চৌদ্দগ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবস উদযাপন
কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন ও ভার্চুয়াল আলোচনা সভার মাধ্যমে জাতীয় শোক দিবস উদযাপন করা হয়েছে। রোববার (১৫ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মনজুরুল হক।
এ সময় উপস্থিত ছিলেন- চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন সরকার, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসিবুর রহমান, থানার পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহা, মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামান, পৌর প্যানেল মেয়র সাইফুল ইসলাম পাটোয়ারী, মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জোবায়ের হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মুজিবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোকাদ্দেস আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা বীথি রানী চক্রবর্তী প্রমুখ।
এ সময় উপজেলা প্রাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান