ঢাকা রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

টুঙ্গিপাড়ায় শিক্ষাঙ্গনে শ্রেষ্ঠত্বের মুকুটে আরেকটি মাইলফলক


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ১৮-৫-২০২৪ দুপুর ২:৭

“গোপালগঞ্জে ৩য় বারের মতো জেলার এবং ৮ম বারের মত উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান খান সাহেব  শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ”
গোপালগঞ্জে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে আবারও স্বীকৃতি পেয়েছে টুঙ্গিপাড়ার খান সাহেব শেখ  মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ। জাতীয় শিক্ষা সপ্তাহে বিদ্যাপীঠটি এ স্বীকৃতি পায় প্রতিষ্ঠান টি। এ নিয়ে প্রতিষ্ঠানটি তিনবার জেলার শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করল। এ ছাড়া টুঙ্গিপাড়া উপজেলা পর্যায়ে এটি আটবার  শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ও প্রধান শিক্ষক মোঃ আকরামুজ্জামান স্কুল পর্যায়ে জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন। শিক্ষা বিস্তার ও উপজেলা অবদানের জন্য জেলা পর্যায়ে তিনবার ও উপজেলা পর্যায়ে আটবার তাঁর মাথায় উঠেছে শ্রেষ্ঠত্বের মুকুট। টুঙ্গিপাড়া উপজেলা সদরের প্রাণকেন্দ্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ সংলগ্ন পৌরসভার ৪নং ওয়ার্ডে বিদ্যালয়টির অবস্থান। ১৯৯৬ সালে শিক্ষানুরাগী ও বঙ্গবন্ধু পরিবারের প্রবীণ সদস্য শেখ কবির হোসেন এলাকায় শিক্ষা বিস্তারের জন্য এটি প্রতিষ্ঠা করেন। এখানে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা হয়েছে। রয়েছে কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার, মাল্টিমিডিয়া ক্লাসরুমসহ আধুনিক সব সুবিধা। এ ছাড়া নিয়মিত বিতর্ক, সাংস্কৃতিক ও ক্রীড়া  প্রতিযোগিতার আয়োজন করা হয়। সূচনালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি এলাকার শিক্ষা প্রসারে দ্যুতি ছড়িয়ে আসছে। এখান থেকে প্রতিবছর রেকর্ডসংখ্যক শিক্ষার্থী পাস করছে। এসএসসি ও এইচএসসির ফলাফলের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি জেলায় বরাবরই শ্রেষ্ঠত্ব অর্জন করছে। 

জেলা শিক্ষা কর্মকর্তা বলেন, চলতি বছরের শিক্ষা সপ্তাহে প্রতিষ্ঠানটি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও আকরামুজ্জামান শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া প্রতিষ্ঠানটির শিক্ষার্থী  শ্রেয়া ঘরামী নির্ধারিত বক্তৃতা ও বাংলা রচনা প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। প্রতিষ্ঠানটি বরাবরই ভালো করে আসছে। জানা যায়  শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠান প্রধান হওয়া ছাড়াও বাংলা, ইংরেজি রচনা, বিতর্ক, তাৎক্ষণিক অভিনয় প্রতিযোগিতা, আবৃত্তি, দেশাত্মবোধক গান, রবীন্দ্রসংগীত, জারি গান, নির্ধারিত বক্তৃতা, লোকনৃত্য ও উচ্চাঙ্গ নৃত্যে প্রথম স্থান অধিকার করেছে। প্রতিষ্ঠানটি শিক্ষা সপ্তাহে ১৩টি বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে। এটি একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ।

প্রধান শিক্ষক অধ্যক্ষ আকরামুজ্জামান বলেন, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং সভাপতি শেখ কবির হোসেন একজন রুচিশীল এবং একজন শিক্ষাবিদ। তাঁর মধ্যে দেশাত্মবোধ রয়েছে। দায়িত্বশীলতার অঙ্গীকার নিয়ে তিনি এ প্রতিষ্ঠানকে তিল তিল করে গড়ে তুলেছেন। শ্রেষ্ঠত্বের স্বীকৃতি কাজের স্পৃহাকে আরও বাড়িয়ে দেয়, অনুপ্রাণিত করে। ভবিষ্যতে সাফল্যের এ ধারা তারা অব্যাহত রেখে বিভাগীয় পর্যায় সহ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করার আশা ব্যাক্ত করেন খাঁন সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ মোঃ আকরামুজ্জামান।

এমএসএম / এমএসএম

ধুনটে বালুবাহী দুই ট্রাকের চাপে অটোরিকশাচালক নিহত

পটুয়াখালী প্রেসক্লাবের হীরক জয়ন্তী পালন

হৃদরোগে আক্রান্ত হয়ে চিলমারী মডেল থানার এসআই আসাদুজ্জামানের আকস্মিক মৃত্যু

কোম্পানীগঞ্জে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সম্মাননা ও সহায়তা প্রদান

দুমকিতে সশস্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দুমকিতে গাভী লুটপাটের অভিযোগ 'মিথ্যা', দাবি করে সংবাদ সম্মেলন

ভূমিকম্পকে আল্লাহর সতর্কবার্তা হিসেবে দেখার আহ্বান – মাওলানা আব্দুল ওয়াহাব (বড় হুজুর, কাছাইট)

সিংগাইরে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

পাবনায় মিশু হাফসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা, ফাঁসির দাবিতে উত্তাল জনতা

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপিত

ঘরবন্দী জীবনে স্বস্তি, রায়গঞ্জে দুইজনকে হুইল চেয়ার প্রদান

বড়লেখায় ইবতেদায়ী ও প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে পথসভায় জনসমুদ্র