ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

বড়লেখায় দুর্বৃত্তদের আগুনে পুড়ল ট্রাক


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৪-১০-২০২৪ দুপুর ৪:৪১

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পূর্ব-দক্ষিণভাগ গ্রামের বাসিন্দা ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সভাপতি সনজিৎ কুমার দাসের বসতবাড়িতে রাখা মালিকানাধীন ট্রাক পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। অল্পের জন্য রক্ষা পেয়েছে বসতবাড়িটি। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের এমন ন্যক্কারজনক ঘটনা নিয়ে জেলা জুড়ে নিন্দার ঝড় উঠেছে।

সোমবার (১৪ অক্টোবর) বিকালে সরেজমিন দেখা যায়, দুর্বৃত্তদের আগুনে পুড়ে যাওয়া ট্রাকটি এখনো পড়ে রয়েছে বাড়ির আঙিনায়। পরিবারের সদস্যদের চোখ-মুখে এখনো রয়েছে আতঙ্কের ছাপ। নিরাপত্তাহীনতায় থাকা পরিবারটি প্রশাসনের কাছে চেয়েছে বেঁচে থাকার নিরাপত্তা। 

জানা গেছে, গত শনিবার (১২ অক্টোবর) ভোররাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। ট্রাকের গ্যারেজ থেকে এ সময় বসতঘরে আগুন ছড়িয়ে পড়লে এলাকাবাসী তা নিভিয়ে ফেলায় রক্ষা পেয়েছে ব্যবসায়ী সনজিৎ দাসের বসতঘর।

সনজিৎ কুমার দাসের মা আরতি রানী দাস ও ভাবি জোৎস্না রানী দাস বলেন, গ্রামে আমরা আটটি হিন্দু পরিবার যুগ যুগ ধরে বসবাস করছি। মুসলমানদের আচার-অনুষ্ঠানে আমরা যাই, তারাও আমাদের অনুষ্ঠানে আসেন। কিন্তু ইদানীংকালে পরপর কয়েকটি ঘটনার কারণে আমরা আতঙ্কিত। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা দুর্বৃত্তদের বিচার চাই।

সনজিৎ কুমার দাস অভিযোগ করে বলেন, পূর্ব-দক্ষিণভাগ গ্রামে আমরা প্রজন্মের পর প্রজন্ম বংশপরম্পরায় বসবাস করে আসছি। পূর্বে এ গ্রামে অধিকাংশ হিন্দু পরিবার বসবাস করলেও বর্তমানে আমরা মাত্র আটটি হিন্দু পরিবার বসবাস করছি। কিন্তু গত শনিবার ভোররাতে দুর্বৃত্তরা বসতঘরসংলগ্ন গ্যারেজে থাকা তার ট্রাকে অগ্নিসংযোগ করে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে গাড়িসহ গ্যারেজ সম্পূর্ণ ভস্মীভূত হয়। গ্যারেজের আগুন বসতঘরের দিকে ধাবিত হলে স্বজন ও প্রতিবেশীরা মিলে নিভিয়ে ফেলায় বসতঘরটি রক্ষা পায়। ট্রাক পুড়ে তার অন্তত ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরো বলেন, এর আগে গত ১০ আগস্ট অজ্ঞাত দুর্বৃত্তরা রাতের আঁধারে গাড়ির গ্যারেজ থেকে ৪০০ কেজি রড নিয়ে যায়। গত ৮ অক্টোবর রাতে পুকুরে বিষ প্রয়োগ করে ৬০-৭০ হাজার টাকার মাছ মেরে ফেলে। গত ১০ অক্টোবর বসতঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। এসব ব্যাপারে শনিবার বিকালেই আমি থানায় লিখিত অভিযোগ করেছি। পরবর্তীতে বিষয়টি উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও গণ্যমান্য ব্যক্তিদের  অবগত করি।

এ বিষয়ে জানতে চাইলে বড়লেখা থানার ওসি আব্দুল কাইয়ুম বলেন, এ বিষয়ে থানায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

T.A.S / জামান

নাচোলে "প্রাথমিক স্বাস্থ্যসেবায়" করণীয়, আর্থিক সহায়তা প্রদান ও পরামর্শ সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে জরাজীর্ণ ঘরের বাসিন্দা হাজেরা খাতুন পেলেন প্রশাসনিক সহায়তা

মৌলভী ধানাইড় সাইদুর রহমান নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

বোদায় সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লামায় এনআইসি লেক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

তেঁতুলিয়া থেকে পায়ে হেটে,টেকনাফে উদ্দেশ্যে টি এম খালিদ মাহমুদ প্রিজম

নন্দীগ্রামে সরকারী গাছ কাটা মামলার তদন্তকালে পুলিশের সামনেই বাদীকে হত্যা চেষ্টা

শতভাগ নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবেঃ গোপালগঞ্জ জেলা প্রশাসক

আক্কেলপুরে গণভোটে উদ্বুদ্ধকরণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ৩৫টি গাছ প্রকাশ্য নিলামে বিক্রি

সৌদি গিয়ে প্রাণ গেল পটুয়াখালীর প্রবাসী রফিকুলের

কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা

শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে ভোটার সচেতনতা বাড়াতে দিনব্যাপী গণপ্রচারনা