ঢাকা শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

যানজট নিরসনে চাটখিল পৌর প্রশাসকের পরিকল্পিত উদ্যোগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৯-২০২৫ রাত ৯:৫১

নোয়াখালীর চাটখিল পৌর শহরে যানজট নিত্য সঙ্গী হলেও চাটখিল পৌর প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের উদ্যোগে পরিকল্পিত নগরায়ণের ফলে যানজন নিরসনের পথ সুগম হতে যাচ্ছে। বিগত আওয়ামী সরকারের অপশাসনের দীর্ঘ ১৫ বছর দলীয় প্রভাবে গড়ে উঠা যত্রতত্র বাস, সিএনজি, অটোরিকশা স্ট্যান্ডের কারণে সকাল থেকে মাঝরাত পর্যন্ত চাটখিল পৌরশহরে যানজন লেগেই ছিল। যানজন নিরসনে চাটখিল পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বলে, ফুটপাত দখলমুক্ত করণের অভিযান পরিচালনা করেন। অপরদিকে যানজন স্থায়ীভাবে নিরসনে নির্দিষ্ট স্থানে যাত্রী উঠানামা করতে পরিবহন (বাস) চালকদের নির্দেশনা প্রদান করেন। এই নির্দেশনা বাস্তবায়নে সিসি টিভির সাহায্যে মনিটরিং করার ঘোষণাও দেওয়া হয়।

যানজন নিরসনে এবং যত্রতত্র গড়ে উঠা বাস-সিএনজি- ব্যাটারি চালিত অটোরিকশা স্ট্যান্ডের পরবর্তীতে নির্দিষ্ট স্থানে একটি স্থায়ী স্ট্যান্ড (মিনি টার্মিনাল) গড়ে তোলার উদ্যোগ গ্রহন করেন। এই লক্ষ্যে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি, ব্যবসায়ী, পরিবহন মালিক-শ্রমিক, সাংবাদিক ও বিশিষ্টজনদের সঙ্গে দফায়-দফায় বৈঠক করেন। পরবর্তীতে চাটখিল পৌর অফিস সংলগ্ন রোড এন্ড হাইওয়ের মালিকানাধীন ভ‚মি অবৈধ দখলদারদের থেকে উদ্ধার করে রোড এন্ড হাইওয়ে কর্তৃপক্ষের সম্মতিক্রমে ঐ ভ‚মিতে স্থায়ী মিনি টার্মিনাল নির্মাণের উদ্যোগ গ্রহন করা হয়।  

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) বিকেলে সরেজমিনে চাটখিল পৌর বাজারে গিয়ে দেখা যায়, নির্মাণাধীন মিনি টার্মিনালের একপাশে সারি-সারি দাঁড়ি আছে সিএনজি-অটোরিকশা। অপরপাশে চলছে আধুনিক টার্মিনাল নির্মাণ কাজ। বাজারের ব্যবসায়ীরা পৌর প্রশাসকের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, টার্মিনালের নির্মাণ কাজ শেষ হলে চাটখিল পৌরশহর স্থায়ী যানজন মুক্ত হবে। মানুষ একটি সাজানো গোছানো পরিকল্পিত শহর দেখতে পারবে।  

চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মিজানুর রহমান জানান, রোড এন্ড হাইওয়ের এই জমি দীর্ঘদিন যাবৎ অবৈধ দখলদারদের কাছে দখল ছিল। পরবর্তীতে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ দখল উচ্ছেদ করে রোড এন্ড হাইওয়ে কর্তৃপক্ষের সম্মতিক্রমে একটি মিনি টার্মিনাল নির্মাণের উদ্যোগ গ্রহন করেছেন। টার্মিনাল নির্মাণ শেষে, চাটখিল পৌর বাজারে যত্রতত্র যেসব বাস-সিএনজি-ব্যাটারি চালিত অটোরিকশা স্ট্যান্ড রয়েছে এসব গুলো উচ্ছেদ করে টার্মিনালে স্থায়ী স্ট্যান্ড স্থাপন করা হবে। পুরো উপজেলাবাসী একটি নির্দিষ্ট স্থান থেকে চলাচলের সুযোগ পাবে। এতে যানজন নিরসনের পাশাপাশি স্থানীয়দের একটি পরিকল্পিত সাজানো শহর উপহার দেওয়া সম্ভব হবে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, রাজনৈতিক পটপরিবর্তনের ফলে অবৈধ দখল উচ্ছেদে রাজনৈতিক কোন চাপ নেই। বরং অনেক ক্ষেত্রে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা প্রশাসনকে জনস্বার্থে সহযোগিতা করছে।

এমএসএম / এমএসএম

কবি নজরুল সকল ধর্মের বিষয় নিয়ে লিখেছেন : কবি নিজামী

রাণীশংকৈলে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

গাজীপুরে আবাসিক এলাকায় গরুর খামার বর্জ্যের স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী

রাণীশংকৈলে পূজা উদযাপন বিষয়ে পুলিশের মতবিনিময় সভা

যানজট নিরসনে চাটখিল পৌর প্রশাসকের পরিকল্পিত উদ্যোগ

মধুখালীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা

যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

রাণীশংকৈলে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

লালমনিরহাটে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

মোহনগঞ্জ হাসপাতালে সেবা বঞ্চিত হাওরপাড়ের দুই লাখ মানুষ

রায়গঞ্জ প্রেসক্লাবে আল আরাফাহ গ্রুপের অনুদান প্রদান

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় ৭ জন গ্রেফতার

হাটহাজারীতে জশনে জুলুস পবিত্র ঈদ-এ- মিলাদুন্নবী পালিত