নিয়ামতপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
নওগাঁর নিয়ামতপুরে ’বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কামরুজ্জামান জানান, ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হবে। এ উপলক্ষে উপজেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচির কথাও সাংবাদিকদের অবহিত করেন। মৎস্য সপ্তাহের জন্য গৃহীত কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতাও চাওয়া হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, নিয়ামতপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে যেসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে তা হলো- ২৮ আগস্ট উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পাইকিং ও ব্যানার-ফেস্টুন দিয়ে প্রচারণা, সাংবাদিকদের সাথে মতবিনিময়ম; ২৯ আগস্ট মাছের পোনা অবমুক্ত, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র; ৩০ আগস্ট প্রান্তিক মৎস্যজীবী ও মৎস্যচাষিদের সাথে স্বাস্থ্যবিধি অনুসরণ করে মতবিনিময়; ৩১ আগস্ট মৎস্যচাষিদের মাছ চাষ বিষয়ক নিবিড় পরামর্শ সেবা প্রদান, পুকুরের পানি, পানি পরীক্ষণ; ১ সেপ্টেম্বর মৎস্যচাষিদের মাছ চাষ বিষয়ক নিবিড় পরামর্শ সেবা প্রদান, পুকুরের পানি, পানি পরীক্ষণ, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন; ২ সেপ্টেম্বর মৎস্যচাষি ও সুফলভোগীদের মাঝে মৎস্যচাষের বিভিন্ন উপকরণ বিতরণ এবং ৩ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ সমাপনী অনুষ্ঠান।
তিনি আরো বলেন, নিয়ামতপুর উপজেলায় মোট ৫ হাজার মৎস্যচাষি রয়েছেন। এছাড়া মৎস্যজীবীর সংখ্যা ৭১০ জন। উপজেলায় বেসরকারি পুকুর বা দীঘির সংখ্যা ২ হাজার ৪০৯টি, আয়তন ৫১৮ হেক্টর, সরকারি পুকুর বা দীঘির সংখ্যা ২ হাজার ৫৭২টি, আয়তন ৫৭১ হেক্টর। নদী ১টি, আয়তন ৫০ হেক্টর, বিলের সংখ্যা ৩টি, আয়তন ১৫০ হেক্টর। মোট উৎপাদিত মাছের পরিমাণ ৪ হাজার ৪৯৭.২ মে. টন, চাহিদা ৪ হাজার ৪৪১.৭৫ মে. টন, উদ্বৃত্ত ৫৫.৪৪ মে. টন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য সম্প্রসারণ অফিসার মো. আরিফুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি মো. জাবেদ আলী, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সদস্য সিরাজুল ইসলাম, আইনুল হক, ইমরান ইসলাম।
এমএসএম / জামান
লোহাগড়ায় চুরি-ছিনতাই অভিযুক্ত হিজবুল্লাহ জামিনে মুক্ত; সাধারণ মানুষ আতঙ্কে
বেনাপোল সীমান্ত থেকে উইনকোরেক্স সিরাপ ও ফেন্সিডিল আটক
শাহজাদপুরে সংরক্ষিত নারী ইউপি সদস্যকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ
হাটহাজারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্প্রীতি সমাবেশ
বালিয়াডাঙ্গী সীমান্তে মাদকসহ ১ জন গ্রেপ্তার: ৭০০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ৩টি বিদেশী ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার
ম্যানগ্রোভ ইকো-ট্যুরিজম মডেল বাস্তবায়নে যৌথ চুক্তি স্বাক্ষর
মোহনগঞ্জে গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেফতার
প্রতারণার বিচার চাওয়ায় কুয়েত প্রবাসীকে প্রাণনাশের হুমকি, সংবাদ সম্মেলন করে অভিযোগ
রেল শ্রমিকদের ৫ দফা দাবি মানতে হবে: লুৎফর রহমান
ছারছীনা দরবার শরীফে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল
চারঘাট-বাঘায় উন্নয়ন অঙ্গীকার ও নির্বাচন বার্তা দিলেন আবু সাঈদ চাঁদ