ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

পটুয়াখালীর গলাচিপার চরকাজলে পুলিশ ক্যাম্প হওয়ায় স্বস্তিতে দ্বীপবাসী


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ১৭-৮-২০২১ বিকাল ৭:০
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের চরশিবায় অস্থায়ী পুলিশ ক্যাম্প হওয়ায় স্বস্তিতে জীবনযাপন করছে উপজেলা সদর থেকে ৮ কিলোমিটার ও একটি নদীসহ প্রায় ২২ কিলোমিটার দূরত্বে বিছিন্ন দুটি ইউনিয়নের জনগণ। আস্থায়ী পুলিশ ক্যাম্প হওয়ায় স্বস্তিতে দুর্গম জনপদের বাসিন্দারা।
 
গত ১৮ মে পটুয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান ও গলাচিপা থানার অফিসার ইনচার্জ শওকত আনোয়ার চরশিবা শুক্রবারিয়া বাজারে অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন করেন। এ অঞ্চলে পুলিশ স্থায়ীভাবে অবস্থান নেয়ার পর থেকেই অপরাধীরা গর্তে লুকিয়েছে। মাদক, চোরাচালান, জুয়া, গরু চুরিসহ সকল ধরনের অপরাধ কমে আসছে। বিছিন্ন দ্বীপ হওয়ায় আইনশৃঙ্খলার অবনতির জন্য গত ১২ মে গরুচোর সন্দেহে আল-আমিন সরদার (২২) নামে এক যুবকের গণপিটুনিতে মৃত্যু হয়। এমন ঘটনা হরহামেশাই ঘটে ওই প্রত্যন্ত অঞ্চলে। আইনশৃঙ্খলা সমুন্নত রাখার জন্য ওই অঞ্চলবাসীর দাবি অস্থায়ী পুলিশ ক্যাম্পটি কম সময়ের মধ্যে স্থায়ী পুলিশ তদন্ত কেন্দ্র করা, যাতে ওই অঞ্চলের মানুষ শান্তিতে বসবাস করতে পারে।
 
নিম্নাঞ্চল হওয়ায় অপ্রাপ্ত বয়সে ছেলে-মেয়ে বিয়ে দিত এখানকার পরিবারগুলো। পুলিশ ক্যাম্প হওয়ায় বাল্যবিবাহের প্রবণতা অনেকটাই কমে এসেছে। এসআই নুরুন নবী ও এএসআই সূদনের অক্লান্ত পরিশ্রমে সালিশ ব্যবস্থার মাধ্যমে জমিজমার সমস্যা, পারিবারিক কোন্দলসহ বিভিন্ন ধরনে সমস্যার খুব সহজেই সমাধান পাচ্ছে সাধারণ মানুষ। চরকাজল ও চরবিশ্বাস দুটি ইউনিয়নের মানুষের একমাত্র ভরসারস্থল হয়ে উঠেছে পুলিশ ক্যাম্পটি। করোনা মহামারী সচেতনমূলক ক্যাম্পেইনসহ মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করছেন তারা।
 
পুলিশ ক্যাম্প থেকে সমাধান পাওয়া এক ভুক্তভোগী জানান, এখানে পুলিশ ক্যাম্পটি থাকায় আমরা খুব সহজে অভিযোগ দিতে পারছি। এর আগে একটি অভিযোগ করতে গলাচিপা থানায় যাওয়া লাগত। খরচ হতো জনপ্রতি চার-পাঁচশ টাকা, যা আমাদের পক্ষে কষ্টকর হয়ে যেত। এখন চরশিবা পুলিশ ক্যাম্পে অভিযোগ করতে পারছি এবং খুব দ্রুত সমাধান পাচ্ছি। 
 
সমাজসেবক আলাউদ্দিন কাজী বলেন, পুলিশ অবস্থান নেয়ার পর থেকে বেপরোয়াভাবে আড্ডা দেয়া, মাদক ব্যবসায়ীদের আনাগোনা, জুয়ার আড্ডাসহ সামাজিক অপরাধগুলো এখন আর চোখে পড়ে না। বলা যায় অনেকটাই নির্মূল হয়েছে সামাজিক অপরাধ। 
 
পুলিশ ক্যাম্পের এসআই মো. নুরুন নবী জানান, দুর্গম জনপদ হওয়ায় এ অঞ্চলে অপরাধ সংঘটিত হওয়ার খবর পেয়েও উপজেলা সদরের থানা থেকে আসতে দেড়-দুই ঘণ্টা লেগে যেত। ততক্ষণে অপরাধীরা আন্তঃজেলা সীমানা পাড়ি দিয়ে নিরাপদ স্থানে চলে যেত। এখন চরশিবায় অস্থায়ী পুলিশ ক্যাম্প হওয়ায় আমাদের অপরাধ নির্মূলে সুবিধা হচ্ছে। এখানকার দুটি ইউনিয়নের সমস্যাগুলো সমাধান করতে পারছি। নিয়মিত আমরা ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার করছি এবং মাদক ও জুয়ায় আস্তানায় অভিযান চালাচ্ছি। গত আড়াই-তিন মাসে ৪০-৪৫ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে আদালতে সোর্পদ করছি। যেহেতু দুর্গম এলাকা, আইনশৃঙ্খলার বিষয়ে তারা অনেকটাই অবগত নয়। পাশাপাশি এই জনপদের মানুষদের সচেতনতা বৃদ্ধি জন্য সব সময় কাজ করছি, যাতে সবার মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়।
 
চরকাজল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান রুবেল বলেন, আমরা উপজেলা সদর থেকে ২২ কিলোমিটার দূরত্বে অবস্থান করছি। এ দ্বীপে প্রায় ৪২ হাজার মানুষের বসবাস এবং পটুয়াখালী ও ভোলা আন্তঃজেলা সীমানা এই এলাকায় অবস্থিত। এই অঞ্চলের শান্তিশৃঙ্খলা সমুন্নত রাখার জন্য এখানে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান করা খুব গুরুত্বপূর্ণ। দ্বীপ অঞ্চলবাসীর পক্ষ থেকে সংসদ সদস্য এসএম শাহজাদা সাজুর কাছে অস্থায়ী পুলিশ ক্যাম্পটি স্থায়ী পুলিশ তদন্ত কেন্দ্রে রূপ দেয়ার জন্য অনুরোধ করছি। তাহলে এ দুর্গম এলাকার মানুষ একটু শান্তিতে বসবাস করতে পারবে।

এমএসএম / জামান

বড়লেখায় জীবননাশ ও গুমের আশঙ্কায় আতংকিত ব্যবসায়ী

নাসা গ্রুপের কর্মরত শ্রমিকদের পাওনা বেতন প্রাপ্তির লক্ষ্যে যৌথ আলোচনা সভা

অ্যাকুয়াকালচার নীতির প্রয়োজনীয়তা বিষয়ে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে চার লাখ মানুষের সুপেয় খাবার পানির অভাব

রৌমারী উপজেল্ াস্বাস্থ্য কমপ্লেক্সেও ছের গাছের কি দোশ

দুর্গাপূজায় কোন ঝুকি নাই, নিরাপত্তা আমরা দিব, দুর্গাপূজা শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির সম্প্রীতি ও মহোৎসব

টেকনাফে যৌথ অভিযানে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

হাটহাজারী সাব রেজিস্টার অফিসে মূল দলিলের পাতা গায়েব করে ভুয়া পাতা সংযুক্ত

রাঙামাটিতে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

বিশ্ব পর্যটন দিবসে পরিচ্ছন্ন অষ্টগ্রাম গড়ার শপথ

কাশিয়ানীতে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ নিহত-৪, আহত-৩

কেশবপুরের সাংবাদিক কন্যা সোনালী মল্লিক পেলেন ইয়েস কার্ড'

আত্রাইয়ে রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউটের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন