ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

টাকা দিলেই রক্তের গ্রুপ টেস্টের রিপোর্ট মিলছে কম্পিউটারের দোকানে


মিলন মাহমুদ, সিংগাইর photo মিলন মাহমুদ, সিংগাইর
প্রকাশিত: ১৬-৭-২০২৪ রাত ৯:২

মানিকগঞ্জের সিংগাইরে একটি ডায়াগণস্টিক সেন্টারের প্যাড বানিয়ে রক্তের গ্রুপ টেস্টের রিপোর্ট মিলে কম্পিউটারের দোকানে। উপজেলার বাস্তা দি ঢাকা ডায়াগনস্টিক সেন্টারের অফিসে এমন প্যাড আসে। যেখানে ডায়াগনস্টিক সেন্টারের প্যাথলজি বিভাগের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মী ও একজন ডাক্তারের সীল এবং স্বাক্ষরও নকল করা হয়েছে। জানা গেছে, জাতীয় পরিচয়পত্র বানাতে রক্তের গ্রুপ বাধ্যতামুলক। এ সুযোগ কাজে লাগিয়ে অসাধু দোকানদার টাকার বিনিময়ে রক্তের গ্রুপ পরীক্ষা না করেই টেস্ট রিপোর্ট বানিয়ে দিচ্ছে। কারও আবার আইডি কার্ড পাসপোর্ট বানানোর কথা বলে হাতিয়ে নিচ্ছেন হাজার হাজার টাকা। এছাড়াও করোনা টিকা না দিয়েও টাকার বিনিময়ে দিচ্ছে করোনার টিকার সনদ। 

তেমনি একটি কাজের জন্য চান্দহর ইউপি সদস্য (৬ নং ওয়ার্ড) দীন ইসলামের স্বাক্ষর আনতে গেলে জাল সনদ ভেবে আটকে দেয়। ফলে সেখান থেকেই ভুয়া রক্তের গ্ৰুপিং টেস্টের রিপোর্ট পৌছে যায় হাসাপাতালে। প্যাড জালিয়াতির বিষয়ে দি ঢাকা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক জানান, এটা আমাদের প্যাড নকল করে রিপোর্ট দেওয়া হয়েছে।  আমাদের এখানে এই নামে কোন রক্ত পরীক্ষা করা হয়নাই। কে বা কারা আমাদের প্যাড স্কেন করে রিপোর্ট বানিয়ে দিচ্ছে জানি না। তাদের বিরুদ্ধে আমরা দ্রুতই আইনগত ব্যবস্থা নিবো।

এব্যাপারে ভুক্তভোগী উপজেলার চান্দহর ইউনিয়নের নিলাম্বরপট্টি গ্রামের কলিম উদ্দিনের ছেলে ইব্রাহিম বলেন, রতনের সাথে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বানানোর জন্য ২৪ হাজার টাকা  চুক্তি হয়। আমি শুধু  একটা জন্ম নিবন্ধন দিয়েছিলাম। বাকী কাগজপত্র সে বানিয়ে দিবে। আমি কোন রক্ত দেয়নি, কোথা থেকে কিভাবে রক্ত গ্রুপ টেস্ট রিপোর্ট করেছে জানিনা। আমার রক্তের গ্রুপ কি সেটাও আমি জানিনা। একই গ্রামের ফজল মিয়া জানান, আমার ছেলে বিদেশে যাওয়ার সময়  ৮শ টাকার বিনিময় রতনের কাছ থেকে করোনার টিকার সনদ বানিয়ে নিয়েছে।

এসব বিষয়ে ফাতেমা কম্পিউটারের মালিক মোঃ রতন বলেন, আমি এধরনের কোন কাজ করি না। আমার দোকানে শুধু পাসপোর্ট ও আইডি কার্ডের আবেদন করা হয়। সিংগাইর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডাঃ তাসনুবা মারিয়া বলেন, এবিষয়ে কোন অভিযোগ পাইনি, তবে জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ আইনগত সহায়তা চাইলে তাকেও সহযোগিতা করা হবে।

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে ট্রেনে কেটে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

মসজিদের খতিব–ইমাম–মুয়াজ্জিনদের সুরক্ষায় নীতিমালা চূড়ান্তঃ কুমিল্লায় ধর্ম উপদেষ্টা

মেহেরপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনার দাবিতে গণজমায়েত

চর ওয়াশপুর প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর করেন জাতীয় বীর আমান উল্লাহ আমান

গাজীপুরের রাজনীতিতে ঝড় তুললেন ইরাদ সিদ্দিকী

ধুনটে বালুবাহী দুই ট্রাকের চাপে অটোরিকশাচালক নিহত

পটুয়াখালী প্রেসক্লাবের হীরক জয়ন্তী পালন

হৃদরোগে আক্রান্ত হয়ে চিলমারী মডেল থানার এসআই আসাদুজ্জামানের আকস্মিক মৃত্যু

কোম্পানীগঞ্জে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সম্মাননা ও সহায়তা প্রদান

দুমকিতে সশস্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দুমকিতে গাভী লুটপাটের অভিযোগ 'মিথ্যা', দাবি করে সংবাদ সম্মেলন

ভূমিকম্পকে আল্লাহর সতর্কবার্তা হিসেবে দেখার আহ্বান – মাওলানা আব্দুল ওয়াহাব (বড় হুজুর, কাছাইট)

সিংগাইরে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা