ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

অরক্ষিত হয়ে পড়েছে মানুষ

জোরালো হচ্ছে উপকূলে টেকসই বেঁড়িবাঁধের দাবি


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ১-৬-২০২১ দুপুর ৩:৫৮
প্রলয়ংকারী ঘূর্ণিঝড় আইলার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি ক্রমেই জোরালো হচ্ছে। ৬ দিনেও মেরামত হয়নি ভেঙে যাওয়া বাঁধ, সহায়-সম্বলহীন মানুষের মানবেতার জীবনযাপন। উপকূলীয় ‍এলাকা খুলনার কয়রায় ঘূর্ণিঝড় ইয়াস দুর্গত এলাকা পরিদর্শনকালে স্থানীয় সাংসদ ও প্রশাসনের কাছে এমনই দাবি করছেন এলাকার সর্বস্তরের মানুষ। দুর্গতদের পুনর্বাসনে মঙ্গলবার (১ জুন) স্থানীয় সংসদ সদস্য আলহাজ আক্তারুজ্জামান বাবু উপজেলার সবচেয়ে স্পর্শকাতর ভাঙনকবলিত দশালিয়া বাঁধে পৌঁছলে স্বেচ্ছাশ্রমে বাঁধে কাজ করা হাজার হাজার গ্রামবাসী তাকে ঘিরে টেঁকসই বাঁধের জোরালো দাবি তোলে। এ সময় সংসদ সদস্য তাদের দ্রুত টেকসই বাঁধের আশ্বস্ত করে গ্রামবাসীদের সাথে বাঁধ মেরামতে অংশ নেন। এর আগে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে টেকসই বেড়িবাঁধ নির্মাণের প্রসঙ্গ। গতকাল সোমবার খুলনা জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ দুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালেও মানুষ একই দাবি জানায়।
 
দুর্গতদের দাবি, উন্নত বিশ্বের শিল্প কারখানার কার্বন ডাই-অক্সাইডে বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাচ্ছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাগরের পানির স্তর, সৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক দুর্যোগ। এসব কারণে প্রতি বছর উপকূলীয় এলাকায় একের পর এক আঘাত হানছে ঘূর্ণিঝড়, লণ্ডভণ্ড হচ্ছে উপকূলীয় এলাকার বেড়িবাঁধ। ফলে অরক্ষিত হয়ে পড়েছে মানুষের ঘরবাড়ি, গবাদিপশুসহ অন্যান্য সহায়-সম্পদ।
 
এদিকে, ঘূর্ণিঝড় ইয়াসের ৬ দিন কেটে গেলেও কয়রা উপকূলের ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামত না হওয়ায় চরম দুর্ভোগে দিনাতিপাত করছে পানিবন্দি হাজার হাজার মানুষ। গত ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পাউবোর বেড়িবাঁধ ভেঙে উপজেলার পাঁচটি ইউনিয়ন নোনা পানিতে নিমজ্জিত হয়। পানির তোড়ে ঘরবাড়ি, ধান-চাল, আসবাবপত্রসহ সহায়-সম্বল হারিয়ে মানুষ দিশেহারা হয়ে পড়ে। গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে কয়েকটি বাঁধ আটকাতে সক্ষম হলেও মহারাজপুরের দশালিয়া ও উত্তর বেদকাশী গাতিরঘেরী বাঁধ দিয়ে অব্যাহত জোয়ারের পানিতে তলিয়ে রয়েছে ৩ ইউনিয়নের অন্তত ৪০টি গ্রাম। এতে পানিবন্দি হয়ে রয়েছে অর্ধলক্ষাধিক মানুষ।
 
বাগালি ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার পাড় জানান, দশালিয়ার বাঁধ ভেঙে তার ইউনিয়নের ৩৫টি গ্রামের মধ্যে ১৫টি পানিতে তলিয়ে আছে। ঘরবাড়ি, সহায়-সম্বল হারিয়ে তারা অমানবিক জীবনযাপন করছে। ত্রাণসামগ্রী বলতে গত ৬ দিনে ৫০ বস্তা শুকনা খাবার ছাড়া আর কিছু জোটেনি। তিনি বলেন, শুনেছি উপজেলা পরিষদ থেকে ১ টন চাল ও ২৫ হাজার টাকা দেয়া হয়েছে কিন্তু আমি সেটা পাইনি। তিনিও ত্রাণ নয়, টেকসই বাঁধের দাবি করেন।
 
মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন লাভলু বলেন, ইউনিয়নের ৩৬টি গ্রামের মধ্যে ২৫ গ্রাম পানিতে প্লাবিত রয়েছে। সহায়-সম্বল হারিয়ে মানুষ মানবেতার জীবনযাপন করছে। গ্রামবাসীদের নিয়ে স্বেচ্ছাশ্রমে আমরা ভাঙা বাঁধ আটকাতে ৬ দিন যাবৎ চেষ্টা অব্যাহত রেখেছি। তিনি টেকসই বাঁধের দাবি করেন। টেকসই বাঁধের দাবি তুলে ধরেন উত্তর বেদকাশী ইউপি চেয়ারম্যান আলহাচ নুরুল ইসলামও।
 
সাতক্ষরীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশেদুর রহমান বলেন, কয়রায় ঘূর্ণিঝড় ইয়াসে পায় ৫ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, আংশিক ক্ষতি হয়েছে প্রায় ১৫ কিলোমিটার। ক্ষতিগ্রস্ত স্থানে বাঁধ মেরামতের জন্য জাইকা ও পানি উন্নয়ন বোর্ডের টেন্ডার আহ্বান করা হয়েছে। যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ শুরু করা হবে। বর্তমানে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বাঁধ মেরামতের সরঞ্জামাদি বাঁশ, জিওব্যাগ, সিনথেটিক ব্যাগ, দড়ি, পেরেক দিয়ে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মেরামতকাজ অব্যাহত আছে। গত ২৮ মে ৫টি পয়েন্ট ভেঙে যাওয়া বেঁড়িবাধ মেরামত করা হয়েছে। বাকিগুলো মেরামতের কাজ চলমান আছে৷ 
 
স্থানীয় সংসদ সদস্য আলহাজ আক্তারুজ্জামান বাবু বলেন, ষাটের দশকে নির্মিত বাঁধগুলো দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অনেক স্থানেই কোনোভাবেই জোয়ারের পানির চাপ সহ্য করতে পারছে না। এজন্য সরকার টেকসই বাঁধ নির্মাণের মেগা প্রকল্প হাতে নিয়েছে। ওই কাজ শুরু হওয়ার আগে বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানসমূহ জরুরিভিত্তিতে সংস্কারের জন্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করা হয়। পানিসম্পদ উপমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। স্থানীয় জনগণও স্বতঃস্ফুূর্তভাবে বাঁধ সংস্কারে অংশ নিচ্ছে। সংস্কারকাজের অগ্রগতি দেখতে উপমন্ত্রী চলতি সপ্তাহে ওই এলাকায় আসবেন বলে তিনি জানান। প্লাবিত মানুষের জন্য ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। 

এমএসএম / জামান

ঈশ্বরদীতে ট্রেনে কেটে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

মসজিদের খতিব–ইমাম–মুয়াজ্জিনদের সুরক্ষায় নীতিমালা চূড়ান্তঃ কুমিল্লায় ধর্ম উপদেষ্টা

মেহেরপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনার দাবিতে গণজমায়েত

চর ওয়াশপুর প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর করেন জাতীয় বীর আমান উল্লাহ আমান

গাজীপুরের রাজনীতিতে ঝড় তুললেন ইরাদ সিদ্দিকী

ধুনটে বালুবাহী দুই ট্রাকের চাপে অটোরিকশাচালক নিহত

পটুয়াখালী প্রেসক্লাবের হীরক জয়ন্তী পালন

হৃদরোগে আক্রান্ত হয়ে চিলমারী মডেল থানার এসআই আসাদুজ্জামানের আকস্মিক মৃত্যু

কোম্পানীগঞ্জে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সম্মাননা ও সহায়তা প্রদান

দুমকিতে সশস্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দুমকিতে গাভী লুটপাটের অভিযোগ 'মিথ্যা', দাবি করে সংবাদ সম্মেলন

ভূমিকম্পকে আল্লাহর সতর্কবার্তা হিসেবে দেখার আহ্বান – মাওলানা আব্দুল ওয়াহাব (বড় হুজুর, কাছাইট)

সিংগাইরে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা