কর্ণফুলী গ্যাসে ভুয়া ভাউচারে কোটি টাকা ট্রাস্টি বোর্ডের পকেটে

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) ট্রাস্টি বোর্ডের বিরুদ্ধে জাতীয় শ্রমিক কল্যাণ ফেডারেশন ও কল্যাণ তহবিলে মুনাফার ২০ ভাগ না দিয়ে এফডিআর করার পর সেই টাকা ভুয়া ভাউচারে মেরে দেওয়ার অভিযোগ উঠেছে ।
গত পাঁচ বছর ধরেই মুনাফার ভাগ দেওয়া হয়নি। এসব মুনাফার এফডিআরের মধ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছে ট্রাস্টি বোর্ডের সদস্যরা। এর মধ্যে চলতি বছরেই বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানের নামে ভুয়া ভাউচার হাতিয়ে নেওয়া হয় ১৫ লাখ টাকা।
এছাড়া পিকনিকের নামেও কর্মরত ব্যক্তিদের থেকে টাকা সংগ্রহ করে ট্রাস্টি বোর্ড। সেই টাকার অর্ধেক পিকনিকে খরচ দেখিয়ে বাকিটা পকেটে ভরেন ট্রাস্টি বোর্ডের সদস্যরা। এভাবে তারা বিভিন্ন উৎস থেকে বিভিন্ন সময় টাকা সংগ্রহ করেছে আর নিজেদের পকেটে ভরেছে। এভাবে বিভিন্ন কৌশলে তারা অন্তত ১০ কোটি হাতিয়ে নিয়েছে জাতীয় শ্রমিক কল্যাণ ফেডারেশন ও কল্যাণ তহবিল থেকে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে বের হয়ে এসেছে এসব তথ্য। গত ২১ মার্চ বিকালে চট্টগ্রামের ষোলশহর কেজিডিসিএল কার্যালয়ে যায় দুদকের এনফোর্সমেন্ট টিম। ওই সময় কেজিডিসিএলের প্রশাসনিক কর্মকর্তা মহাব্যবস্থাপক মোজাহার আলীর দপ্তরে অভিযান চালায় তারা। অভিযানে কোম্পানির বার্ষিক আয়ের মুনাফার শতকরা ২০ ভাগ টাকা নির্দিষ্ট জমা না করার প্রমাণ মেলে।
জানা গেছে, নিয়ম অনুসারে মুনাফার ১০ ভাগ টাকা কল্যাণ তহবিল এবং বাকি ১০ ভাগ টাকা জাতীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনে জমা দেওয়া কথা। কিন্তু দুই জায়গাতেই ‘দুই নম্বরি’ করেছে ট্রাস্টি বোর্ডের সদস্যরা। ২০১৮-২০১৯, ২০১৯-২০২০, ২০২০-২০২১, ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ অর্থ বছরে মুনাফার ২০ ভাগের টাকা দেয়নি ট্রাস্টি বোর্ড। এসব টাকা থেকে ভুয়া বিল বানিয়ে কয়েক বছর ধরে অন্তত ১০ কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ করেছে তারা।
এর মধ্যে মুনাফার টাকা থেকে চলতি বছরের ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এক জন্মবার্ষিকীতেই কোনো ভাউচার ছাড়াই ১৫ লাখ টাকা লোপাট করার প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক।
অভিযোগ রয়েছে, কর্তৃপক্ষকে হিসাব দেখাতে ভুয়া-ভাউচার আগে থেকেই ছাপিয়ে রাখে ট্রাস্টি বোর্ড। এসব ভুয়া বিল-ভাউচার দেখিয়ে কোম্পানির বিভিন্ন সময়ে অনুষ্ঠানের নামে ব্যয় দেখিয়ে অর্থ লোপাট করেছে ট্রাস্টি বোর্ড।
এমএসএম / এমএসএম

মৃত্যুর এক বছর পর কবর থেকে শিশুর লাশ উত্তোলন

নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে আইন উপদেষ্টা

শান্তিগঞ্জে মানসিক রোগীর লাশ উদ্ধার

রোহিঙ্গা নারী ও মেয়েদের সুরক্ষার ঝুঁকি ও ভবিষ্যৎ আকাঙ্ক্ষার ওপর একশনএইড এর গবেষণা

রাণীনগরে ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষক বরখাস্ত

চৌগাছায় কৃষকদের মাঝে মাষকলাই বীজ ও রাসয়নিক সার বিতরন

কমপ্লিট শাটডাউনে পবিপ্রবি বরিশাল ক্যাম্পাস

বারহাট্টার বিশিষ্ট রাজনীতিবিদ মোস্তাফিজুর রহমান খান রেজভীর চেহলাম অনুষ্ঠিত

খোলা চিঠি লিখে যুবকের আত্মহত্যা, প্রেমঘটিত কারণে হতাশা

বরগুনার পাথরঘাটা বিএনপির সাবেক এমপির উপর হামলায় সাত আসামীর জামিন নামঞ্জুর

অভিভাবকসুলভ প্রধান শিক্ষক মোছা’র বিদায়: ১৬ বছরের সোনালি অধ্যায়ের সমাপ্তি

দেশে প্রথম কলা গাছের তন্তু দিয়ে স্যানিটারি ন্যাপকিন ও মাশরুম উদ্ভাবন
