ঢাকা শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

ইউএনও রোকনুজ্জামানের প্রচেষ্টায় বদলে যাচ্ছে পাথরঘাটার সামগ্রিক চিত্র


পাথরঘাটা প্রতিনিধি photo পাথরঘাটা প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৪-২০২৫ দুপুর ১১:৪৫

দেশের দক্ষিণাঞ্চলের সর্বশেষ উপকূলীয় উপজেলা বরগুনার পাথরঘাটা। ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর পাথরঘাটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন মো. রোকনুজ্জামান খান। এরপর তিনি পাথরঘাটা জনবান্ধব ইউএনও হিসেবে পরিচিতি পান। 

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ১৮ আগস্ট পাথরঘাটা উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। একই সাথে ওই বছরের ২৫ সেপ্টেম্বর পাথরঘাটা পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। জনবান্ধব এই উপজেলা নির্বাহী কর্মকর্তা পাথরঘাটা উপজেলা পরিষদ ও পাথরঘাটা পৌরসভার দায়িত্ব গ্রহণের পর থেকে নাগরিকদের সেবা দিতে নানা উদ্যোগ গ্রহণ করেন। 

পাথরঘাটা পৌরসভা প্রশাসকের কার্যালয়ের তথ্য অনুযায়ী, পৌরসভার নাগরিকদের চলাচলের জন্য শুরুতে ৩১টি ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের উদ্যোগ নেন। পৌর শহরের যানজট নিরসন ও নাগরিকদের চলাচলে দুর্ভোগ‌ কমাতে ১২জন ট্রাফিক নিয়োগ করেন।‌ অপরাধ এড়াতে ও নাগরিকের নিরাপত্তার জন্য পৌর শহরে ৪৮টি সিসি ক্যামেরা স্থাপন করেছেন।

পৌরসভার দীর্ঘদিনের পানি সমস্যা নিরসনে ৬টি পাম্প মেরামত করে নিরবচ্ছিন্ন পানি সেবা দিতে ব্যবস্থা গ্রহণ করেছেন। এছাড়াও মসক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম, পৌরসভার নাগরিকদের আর্থিক লেনদেনে ভোগান্তি দূর করতে পৌরসভা কার্যালয় একটি বেসরকারি ব্যাংকের বুথ স্থাপন করেছেন। পৌরসভার সকল কার্যক্রমসহ সনদপত্র, ওয়ারিশ সার্টিফিকেট ও সকল প্রকার লাইসেন্সে ডিজিটাল ব্যবস্থাপনায় সেবা নিশ্চিত করেছেন। পাথরঘাটা উপজেলা পরিষদ ও পাথরঘাটা পৌরসভাকে মডেল উপজেলা ও পৌরসভা হিসেবে গড়ে তুলতে তিনি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।

পাথরঘাটা উপজেলা পরিষদের তথ্য অনুযায়ী, উপজেলার বিভিন্ন এলাকার ৩০ বছরের নিখোঁজ ১৮৮ জন জেলে ও সিডরের ৩৪৯ জন নিহতের স্মৃতিফলক স্থাপন করা, আশ্রয়ন প্রকল্পে বসবাসরত ৪৪৯ টি পরিবারের জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএস এর মাধ্যমে বিশুদ্ধ পানির ব্যবস্থা, উপজেলা পরিষদ মাঠে মুক্ত মঞ্চ ও হেলিপ্যাড স্থাপন, হরিণঘাটা পর্যটন কেন্দ্রের উন্নয়নে নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করেছেন।

পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুসালেহ জসিম বলেন, ইউএনও রোকনুজ্জামান খানের প্রচেষ্টায় পৌর শহরের পানি, ট্রাফিক সমস্যাসহ নাগরিকদের ভোগান্তি লাগাবে নানা উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি একজন কর্মঠ মানুষ। তার প্রচেষ্টায় পাথরঘাটায় বেশ কিছু পরিবর্তন এসেছে। 

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খান বলেন, ইউএনও এর পাশাপাশি পাথরঘাটা উপজেলা পরিষদের প্রশাসক ও পাথরঘাটা পৌরসভার প্রশাসকের দায়িত্ব পেয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। পৌর নাগরিকসহ স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মী ও সরকারি কর্মকর্তাদের সহযোগিতায় তৃণমূল পর্যায় কাজ করতে সহজ হয়েছে। নাগরিক সেবা নিশ্চিত করতে বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

কবি নজরুল সকল ধর্মের বিষয় নিয়ে লিখেছেন : কবি নিজামী

রাণীশংকৈলে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

গাজীপুরে আবাসিক এলাকায় গরুর খামার বর্জ্যের স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী

রাণীশংকৈলে পূজা উদযাপন বিষয়ে পুলিশের মতবিনিময় সভা

যানজট নিরসনে চাটখিল পৌর প্রশাসকের পরিকল্পিত উদ্যোগ

মধুখালীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা

যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

রাণীশংকৈলে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

লালমনিরহাটে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

মোহনগঞ্জ হাসপাতালে সেবা বঞ্চিত হাওরপাড়ের দুই লাখ মানুষ

রায়গঞ্জ প্রেসক্লাবে আল আরাফাহ গ্রুপের অনুদান প্রদান

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় ৭ জন গ্রেফতার

হাটহাজারীতে জশনে জুলুস পবিত্র ঈদ-এ- মিলাদুন্নবী পালিত