ঢাকা রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

শ্রীপুরে আ.লীগের দু' গ্রুপের সংঘর্ষে আহত একাধিক, বাড়িঘর ভাঙচুর


রাশিদুল ইসলাম, শ্রীপুর photo রাশিদুল ইসলাম, শ্রীপুর
প্রকাশিত: ৭-১২-২০২৩ বিকাল ৫:২৪

মাগুরার শ্রীপুরে সামাজিক আধিপত্য বিস্তার কেন্দ্র করে আওয়ামী লীগের দু' গ্রুপের সংঘর্ষে চারজন আহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার গয়েশপুর ইউনিয়নের ছাবিনগর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়,বুধবার সকালে ছাবিনগর গ্রামের চুন্নু মিয়া পিঁয়াজের দানার জমি নিড়াতে যায়।কিছুক্ষণ পর ইউসুফ মন্ডলের লোকজন তাকে একা পেয়ে তাকে চারদিক ঘিরে নিলে সে ভয়ে দৌড়ে বাড়ি চলে যায়। পরবর্তী আব্দুল হালিম মোল্লার লোকজন খবর শুনতে পেলে তারাও কিছু সংখ্যক লোক এগিয়ে যায়।পরবর্তী ইউসুফ মন্ডলের লোকজন তাদের উপর আতংকিতভাবে হামলা চালায়।একপর্যায়ে ইউসুফ মন্ডলের সর্মথন জিরাত মন্ডল (৬০),আব্দুল হালিম মোল্লার সর্মথন সাবেক মেম্বার বকুল মিয়া (৪৫) ঘটনাস্থলে আহত হন।অন্যদিকে আব্দুল হালিম মোল্লার সর্মথন বাদশা মিয়ার স্ত্রী শিউলি বেগম (৩৫) ও তোয়াজউদ্দীন মোল্লার স্ত্রী চায়না বেগম (৪০) নামে দুই মহিলা আহত হন।পরে স্থানীয়রা জিরাত মন্ডল ও বকুল মিয়াকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন ও শিউলি বেগম, চায়না বেগমকে বাসায় চিকিৎসা দেন।পরে ইউসুফ মন্ডল সর্মথনের লোকজন  পরাজিত হলে লোকজন না পেয়ে মৃত তোয়াজউদ্দীন মোল্লার ছেলে জহুরুল মোল্লার ঘরবাড়ি ভাংচুর, বাদশা মন্ডলের বাড়িঘর ভাঙচুর ও নেকবর মন্ডলের বাড়ির সীমানা ঘেরা বেড়া ভাঙচুর করে।

এ ঘটনায় চুন্নু মিয়া বলেন, আমি সকালে মাঠে  পিয়াজের দানা নিড়াতে গেলে  আমাকে একা পেয়ে ইউসুফ মন্ডলের লোকজন চারদিক থেকে আমাকে ঘিরে নিলে আমি ভয়ে দৌড়ে পালিয়ে বাসায় চলে আসি।আমাকে না পেয়ে আমার ছোট বোনকে মারধর করে। এমনকি তার গলায় রামদা,সড়কি ধরে।আমি এর সঠিক বিচার চাই।আহত শিউলি বেগম বলেন,আমার ভাইয়ের চিৎকার শুনে আমি রাস্তায় এসে দেখি ইউসুফ মন্ডলের লোকজন আমার ভাই পিছনে রামদা,রড,হাতুর,সড়কি,ডাল নিয়ে পিছু দৌড়াচ্ছে।একপর্যায়ে আমার ভাই বাড়ি পৌঁছালে ভাইকে না পেয়ে  ইউসুফ সর্মথনের লোক হান্নান, ইউসুফ, জিরাত ওয়াসিম,জুয়েল,ঝানু,নবাব, হারুনসহ আরো অনেকে এসে আর মারধর করছে।আমার হাতের অবস্থা ভালো না। আমি প্রশাসনের কাছে এর সঠিক বিচার চাই। 

বাদশা মন্ডলের মেয়ে জানান,আমরা বাসায় শুয়ে আছি হঠাৎ করে ইউসুফ মন্ডলের লোকজন এসে আমাদের বাড়িঘর ভাঙচুর করে।আমরা ভয়ে রুম থেকে বেরিয়ে যায় পরে তারা রুমে ডুকে সবকিছু ভাঙচুর করে এমনি বিদ্যুৎ লাইনের মিটার ভেঙে ফেলে।এমনকি আমাদের হুমকি দিয়ে যায় এগুলো নিয়ে কিছু করলে তোদের শেষ করে দিবো।এর সাথে জড়িত ছিল হান্নান,ইমরান, তাওহিদ,জিকু,দেলবর,নাজীব,জুয়েলসহ আরো অনেকে।আমি এর সঠিক বিচার চাই। 

জহুরুল মোল্লার স্ত্রী বলেন, আমরা নিরীহ লোক।হঠাৎ করে ইউসুফের লোকজন এসে আমাদের বাড়িঘর ভাঙচুর করছে এবং মহিলাদের মারধর করছে আমি এর সঠিক বিচার চাই। এই ঘটনায় জড়িত ছিল  কোবেদের ছেলে হান্নান,আমিনের ছেলে জুয়েল, মৃত শহিদের ছেলে ইমরান, রশিদের ছেলে ওয়াসিম, ইউসুফের ছেলে রনি,নুবাকে মন্ডলের ছেলে মুক্তার,হাসেনের ছেলে রোকনসহ আরো অনেকে।

গয়জুদ্দীন মোল্লার স্ত্রী চায়না বেগম বলেন, হঠাৎ করে ইউসুফ মন্ডলের লোকজন এসে আমার মারধর করছে।আমিসহ আরো কিছু মহিলা মারধর খেয়েছে। আমি প্রশাসনের নিকট সঠিক বিচার চাই। এই বিষয়ে আহত জিরাত মন্ডলের পরিবারের সাথে যোগাযোগ করে কোনো বক্তব্য পাওয়া যায় নি।
এই বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় বলেন, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে নিয়ন্ত্রণে আনে।এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।এই বিষয় লিখিত কোনো অভিযোগ পায়নি পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় মা-বাবার দোয়া খাবার হোটেলের আড়ালে বিক্রি হচ্ছে মাদক

মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী আটক

হাতিয়ায় শিক্ষা ট্রাস্ট বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠান

ট্রাক মালিক সমিতির সঙ্গে সম্পর্ক জোরদারে মজমপুরে শ্রমিক নেতাদের সভা

ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শির্ক্ষার্থীর আত্মহত্যা

সাভারে শীতার্তদের মাঝে যুবদল নেতার শীতবস্ত্র বিতরণ

বাউফল নার্সিং ইনস্টিটিউটে ৩৯ শিক্ষার্থীর প্রতীকী পরিবর্তন ও নবীন বরণ অনুষ্ঠিত

মিরসরাই প্রেসক্লাবে ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা সম্পন্ন

খোলা বার্তা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য সম্ভাবনাময় প্ল্যাটফর্ম : অতিথি সাংবাদিকরা

খাস জমির পথ বন্ধ, সাজানো মামলার ফাঁদ:চিতলমারীতে অবরুদ্ধ ১০টি পরিবার

অনুপস্থিত বন্দোবস্ত বাতিলের দাবিতে সুবর্ণচরে ভূমিহীনদের বিক্ষোভ

দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুনঃভর্তিতে কৌশলে অতিরিক্ত ফি আদায় করছে প্রধান শিক্ষক

কুমিল্লা সীমান্তে ৭৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ