডু, সহ—সভাপতি মুন্সী রেজাউল হক, সহ—সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সৈয়দ শরিফুল ইসলাম, মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, কেন্দ্রীয় কৃষক লীগের সহ—সভাপতি মাকসুদুল ইসলাম, সিনিয়র প্রকৌশলী তাসনীম আক্তার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সরকার হারুণ অর রশিদ,জেলা আওয়ামী লীগ লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  এ্যডভোকেট সাকারুল ইসলাম শাকিল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রানা আমীর ওসমান, পঙ্কজ কুমার সাহা, জেলা কৃষক লীগের সভাপতি মঈনুল ইসলাম পলাশ প্রমুখ। 

এছাড়াও উপস্থিত ছিলেন মাগুরার জেলা ও উপজেলার ছাত্রলীগ,যুবলীগ। মাগুরা জেলার যুবলীগের নেতা মীর সুমন।  স্বেচ্ছাসেবকলীগ,মহিলা আওয়ামী লীগ,মৎস্যজীবীলীগ,কৃষকলীগ, শ্রমিকলীগের নেতাকর্মীরা।উন্নয়নসভায় বিশাল এক মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগদান করেন শ্রীপুর উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম মোল্লা।

প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে মাগুরা একটি স্মরণীয় জেলা। সকলেই বিশ্বাস করে এই এলাকার মানুষেরা জাতির পিতার আদর্শকে ধারন করে। মাননীয় প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা করে ও ভালোবাসে। আজকের বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত  হয়েছে। ১০০টি ইকোনমিক জোন তৈরি হচ্ছে, পদ্মা সেতু নির্মাণের ফলে মাগুরা থেকে ঢাকার দূরত্ব একবোরেই কমে গেছে। এখন মানুষ সকালে ঢাকা গিয়ে কাজ সেরে বিকেলে বাড়ি ফিরে আসতে পারে। মাগুরা একটি ঐতিহ্যবাহী এলাকা, সকলে জানে, এটি আওয়ামীলীগের দূর্গ। আগামীতে তুখোড় পার্লামেন্টেরিয়ান, বার বার নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম এ্যাড. আছাদুজ্জামানের সুযোগ্য পুত্র এ্যাড. সাইফুজ্জামান শিখরকে নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পরে শ্রীপুর উপজেলার ১০০ক কোটি টাকা ব্যয়ে নির্মিত বিভিন্ন প্রকল্পের ফলক উন্মোচন করেন।

এমএসএম / এমএসএম

মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট

পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা

কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান

আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল

হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা

‎শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি

বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী

চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ

কটিয়াদীতে পুকুরের পানিতে দুই বছরের শিশুর মৃত্যু