ঢাকা বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

কথা, গল্প, গানে অনুষ্ঠিত হলো টেলিভিশন প্রযোজকদের পুনর্মিলনী 


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৮-৪-২০২৪ রাত ৯:৭

কথা, গল্প, গান, আড্ডা ও বাঁশির সুরে মগ্ধতা ছড়িয়ে অনুষ্ঠিত হলো টেলিভিশন প্রযোজকদের পুনর্মিলনী।  ২৭ এপ্রিল ঢাকার সংস্কৃতি বিকাশ কেন্দ্রে অনুষ্ঠিত এ পুনর্মিলনীতে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রায় অর্ধশতাধিক প্রযোজকের প্রাণবন্ত উপস্থিতি ছিল। 

সারা বছর দেশের মানুষকে আনন্দ ও বিনোদন দেওয়ার জন্য নানা ধরণের অনুষ্ঠান নির্মাণ করেন টেলিভিশনের প্রযোজকেরা। একই পেশায় কাজ করার পরেও পরস্পরের মধ্যে দেখা সাক্ষাৎ তেমন হয় না। এ পুনর্মিলনীর কারণে সেটি যেমন সম্ভব হয়েছে, তেমনি অনুষ্ঠান নির্মাণের অভিজ্ঞতার আদান প্রদান হয়েছে বলে জানিয়েছেন প্রযোজকেরা। 

 

টেলিভিশন প্রযোজকদের পুনর্মিলনীতে অংশ নিয়েছিলেন গাজী টিভির অনুষ্ঠান প্রধান ও বাংলা ভিশনের সাবেক অনুষ্ঠান প্রযোজক অনন্ত জাহিদ,  এনটিভির অনুষ্ঠান মহাব্যবস্থাপক ও অনুষ্ঠান প্রযোজক জাহাঙ্গীর চৌধুরী, দৈনিক সকালের সময় পত্রিকার যুগ্ম সম্পাদক ও মাছরাঙা টেলিভিশনের সাবেক অনুষ্ঠান প্রযোজক ফয়েজ রেজা, একুশে টেলিভিশন এর অনুষ্ঠান প্রযোজক রাকিবুল আলম রুশো, টেলিভিশন প্রডিউসার্স এসোসিয়েশন, টিপিএ এর সাধারণ সম্পাদক ও একুশে টেলিভিশন এর অনুষ্ঠান প্রযোজক ইসরাফিল শাহীন, মাছরাঙা টেলিভিশন এর সহযোগী অনুাষ্ঠান প্রযোজক সৈয়দ যুবায়ের ইকবাল, বিজয় টিভির অনুষ্ঠান প্রধান শরীফ মো. নাজমুল হক, সংবাদ প্রতিদিনের প্রধান প্রতিবেদক পার্থ সারথি দাস, এশিয়ান টেলিভিশন এর নিউজ এন্ড কারেন্ট এফেয়ার্স  ইনচার্জ রফিকুল ইসলাম রলি, দৈনিক জনকণ্ঠ পত্রিকার হেড অব প্রডাকশন মোহাম্মদ কামরুজ্জামান, নাগরিক টেলিভিশন এর অনুষ্ঠান প্রযোজক উষ্ণীষ চক্রবর্তী প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন- পরস্পরের মধ্যে চিন্তার আদান প্রদান, অভিজ্ঞতা বিনিময় এবং পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি এ পেশার সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য প্রযোজকদের উদ্যোগে এমন আয়োজন অব্যাহত রাখা দরকার। আগামী আয়োজনে সবার অংশ গ্রহণ নিশ্চিত করার বিষয়ে তাগিদ দেন তারা। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন এ প্রজন্মের প্রখ্যাত সংগীতশিল্পী সঙ্গীতশিল্পী সাবরিনা সাবা, মনির চৌধুরী, এস এম আলাউদ্দিন, তপু দাস প্রমুখ। 
আগামী জুন ২০২৪ এ প্রযোজকদের উদ্যোগে একটি ফল উৎসবের আয়োজন করার সিদ্ধান্ত হয়। ফল উৎসবে সকল প্রযোজকদের অংশ গ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন টেলিভিশন প্রযোজকদের পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজকেরা।

Sunny / Sunny

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযান: অবৈধ মদ উৎপাদনকারী চক্র আটক

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাবেক এমপি গিয়াস উদ্দিন কাদের'র শোক প্রকাশ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিসিআরের গভীর শোক

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির শোক প্রকাশ

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বাংলাদেশ কংগ্রেসের গভীর শোক

উন্নত চিকিৎসা ও আধুনিক প্রযুক্তিতে আস্থার নাম শিন-শিন জাপান হাসপাতাল

তেজগাঁও শিল্প এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, গণপূর্তের জমি উদ্ধার করল রাজউক

বিভিন্ন প্রতারণার অভিযোগে মোস্তাফিজুর রহমান গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

কারওয়ান বাজারে চাঁদাবাজিবিরোধী মানববন্ধনে হামলা: প্রতিবাদে ব্যবসায়ীদের লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ

প্রশিক্ষক হিসেবে ‘বেস্ট টিওটি’ অ্যাওয়ার্ড পেলেন রাজউকের অথরাইজড অফিসার মো. ইলিয়াস

মানবাধিকার দিবসে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী বেন কিউ হৃদয় গ্রেপ্তার

জাঁকজমক আয়োজনে শুরু হলো শেয়ারবাজার করপোরেট ক্রিকেট সিজন–৫