ঢাকা শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

নিয়ামতপুর উপজেলায় ৭ দিনের সর্বাত্মক লকডাউন


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ২-৬-২০২১ বিকাল ৭:৭
নওগাঁর নিয়ামতপুরে করোনা সংক্রমণ আশংকাজনক হারে বৃদ্ধি পাওয়ায় পুরো উপজেলায় ৭ দিনের সর্বাত্মক বিশেষ লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার (৩ জুন) রাত ১২ টা ১ মিনিট থেকে পরবর্তী ৭ দিন এই বিশেষ লকডাউন বলবত থাকবে। ১৫ টি বিধি নিষেধ আরোপ করে একটি গণ বিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। ‍‍উল্লেখ্য, বুধবার (২ জুন) করোনা সন্দেহে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ঝাজিরা গ্রামের মৃত নফর মোল্লার ছেলে সোহরাব আলী (৪৮) চিকিৎসার জন্য রাজশাহী যাওয়ার পথে মারা যান। 
 
আজ (২ জুন বুধবার) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে নওগাঁর জেলা প্রশাসক (ডিসি) হারুন-অর রশিদ স্বাক্ষরিত একটি প্রেস ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান উপজেলা নির্বাহী অফিসার। উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, অফিসার ইন চার্জ হুমায়ন কবির, উপজলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. তোফাজ্জল হোসেন।
 
উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা জানান, সমপ্রতি নওগাঁর নিয়ামতপুরে করোনা ভাইরাস সংক্রমণ আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। সংক্রমণ রোধে স্বাস্থ্য অধিদপ্তরের করা সুপারিশের ভিত্তিতে মঙ্গলবার রাতে জেলা করোনা প্রতিরোধ কমিটির এক জরুরি বৈঠক হয়। ওই বৈঠকে নিয়ামতপুর উপজেলায় ৭ দিনের সর্বাত্মক বিশেষ লকডাউন করার সিদ্ধান্ত নেয়া হয়। 
 
তিনি আরো জানান, লকডাউন ঘোষিত এলাকায় সকল ধরনের জরুরি পরিসেবা ও পণ্যবাহী পরিবহন চালু থাকবে। বন্ধ থাকবে এনজিওর সকল কার্যক্রম, মার্কেট, হোটেল, চা স্টল, রেস্তোরাঁ, পশুর হাটসহ অন্যান্য হাট। কাঁচা বাজার উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে বসতে পারবে।
 
উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ তার বক্তব্যে করোনা সংক্রমণ রোধে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
 
প্রেস ব্রিফিংকালে উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি জাবেদ আলী, সাধারণ সম্পাদক জনি আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাহান সা, অর্থ সম্পাদক জামাল হোসেন, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শিমুল, ক্রীড়া সম্পাদক আব্দুল মতিন, সদস্য সিরাজুল ইসলাম, আইনুল ইসলাম, এসএ সাগর, ইমরান ইসলাম, শাকিল আহমেদ, আল মাহমুদ, সাংবাদিক রেজাউল ইসলাম সেলিম, শাহজাহান সাজু, সিরাজুল ইসলাম, রুহুল আমীন, জামিল হোসেন উপস্থিত ছিলেন।
 
নিয়ামতপুর উপজেলায় গত মার্চ মাস থেকে এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ১ হাজার ৭০ জনের। ‍এরমধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৬৭ জনের। নমুনা সংগ্রহের বিবেচনায় এ উপজেলায় করোনা শনাক্তের হার ১৫.৬০ শতাংশ। হাসপাতালে ভর্তি রয়েছে ৪ জন। ১৬৭ জন করোনা শনাক্তের মধ্যে গত দুই সপ্তাহেই ৬২ জন শনাক্ত হয়েছে।

এমএসএম / জামান

লোহাগড়ায় চুরি-ছিনতাই অভিযুক্ত হিজবুল্লাহ জামিনে মুক্ত; সাধারণ মানুষ আতঙ্কে

বেনাপোল সীমান্ত থেকে উইনকোরেক্স সিরাপ ও ফেন্সিডিল আটক

শাহজাদপুরে সংরক্ষিত নারী ইউপি সদস্যকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

হাটহাজারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্প্রীতি সমাবেশ

বালিয়াডাঙ্গী সীমান্তে মাদকসহ ১ জন গ্রেপ্তার: ৭০০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ৩টি বিদেশী ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার

ম্যানগ্রোভ ইকো-ট্যুরিজম মডেল বাস্তবায়নে যৌথ চুক্তি স্বাক্ষর

মোহনগঞ্জে গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেফতার

প্রতারণার বিচার চাওয়ায় কুয়েত প্রবাসীকে প্রাণনাশের হুমকি, সংবাদ সম্মেলন করে অভিযোগ

রেল শ্রমিকদের ৫ দফা দাবি মানতে হবে: লুৎফর রহমান

ছারছীনা দরবার শরীফে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল

চারঘাট-বাঘায় উন্নয়ন অঙ্গীকার ও নির্বাচন বার্তা দিলেন আবু সাঈদ চাঁদ

কল্যাণ বোর্ডকে আয়বর্ধক হিসেবে গড়ে তুলতে হবে': মহাপরিচালক তাসলিমা কানিজ নাহিদা