শ্রীপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান যারা

দ্বাদশ সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই মাগুরার শ্রীপুর উপজেলায় এবার শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনে নিয়ে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ। গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনের পর আবারও আওয়ামীলীগের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর ক্ষমতাসীন দলের নেতাকর্মী, বিশেষ করে যারা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান,সংরক্ষিত মহিলা আসনের ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আশা করেছেন তারা ইতিমধ্যে নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন।অনেকের সর্মথকরা আগামী উপজেলা পরিষদ নির্বাচনে তাদের পছন্দর প্রার্থী হওয়ার কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে জানান দিচ্ছেন। জানা গেছে, পাঁচ থেকে সাতটি ধাপে উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা নিয়ের নির্বাচন কমিশন। সারাদেশের উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ রোজার পূর্বেই হওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো উপজেলা পরিষদ। উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল এখনও ঘোষণা হয়নি, তবে জানিয়ারির শেষ সপ্তাহে ঘোষণা কথা রয়েছে। তবে ক্ষমতাসীন দলীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,আপাতত স্থানীয় সরকারের নির্বাচনে দলীয়ভাবে কাউকে দেওয়া হবে না। এতে উৎসবমুখর অংশগ্রহণমূলক হবে। যিনি জনপ্রিয় প্রার্থী তিনিই জয়ী হয়ে আসবেন।বিষয়টি নিয়ে দলের মনোনয়ন বোর্ডকে অবহিত করা হবে। এর মধ্যেই মাগুরার শ্রীপুর উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা ও সম্ভাব্য প্রার্থীদের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়েছে। শ্রীপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এ পর্যন্ত যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহীন,সাবেক ছাত্রনেতা ও তরুণ সমাজসেবক শরিয়তউল্লাহ হোসেন মিয়া (রাজন),শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গয়েশপুর ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান মোঃ আব্দুল হালিম মোল্লা, মাগুরা
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পঙ্কজ সাহা,শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ ,সাধারণ সম্পাদক ও নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুনুর রশিদ মুহিত, সাংগঠনিক সম্পাদক ও সাবেক শ্রীখোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুস্তাাসিম বিল্লাহ সংগ্রাম, মোঃ খায়রুল আলম(মাইডিয়ার)।
সদ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অভিমত বিবেচনা এবার আসন্ন পরিষদ কাউকে দলীয় নৌকা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টানা চতুর্থবারের ক্ষমতায় যাওয়া আওয়ামীলীগ।নির্বাচন দলীয় সব প্রার্থীর জন্যই উন্মুক্ত রাখা হয় ক্ষমতাসীন দল ও অন্যান্য দলের উপজেলা, ইউনিয়ন, তৃণমূল পর্যায়ের অনেক নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, অন্যান্য উপজেলা থেকে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও সর্মথকরা দলের মধ্যে বিভক্ত। এজন্য স্থানীয় সরকারের উপজেলা পরিষদের নির্বাাচনে ভোটের মাঠে দলীয় প্রতীক প্রার্থীর দেওয়া নেতিবাচক প্রভাব পড়বে বলে সচেতন মহল মনে করছে।তবে অন্যান্য দলের নেতাকর্মীরা জানায় ক্ষমতাসীন দলের পাতানো নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত আপাতত নেই। তবে সময়োপযোগী সিদ্ধান্ত নেবো জনগণের মতামতের ভিত্তিতে।
এমএসএম / এমএসএম

জিন তাড়াতে গিয়ে মা-মেয়েকে হত্যার মূল আসামী কবিরাজ গ্রেপ্তার

গাজীপুর-৩ আসনে আলোচনায় বিএনপির ৪ প্রার্থী, একক প্রার্থী নিয়ে নিশ্চিন্ত অন্য দল

আদালতের দোতলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা হত্যা মামলার আসামির

রায়পুরে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

চট্টগ্রাম-১৩ আসনে তৃণমূল নেতাকর্মীদের পছন্দের শীর্ষে এস এম মামুন মিয়া

চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক

জুড়ীতে কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ে উপহার প্রদান

গাছে ঝুলন্ত লাশ, পা মাটিতে-শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জ শহরের প্রবেশমুখে গোলচত্বর ও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে নবযোগদানকৃত কুড়িগ্রাম জেলা প্রশাসক এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

রাণীশংকৈলে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

হাটহাজারী নাগরিক সেবা নিয়ে বিপাকে পৌরবাসী। তবে কর্তৃপক্ষের দ্রুত সমাধানের আশ্বাস
Link Copied