ঋণগ্রহীতার কাছ থেকে উপহার গ্রহণ করার বিধান
ঋণদাতার পক্ষ থেকে ঋণগ্রহীতার কাছে ঋণ প্রদানের কোনো বিনিময় দাবি করা, আশা করা বা কৌশলে চাপ দিয়ে আদায় করা নাজায়েজ। এটা সুদের অন্তর্ভুক্ত। ইসলামে সুদ খাওয়া অত্যন্ত ঘৃণিত অপরাধ। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন,
আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদ হারাম করেছেন। (সুরা বাকারা: ২৭৫)
ঋণগ্রহীতা যদি ঋণ পরিশোধের সময় বাড়ানোর জন্য ঋণদাতাকে কোনো উপহার দিতে চায়, তা গ্রহণ করাও জায়েজ নেই। তবে যদি তাদের মধ্যে আগে থেকেই হৃদ্যতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, উপহার আদান-প্রদানের প্রচলন থাকে এবং ওই উপহার ঋণের বিনিময়ে বা ঋণ প্রদানে ছাড় পাওয়ার জন্য দেওয়া হচ্ছে না তাও স্পষ্ট থাকে, তাহলে ওই হাদিয়া গ্রহণ করা যেতে পারে।
ইহয়াহইয়া ইবনে আবু ইসহাক আল-হানাঈ (রা.) বলেন, আমি আনাস ইবনে মালেককে (রা.) জিজ্ঞাসা করলাম, আমাদের মধ্যে কেউ যদি তার কোনো ভাইকে দেয়, তারপর ঋণগ্রহীতা তাকে কোনো উপহার দেয় এ ব্যাপারে আপনার মতামত কী? তিনি বলেন, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,
তোমাদের কেউ ঋণ দেয়ার পর ঋণগ্রহীতা তাকে কিছু উপহার দিলে বা তার সওয়ারিতে আরোহণ করাতে চাইলে সে যেন উপহার গ্রহণ না করে এবং তার সওয়ারিতেও আরোহণ না করে। তবে তাদের মধ্যে আগে থেকেই এরকম সৌজন্যমূলক বিনিময়ের প্রচলন থাকলে আপত্তি নেই। (সুনানে ইবনে মাজা: ২৪৩২)
এ হাদিস থেকে এ বিষয়ে শরিয়তের দৃষ্টিভঙ্গি স্পষ্ট বোঝা যায় যে, ঋণ পরিশোধের ক্ষেত্রে ছাড় পাওয়ার জন্য উপহার দেওয়া হলে তা গ্রহণ করা যাবে না। ঋণদাতা ও ঋণগ্রহীতার মাঝে যদি ঋণ দেওয়ার আগে উপহার আদান-প্রদানের প্রচলন না থাকে এবং ওই উপহার ঋণ পরিশোধের ক্ষেত্রে ছাড় পাওয়ার উদ্দেশ্যে হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এ রকম উপহার গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে।
Aminur / Aminur