ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

কর্ণফুলী গ্যাসে ভুয়া ভাউচারে কোটি টাকা ট্রাস্টি বোর্ডের পকেটে


সুমন চক্রবর্ত্তী photo সুমন চক্রবর্ত্তী
প্রকাশিত: ৩-৪-২০২৪ রাত ১০:১৪

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) ট্রাস্টি বোর্ডের বিরুদ্ধে জাতীয় শ্রমিক কল্যাণ ফেডারেশন ও কল্যাণ তহবিলে মুনাফার ২০ ভাগ না দিয়ে এফডিআর করার পর সেই টাকা ভুয়া ভাউচারে মেরে দেওয়ার অভিযোগ উঠেছে ।

গত পাঁচ বছর ধরেই মুনাফার ভাগ দেওয়া হয়নি। এসব মুনাফার এফডিআরের মধ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছে ট্রাস্টি বোর্ডের সদস্যরা। এর মধ্যে চলতি বছরেই বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানের নামে ভুয়া ভাউচার হাতিয়ে নেওয়া হয় ১৫ লাখ টাকা।

এছাড়া পিকনিকের নামেও কর্মরত ব্যক্তিদের থেকে টাকা সংগ্রহ করে ট্রাস্টি বোর্ড। সেই টাকার অর্ধেক পিকনিকে খরচ দেখিয়ে বাকিটা পকেটে ভরেন ট্রাস্টি বোর্ডের সদস্যরা। এভাবে তারা বিভিন্ন উৎস থেকে বিভিন্ন সময় টাকা সংগ্রহ করেছে আর নিজেদের পকেটে ভরেছে। এভাবে বিভিন্ন কৌশলে তারা অন্তত ১০ কোটি হাতিয়ে নিয়েছে জাতীয় শ্রমিক কল্যাণ ফেডারেশন ও কল্যাণ তহবিল থেকে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে বের হয়ে এসেছে এসব তথ্য। গত ২১ মার্চ বিকালে চট্টগ্রামের ষোলশহর কেজিডিসিএল কার্যালয়ে যায় দুদকের এনফোর্সমেন্ট টিম। ওই সময় কেজিডিসিএলের প্রশাসনিক কর্মকর্তা মহাব্যবস্থাপক মোজাহার আলীর দপ্তরে অভিযান চালায় তারা। অভিযানে কোম্পানির বার্ষিক আয়ের মুনাফার শতকরা ২০ ভাগ টাকা নির্দিষ্ট  জমা না করার প্রমাণ মেলে।

জানা গেছে, নিয়ম অনুসারে মুনাফার ১০ ভাগ টাকা কল্যাণ তহবিল এবং বাকি ১০ ভাগ টাকা জাতীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনে জমা দেওয়া কথা। কিন্তু দুই জায়গাতেই ‘দুই নম্বরি’ করেছে ট্রাস্টি বোর্ডের সদস্যরা। ২০১৮-২০১৯, ২০১৯-২০২০, ২০২০-২০২১, ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ অর্থ বছরে মুনাফার ২০ ভাগের টাকা দেয়নি ট্রাস্টি বোর্ড। এসব টাকা থেকে ভুয়া বিল বানিয়ে কয়েক বছর ধরে অন্তত ১০ কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ করেছে তারা।

এর মধ্যে মুনাফার টাকা থেকে চলতি বছরের ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এক জন্মবার্ষিকীতেই কোনো ভাউচার ছাড়াই ১৫ লাখ টাকা লোপাট করার প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক।

অভিযোগ রয়েছে, কর্তৃপক্ষকে হিসাব দেখাতে ভুয়া-ভাউচার আগে থেকেই ছাপিয়ে রাখে ট্রাস্টি বোর্ড। এসব ভুয়া বিল-ভাউচার দেখিয়ে কোম্পানির বিভিন্ন সময়ে অনুষ্ঠানের নামে ব্যয় দেখিয়ে অর্থ লোপাট করেছে ট্রাস্টি বোর্ড।

এমএসএম / এমএসএম

যথাযথ মর্যাদায় বোদায় মহান বিজয় দিবস উদযাপন

পাবিপ্রবিতে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি, নিজেদের ক্যাম্পাস পরিষ্কার করছেন শিক্ষক, শিক্ষার্থীরা

যথাযথ মর্যাদায় পাবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন

আত্রাইয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

রৌমারীতে ১৬ ডিসেম্বর ৫৫তম মহান বিজয় দিবস পালিত

বিজয় দিবসে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

আমরা চাই একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা - তাসভীর উল ইসলাম

শেরপুরের গারো পাহাড়ে ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

রাজস্থলী তে যথামর্যাদায় নানা আয়োজনের মহান বিজয় দিবস পালিত

নাঙ্গলকোট রায়কোট উত্তরে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

পাঁচবিবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

চাঁদপুরে শহিদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

চন্দনাইশে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত