সুন্দর বিচার
আল্লাহর নবী দাউদ (আ.)-এর আমলে বিস্ময়কর এক বিচারের ঘটনা ঘটেছিল। ঘটনাটি শুনিয়েছেন প্রিয় নবীজি (সা.) নিজে। নবীজি (সা.)–এর কাছ থেকে শুনে আনাস (রা.) সেই ঘটনাটি উম্মতদের জানিয়েছেন।
দুজন নারীর সঙ্গে ছিল ফুটফুটে দুটি সন্তান। একদিন একটি নেকড়ে এসে তাদের একজনের সন্তানকে নিয়ে গেল। তখন এক নারী বলল, ‘তোমার সন্তানকে নেকড়ে নিয়ে গেছে।’ আরেক নারী বলল, ‘না, তোমার সন্তানকে নিয়ে গেছে।’ তারা বিবাদে জড়িয়ে গেল।
বিবাদ মীমাংসার জন্য তারা গেল হজরত দাউদ (আ.)–এর কাছে। তিনি দুজনের মধ্যবয়সী নারীর পক্ষে ফয়সালা করে বললেন, সন্তানটিকে তুমি নিয়ে যাও। এরপর তারা উভয়ে বিচারালয় থেকে বেরিয়ে এল।
তারপর দাউদ নবীর ছেলে সুলায়মান (আ.)–এর কাছ দিয়ে যাওয়ার সময় ঘটনা শোনালেন। তিনি বললেন, তোমরা আমার কাছে একটি ছুরি নিয়ে এসো, আমি সন্তানটি কেটে উভয়ের মধ্যে সমান ভাগ করে দেব।
কম বয়সী নারীটি তখন বলল, না, এমনটি করবেন না। আল্লাহ আপনার প্রতি রহম করুন। আমি নির্দ্বিধায় মেনে নিলাম সন্তানটি ওই নারীই।
সুলায়মান (আ.) তখন কম বয়সী নারীটির পক্ষে ফয়সালা করে বললেন, সন্তানটি আসলে তোমারই। তুমিই নিয়ে যাও। (মুসলিম, হাদিস: ১,৭২০)
Israt / Israt
অবৈধ সম্পদে জীবনের যত ক্ষতি
মন খারাপ দূর করার আমল
বছর শেষে সময়ের হিসাব মেলানোর তাগিদ
মুমিন হৃদয়ে আরবি ভাষার ভালোবাসা
সচ্চরিত্রের অধিকারী পুরুষের মর্যাদা
কোরআনের হৃৎপিণ্ড যে সুরা
আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করলেও সওয়াব
সুস্থতার নেয়ামত রক্ষা করা জরুরি
নববী আদর্শের নওজোয়ান: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন-নুমান রিডার
নিরাপদ জীবনের চার উপাদান
ইসলামে মানবাধিকারের শিক্ষা
ঈমান ধ্বংসকারী ফেতনা থেকে আত্মরক্ষা