হজ পালনে সৌদি আরব গেছেন ১৫ হাজার ৫১৫ বাংলাদেশি
সোমবার রাত ১১টা ৫৯ মিনিটে হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে জানানো হয়, সোমবার পর্যন্ত সর্বমোট ১৫ হাজার ৫১৫ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার সাতশ ৪৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ১১ হাজার ৭৬৮ জন।
হজযাত্রীদের নিয়ে এ পর্যন্ত সৌদি আরব গেছে ৩৯টি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১টি, সৌদি এয়ারলাইন্সের নয়টি, ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৭টি।
হজ পালনের জন্য এ পর্যন্ত ভিসা ইস্যু করা হয়েছে ৭৪ হাজার আটশ ৯৭টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসা ৯২ শতাংশ এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসা ৮৮ শতাংশ।
এ বছর সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীর কোটা ৪৫৬২ এবং বেসরকারি হজযাত্রীর কোটা ৮০ হাজার ৬৯৫। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ২৫৯টি।
হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার ফ্লাইট শুরু হয় ৯ মে। শেষ ফ্লাইট যাবে ১০ জুন। এরপর হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন। ২২ জুলাই শেষ ফিরতি ফ্লাইট দেশে আসবে।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
Israt / Israt
সঠিক কথা বলা মুমিনের বৈশিষ্ট্য
সুসম্পর্কের সূচনা হয় সালাম থেকে
ইস্তেগফারের উত্তম বাক্য
ইবাদতের জন্য স্বাস্থ্যসচেতনতা জরুরি
জান্নাতে প্রবেশের সহজতর আমল
অমুসলিমদের কি মসজিদে প্রবেশ নিষেধ?
মেহমানকে সম্মান দিলে নিজের সম্মান
জীবনের অনিশ্চয়তা কাটবে যেভাবে
আল্লাহর রহমত পায় যারা
পাপের সূচনা হয় যেভাবে
ঈমান ও কুফর নির্ণয় হয় নামাজে
ইসলামী বইমেলার সময় বাড়ল