ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

বেনাপোল হাকর নদীটি পুনঃখননের দাবীতে সরব এলাকাবাসী


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ২৯-৫-২০২৫ বিকাল ৫:২

যশোরের ভারত সীমান্ত ঘেষা বেনাপোল পৌর এলাকার জলাবদ্ধতা নিরসণে ও বেনাপোল স্থলবন্দরের আমদানীকৃত পণ্য জলাবদ্ধায় বিনষ্ট হওয়া থেকে পরিত্রানের লক্ষ্যে ভারতের ইসামতি নদীর সাথে সংযুক্ত সাদীপুর চেকপোস্ট হতে নারায়নপুর গ্রাম পর্যন্ত দীর্ঘ ৫ কিলো মিটার হাকর নদী খনন কাজ পুনরায় শুরুর দাবীতে সরব এলাকাবাসী। এবিষয়ে প্রতিকার পেতে ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষে স্থানীয় গণমাধ্যমকর্মী সুমন হোসাইন গত ২৯ এপ্রিল-২৫ তারিখে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বেনাপোল পৌরসভার প্রশাসক বরাবর লিখিত আবেদন করলেও এখনো পর্যন্ত হাকর নদী পুনঃখনন কাজ শুরুর কোন তৎপরতা দেখা যাইনী। ওল্টো খনন কাজ শুরু হওয়া হাকর নদীতে অবৈধ দখলদারদের খন্ড খন্ড বাঁধ দিয়ে মাছ চাষ সহ স্থাপনা নির্মাণ কাজ চালানোর হিড়িক পড়েছে। এ থেকে পরিত্রান পেতে পৌরবাসী বিভিন্নভাবে দাবি জানাচ্ছে।
এ নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। আসন্ন বর্ষা মৌসুমে জনদূর্ভোগের কথা জানিয়ে বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্ট ব্যবসায়ী সংগঠনের সাবেক সভাপতি ও এফবিসিসিআই এর বন্দর বিষয়ক সদস্য মফিজুর রহমান সজন জানান, বিগত দিনে ভারী বর্ষণে বেনাপোল স্থলবন্দরে পণ্যগারে পানি প্রবেশ কওে আমদানিকারদের কোটি কোটি টাকার আমদানিকৃত পণ্য নষ্ট হয়েছে তাই দ্রুতই পানি নিষ্কাশনের নিমিত্তে বেনাপোল হাকর নদীটি পুনঃখননের মাধ্যমে পানির প্রবাহ সচল রাখা প্রয়োজন। 
এলাকাবাসীর পক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেনাপোলের প্রধান উপদেষ্টা ও বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আব্দুল মান্নান বলেন,ভারী বর্ষনে বেনাপোল পৌর এলাকার নিচু ওয়ার্ড গুলো পানিতে তলিয়ে জনদূর্ভোগ হয় তাই পৌর এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা ও পানির প্রবাহ সচল রাখতে ঢাকার হাতিরঝিলের আদলে বেনাপোলে শুরুহওয়া হাকর নদী খনন কাজ পুনরায় চালু হওয়া জরুরী। হাকর নদী খননের আবশ্যকতা জানিয়ে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেও সূরাহ না মেলায় এলাকাবাসী ক্ষুদ্ধ।
বেনাপোল ইউনিয়নের নারায়নপুর গ্রামের প্রিন্স,বেনাপোল পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা ফেরদৌস,২নং ওয়ার্ডের আইয়ুব হোসেন,গাজীপুর গ্রামের হাসানসহ একাধিক এলাকাবাসী জানান,দীর্ঘদীনের দাবীর মুখে বেনাপোলের একমাত্র হাকর নদীটির ৫ কিঃমিঃ খনন কাজ শুরু হলে আমরা আশার আলো দেখতে পাই। পরবর্তীতে অবৈধ দখলদারদের দ্বারা পানি উন্নয়ন বোর্ডের যশোর অফিসের কর্মকর্তারা প্রভাবিত হয়ে কাজ শেষ না করেই প্রকল্প শেষ হওয়ায় বৈষম্যের স্বীকার এলাকাবাসী। 
আবেদন বিষয়ে জানতে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ক্ষুদে বার্তায় জানান,পুনঃখননের প্রকল্পটি পানি উন্নয়ন বোর্ড করবে তাদেরকে এ বিষয়ে বলা হয়েছে। আবেদনের সূত্র ধরে হাকর নদী এলাকা সরেজমিনে পরিদর্শনে গেলে দেখা যায় সাদীপুর চেকপোস্ট এলাকা থেকে আনুমানিক ২ কিলো মিটার পর্যন্ত অবৈধ দখলদারদের দখলে পাকা স্থাপনা,ভবন,ভেড়িবাঁধ নির্মিত হয়েছে।
স্থানীয়দের দেওয়া তথ্য সূত্রে জানা যায়,যশোর পানি উন্নয়ন বোর্ড অফিসের তত্তাবাধনে বিগত ২০২৪ সালের জানুয়ারী মাসের প্রথম সপ্তাহে হাকর নদী খনন কাজ শুরু হলেও ২ মাস পর অবৈধ দখলদারদের বাঁধায় তা বন্ধ হয়ে যায়। 
পৌরসভার এরিয়াভুক্ত হাকর-নদী এলাকা সংলগ্ন জমিতে স্থাপনা নির্মাণে পৌর কর্তৃপক্ষের অনুমতি পাওয়া প্রসঙ্গে জানতে চাইলে বেনাপোল পৌরসভার সিও এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতু বলেন এ বিষয়ে আমি অবগত নই। খোঁজ খবর না নিয়ে কোন  মন্তব্য করা যাচ্ছেনা। ব
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের যশোর অফিসের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী জানান, প্রকল্পের মেয়াদ শেষ ও বাতিল হওয়ায় বেনাপোলের হাকর-নদী খনন বন্ধ রয়েছে। খনন প্রক্রিয়া অসম্পন্ন রাখা প্রশ্নে জানান, স্থানীয় অবৈধ দখলদ্বাররা হাইকোর্টে রিট করে নিষেধাঙ্গা নেওয়ায় ঠিকাদার প্রতিষ্ঠান সময়ের মধ্যে কাজ সম্পন্ন না করতে পারায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। পুনঃখনন কাজে তিনি অবৈধ দখলদার ও উপজেলা প্রশাসনের সহযোগীতা চেয়েছেন। 
উল্লেখ্য হাকর নদী খনন কাজ শুরুর প্রথম দিকে নারায়ন পুর গ্রামের রেকর্ডীয় সম্পত্তির মালিকগন কর্তৃক মোকদ্দমায় দখলের বিষয়ে আদালত গত ৩ জানুয়ারী ২০২৩ তারিখে স্থিতিবস্থা বজায় রাখিবার নির্দেশনা সম্বলিত বিল বোর্ড হাকর নদীতে পুতে রাখতে দেখা গিয়েছে। শার্শা সহকারী জজ আদালতে মোঃ শাহাজান বিশ্বাস গং দেওয়ানী মামলাটি করেন বলে জানা যায়। যাহার মামলা নং-৯/২০২৩ যা এখনো চলমান রয়েছে। মামলার বাদীদের পক্ষে শাহিন বিশ্বাস বলেন আমাদের দখলীয় সম্পত্তি যা পূর্বে ধানী ও কালক্রমে শ্রেনী বিন্যাসে বর্তমান পুকুর হিসাবে আমরা খাজনা পরিশোধ করেই ভোগ দখলে রয়েছি তা অবৈধ ভাবে জবর দখল করতে আসলে আমরা বিজ্ঞ আদালতের শরণাপন্ন হই। এরপরও পানি উন্নয়ন বোর্ড যশোর অফিস কর্তৃপক্ষ তাদের খনন কাজ চালিয়ে যাচ্ছে। 
এ বিষয়ে যশোর পানি উন্নয়ন বোর্ডের তৎকালীন দায়িত্বে থাকা উপ বিভাগীয় প্রকৌশলী সায়েদুর রহমান হাকর নদী খনন কাজ চালুর ব্যাখ্যা দিয়ে জানান,২০১৩সালের মহামাণ্য হাই কোর্টের রুল অনুযায়ী নদীর প্রবাহ রক্ষায় স্কেচম্যাপ অনুযায়ী বেনাপোলের হাকর-নদী খনন কাজ শুরু করা হয়েছে। হাকর-নদী এরিয়ায় এ পর্যন্ত ৬ জন তাদের দখলে থাকা জমি রেকর্ডীয় দাবি করে আদালতের শরাণাপন্ন হয়েছেন বলে জানা গেছে। আদালতের লড়াই চালিয়ে অবৈধ দখলদার শাহাজানগং দের দখলকৃত অংশ পানি উন্নয়নবোর্ড উদ্ধার করে হাকর নদী খনন কাজ চালালেও প্রকল্প মেয়াদকালীন সময়ে বাকী ৫ অবৈধ্য দখলদারদের আইনি বাঁধার মুখে কেন প্রতিহত করতে পারলো না এমন প্রশ্নের উত্তর অজানা। 

এমএসএম / এমএসএম

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু

শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন