গুরুদাসপুর থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার
নাটোরের গুরুদাসপুরে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে গুরুদাসপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধা ৭ টার দিকে গুরুদাসপুর উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা চেকপোষ্ট এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও টাটা কম্পানির (ঢাকা মেট্রো-ন-১৩-০৪১১) ট্রাকসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার খোদাইবাড়ি গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে আমিনুল ইসলাম (৬৬), বরিশালের হিজলা উপজেলার চর-নরসিংহপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে (ট্রাক ড্রাইভার) ওলি উদ্দিন (৩২), ঢাকার কামরাঙ্গীর চরের নবীনগর এলাকার মৃত আব্দুল আওয়ালের ছেলে ইমরান খান (২৩), জয়পুরহাট সদরের মুজিবনগর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মোসলেম (৪৩), গাইবান্ধার পলাশবাড়ির কেশবপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে আব্দুল গফ্ফার (৪২), জাইতরবালা গ্রামের আসকর আলীর ছেলে মজনু মিয়া (৩৪), শকুনা কেশবপুর গ্রামের মংলার ছেলে অমল কুমার (২৭) এবং একই উপজেলার চকবালা গ্রামের আমিনের ছেলে ইমরান হোসেন (১৮)।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. উজ্জল হোসেন বলেন- আটককৃতরা প্রতিনিয়ত বিভিন্ন এলাকায় ডাকাতি ও নাশকতা করে আসছে। তাদের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় পেনাল কোড আইনে মামলা রুজু রয়েছে। আসামীদের নাটোর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। চুরি, ডাকাতিসহ যে কোন নাশকতা প্রতিরোধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম