ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

কর্ণফুলী গ্যাসে ভুয়া ভাউচারে কোটি টাকা ট্রাস্টি বোর্ডের পকেটে


সুমন চক্রবর্ত্তী photo সুমন চক্রবর্ত্তী
প্রকাশিত: ৩-৪-২০২৪ রাত ১০:১৪

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) ট্রাস্টি বোর্ডের বিরুদ্ধে জাতীয় শ্রমিক কল্যাণ ফেডারেশন ও কল্যাণ তহবিলে মুনাফার ২০ ভাগ না দিয়ে এফডিআর করার পর সেই টাকা ভুয়া ভাউচারে মেরে দেওয়ার অভিযোগ উঠেছে ।

গত পাঁচ বছর ধরেই মুনাফার ভাগ দেওয়া হয়নি। এসব মুনাফার এফডিআরের মধ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছে ট্রাস্টি বোর্ডের সদস্যরা। এর মধ্যে চলতি বছরেই বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানের নামে ভুয়া ভাউচার হাতিয়ে নেওয়া হয় ১৫ লাখ টাকা।

এছাড়া পিকনিকের নামেও কর্মরত ব্যক্তিদের থেকে টাকা সংগ্রহ করে ট্রাস্টি বোর্ড। সেই টাকার অর্ধেক পিকনিকে খরচ দেখিয়ে বাকিটা পকেটে ভরেন ট্রাস্টি বোর্ডের সদস্যরা। এভাবে তারা বিভিন্ন উৎস থেকে বিভিন্ন সময় টাকা সংগ্রহ করেছে আর নিজেদের পকেটে ভরেছে। এভাবে বিভিন্ন কৌশলে তারা অন্তত ১০ কোটি হাতিয়ে নিয়েছে জাতীয় শ্রমিক কল্যাণ ফেডারেশন ও কল্যাণ তহবিল থেকে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে বের হয়ে এসেছে এসব তথ্য। গত ২১ মার্চ বিকালে চট্টগ্রামের ষোলশহর কেজিডিসিএল কার্যালয়ে যায় দুদকের এনফোর্সমেন্ট টিম। ওই সময় কেজিডিসিএলের প্রশাসনিক কর্মকর্তা মহাব্যবস্থাপক মোজাহার আলীর দপ্তরে অভিযান চালায় তারা। অভিযানে কোম্পানির বার্ষিক আয়ের মুনাফার শতকরা ২০ ভাগ টাকা নির্দিষ্ট  জমা না করার প্রমাণ মেলে।

জানা গেছে, নিয়ম অনুসারে মুনাফার ১০ ভাগ টাকা কল্যাণ তহবিল এবং বাকি ১০ ভাগ টাকা জাতীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনে জমা দেওয়া কথা। কিন্তু দুই জায়গাতেই ‘দুই নম্বরি’ করেছে ট্রাস্টি বোর্ডের সদস্যরা। ২০১৮-২০১৯, ২০১৯-২০২০, ২০২০-২০২১, ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ অর্থ বছরে মুনাফার ২০ ভাগের টাকা দেয়নি ট্রাস্টি বোর্ড। এসব টাকা থেকে ভুয়া বিল বানিয়ে কয়েক বছর ধরে অন্তত ১০ কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ করেছে তারা।

এর মধ্যে মুনাফার টাকা থেকে চলতি বছরের ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এক জন্মবার্ষিকীতেই কোনো ভাউচার ছাড়াই ১৫ লাখ টাকা লোপাট করার প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক।

অভিযোগ রয়েছে, কর্তৃপক্ষকে হিসাব দেখাতে ভুয়া-ভাউচার আগে থেকেই ছাপিয়ে রাখে ট্রাস্টি বোর্ড। এসব ভুয়া বিল-ভাউচার দেখিয়ে কোম্পানির বিভিন্ন সময়ে অনুষ্ঠানের নামে ব্যয় দেখিয়ে অর্থ লোপাট করেছে ট্রাস্টি বোর্ড।

এমএসএম / এমএসএম

তেলের ট্রাকে বিস্ফোরণ : পুড়ল ৪শ ব্যারেল তেল, ৮ দোকান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন প্রফেসর আবুল কাসেম ফজলুল হক

গোদাগাড়ীতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা

জয়পুরহাটে ৬০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

গাজীপুরে কারখানায় আগুনে নিহত ১

রৌমারীতে আটক ৯টির মধ্যে ১টি জমা না দেওয়ার অভিযোগ বিজিবি’র বিরুদ্ধে

পটুয়াখালীর ধানক্ষেত থেকে ১টি শঙ্খিনী সাপ উদ্ধার

কামারখন্দে কোনাবাড়ি ইসহাক উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আলোচনা সভায়

মুন্সীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে পুলিশ সদস্যকে গুলি

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে নৌকায় ডাকাতি

পটুয়াখালীতে পৌর মাছ বাজারের ঘাট পুনরুদ্ধার, খুশি ব্যবসায়ীরা

নওয়াপাড়ায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকিং সেমিনার অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়েতে ৬ দুর্ঘটনাঃ নিহত ১