গুরুদাসপুরে গার্লস গাইড এসোসিয়েশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
নাটোরের গুরুদাসপুরে উপজেলা গার্লস গাইড এসোসিয়েশনের উদ্যোগে মাধ্যমিক স্তরের ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৯ জন শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় উপজেলার চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এ্যন্ড কলেজ মিলনায়তনে আলোচনা সভা শেষে কলেজ চত্ত্বরে ওই শীতবস্ত্র বিতরন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তার।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা গার্লস গাইড এসোসিয়েশনের সভাপতি নিগার সুলতানা রেখা ও সাধারন সম্পাদক ওয়ালিদা শাহরিয়ার। এসময় শিক্ষার্থীরা ছাড়াও প্রতিষ্ঠানের পক্ষে সংশিষ্ট শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালমা আক্তার বলেন- গার্ল গাইডসদের পড়াশোনার পাশাপাশি দেশ প্রেমে উদ্বুদ্ধ হতে হবে। এছাড়াও তাদের আরো বিনয়ী, মিতব্যয়ী, সৃষ্টিশীল, আত্মনির্ভরশীল, শারীরিক ও মানসিক উন্নয়নসহ অন্যান্য মানবিক শিক্ষা ও সেবামুলক কর্মকান্ডে অংশ গ্রহন করতে হবে বলে নির্দেশনা দেন তিনি।
এমএসএম / এমএসএম