শ্রীপুরে একজন সফল আওয়ামীলীগ নেতার জীবন কাহিনী
প্রতিটি মানুষের স্বপ্ন থাকে। কিন্তু স্বপ্নের পথে পা বাড়ালেই একের পর এক আসতে থাকে প্রতিবন্ধকতা। যে ব্যক্তি এসব প্রতিবন্ধকতা ডিঙিয়ে এগিয়ে যাবেন তিনিই হবেন সফল।
আজ এমনই একজন সমাজসেবক নিয়ে কথা বলবো যিনি অনেক বাঁধা ও প্রতিবন্ধকতা ডিঙিয়ে একজন সফল ব্যক্তি। একাধারে একজন সফল রাজনীতিক হিসেবে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পাশাপাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও প্রতিষ্ঠিত।তিনিই মাগুরা জেলার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের ছাবিনগর গ্রামের মোঃ আব্দুল হালিম মোল্লা।
তিনি ১৯৬৯ সালে ৩ রা সেপ্টেম্বর মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোঃ আবুল হোসেন মোল্লা ও মাতার নাম মোছাঃ হালিদা বেগম।দশ ভাই বোনের মধ্যে তিনি চতুর্থ।ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। এক পুত্র সন্তানের জনক।
তিনি ১৯৮৭ সালে এসএসসি ও ১৯৮৯ সালে এইচএসসি পাশ করেন শ্রীপুর ডিগ্রি কলেজ থেকে।এইচএসসি পাসের পর ডিগ্রি শাখায় ভর্তির পরে তৎকালীন বিএনপি -জামায়াত জোট সরকারের শাসনামলে বিভিন্ন অত্যাচার নির্যাতনের ফলে আর লেখাপড়া করা সম্ভব হয় নি।
সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে নিরন্তর কাজ করে যাচ্ছেন এ চেয়ারম্যান। তিনি তাঁর পরিশ্রম, সাহস, ইচ্ছাশক্তি, একাগ্রতা আর প্রতিভার সমন্বয়ে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য স্থানীয় সরকারের উন্নয়ন কর্মকান্ড সঠিক ও সুচারুভাবে বাস্তবায়নের জন্য সর্বোপরি বঙ্গবন্ধু'র কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সফল এ নেতার পেছনে আছে কিছু গল্প যা অনেকটা রূপকথার মতো।
মেধা,মনন,কর্মপ্রয়াস শ্রম ও অধ্যাবসায়ের মাধ্যমে ব্যবস্থাপনাগত দক্ষতা অর্জনের মধ্য দিয়ে তিনি নিজেকে গড়েছেন পরিশীলিতভাবে এক উজ্জ্বলতম অধ্যায়ে। আব্দুল হালিম মোল্লা ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। তিনি ১৯৮৭ সালে ছাত্র থাকাকালে ছাত্রলীগের রাজনীতির সহিত সম্পৃক্ত হন।
১৯৯৬ সালে শ্রীপুর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন।
পরে ২০০৩ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলে থাকা অবস্থায় বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বিপুল ভোটে জয়লাভ করে প্রথমবারের মতো চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হন।পরে ২০১১ সালে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন,২০১৬ সালে তৃতীয় বারের মতো নির্বাচিত হন এবং ২০২২ সালে চতুর্থবারের মতো নির্বাচিত হন।
তৎকালীন ৪ দলীয় ঐক্যজোট সরকারের অগণতান্ত্রিক কার্যক্রমের প্রতিবাদ করে দলকে সংগঠিত করেন।
২০০৮ সালের ২৯ডিসেম্বর জাতীয় নির্বাচনে আওয়ামীলীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর জাতির জনক বঙ্গবন্ধু হত্যার রায় দ্রুত কার্যকর এবং যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম দ্রুত সম্পূর্ণ করার দাবীতে মিছিল-মিটিং এর নেতৃত্বে দেন।
রাজনৈতিক কর্মকান্ডে এলাকার সার্বিক উন্নয়নের সাথে জড়িত।যেমন ইউনিয়ন পরিষদের বিভিন্ন বরাদ্দ এলজিএসপি,এডিপি,টিআর,কাবিখা, ইটের সলিং, কালভার্ট,সৌর বিদ্যুৎ, ষ্ট্রিট লাইট,বিনোদন কেন্দ্র নির্মাণ,ক্রীড়া সামগ্রী বিতরণ, স্বাস্থ্য সামগ্রী বিতরণ, কৃষি সামগ্রী বিতরণ, মটির রাস্তাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। করোনা মহামারীর সময় নিঃস্ব অর্থায়নে উপজেলার বিভিন্ন ইউনিয়নে হতদরিদ্র জনগনের মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী,স্বাস্থ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করে জনগণের পাশে দাড়িয়েছেন।এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল নিজ বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দিয়েছেন।অত্র ইউনিয়ন করোনা রোগী শনাক্ত হলে উক্ত পরিবারের সবাইকে লকডাউন নিশ্চিত করে রোগীকে চিকিৎসা প্রদান করেছেন।
চেয়ারম্যান হিসেবে পদক প্রাপ্তি- উপজেলা উন্নয়ন মেলায় প্রতিবার প্রথম স্থান অধিকার, ২০১০ সালের মধ্যে সকলের জন্য স্যানিটেশন অভিযানে জুন -২০০৬ এর মধ্যে শতভাগ স্যানিটেশন অর্জনের স্বকৃতি স্মারক ২ টি জেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগ হতে প্রথম স্থান,ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য উপজেলা প্রশাসন হতে প্রথম স্থান অধিকার স্বকৃতি স্মারক, মানবাধিকারে বিশেষ অবদানের জন্য মাগুরা জেলার শ্রেষ্ট চেয়ারম্যান হিসাবে জর্জ ওয়াশিংটন সম্মাননা -২০১৩,সমাজসেবায় সফল চেয়ারম্যান হিসেবে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ জাতীয় ব্যক্তিত্ব স্মৃতি পরিষদ হতে মহাত্মা গান্ধী পিস এডওয়ার্ড -২০১৪,এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস এন্ড কালচারাল ফাউন্ডেশন হতে এজাহিকাফ পারফরম্যান্স এ্যাওয়ার্ড -২০১৫,ইউনিয়ন পরিষদ আর্থিকভাবে পরিচালনায় ( পারফরম্যান্স) ২০১৭-১৮ অর্থবছরে খুলনা বিভাগে প্রথম স্থান অধিকার করে সরকারীভাবে বিদেশ ভ্রমণ (ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড)। ২০১৬-১৭ ও ২০১৮-১৯ অর্থবছরে ইউনিয়ন পরিষদ পরিচালনায় দ্বিতীয় স্থান অধিকার।
বর্তমানে তিনি উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে অত্যন্ত সততা ও নিষ্ঠার সহিত দল ও সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।ইতোমধ্যে তিনি সমাজের সকল মতাদর্শের মানুষের কাছে একজন দক্ষ, পরিশ্রমী ও মেধাবী চেয়ারম্যান হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করেছে।
এমএসএম / এমএসএম
মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট
পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা
কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ
ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান
আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল
হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা
শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি
বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত
গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী
চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ
কটিয়াদীতে পুকুরের পানিতে দুই বছরের শিশুর মৃত্যু
Link Copied