ঢাকা শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

শিক্ষক-কর্মচারীবিহীন পরিত্যক্ত মাদ্রাসার একমাত্র পরীক্ষার্থী জেমির সাফল্য


আক্কেলপুর প্রতিনিধি  photo আক্কেলপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৭-২০২৫ দুপুর ৩:৪১

কথায় বলে শিক্ষাই জাতির মেরুদণ্ড। কিন্তু জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার অনন্তপুর চৌধুরীপাড়া মহিলা দাখিল মাদ্রাসায় গেলে বোঝা যায়, এই মেরুদণ্ডটা কতটা অবহেলিত। বিগত ছয়-সাত বছর ধরে বন্ধ থাকায় শ্রেণিকক্ষগুলোতে শুধু ঘাস, লতা ও পাতার জঙ্গল। শিক্ষার ন্যূনতম পরিবেশও এখন বিদ্যমান নেই। তবে সেই মাদ্রাসা থেকেই এবার দাখিল পরীক্ষায় অংশ নেয় একমাত্র ছাত্রী জেমি আখতার। বিস্ময়ের ব্যাপার হলো, একদিনও ক্লাস না করে সে কৃতিত্বের সাথে জিপিএ ৩.২৫ পেয়ে পাস করেছে।

সরেজমিনে মাদ্রাসায় গিয়ে দেখা যায়, শিক্ষার্থীদের নেই কোলাহল, নেই কোনো পাঠদান। নিরব নিস্তব্ধ ক্যাম্পাস। মাদ্রাসা মাঠে কেউ কাপড় শুকাচ্ছেন, আবার কেউ শুকাচ্ছেন খড়ি। কেউ রোদে দিয়েছেন মরিচ। পাঁচটি টিনশেড কক্ষের টিনে মরিচা ধরে ভেঙে পড়ার মতো অবস্থা। সেই কক্ষগুলোতে স্থানীয়রা রেখেছেন খড়ি। পাশের একটি দ্বিতল ভবনে দীর্ঘ দিন ধরে তালা না খোলায় ধরেছে মরিচা। ভেতরে নষ্ট হচ্ছে প্রতিষ্ঠানের আসবাবপত্র।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সোনামুখী ইউনিয়নের অনন্তপুর চৌধুরীপাড়া গ্রামে ১৯৯৫ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। তখন থেকেই প্রায় ৩০০ জন শিক্ষার্থী নিয়ে শুরু হয় ক্লাস কার্যক্রম। প্রতিষ্ঠানটি ২০০৪ সালের ১লা জানুয়ারি প্রথম পাঠদানের অনুমতি পায়। পরে ২০০৬ সালের ১লা জানুয়ারি একাডেমিক স্বীকৃতি অর্জন করে। প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে পাঁচটি শ্রেণিকক্ষ নির্মাণ করে নিয়মিত ক্লাস পরিচালনা করা হতো। পরে ছাত্রীর সংখ্যা ক্রমশ বাড়তে থাকে। প্রতিষ্ঠানটি তুলসীগঙ্গা নদীর তীরে অবস্থিত হওয়ায় ২০১৫ সালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর মাদ্রাসায় দোতলা বিশিষ্ট বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ করে। সেখানেও নিয়মিত মাদ্রাসার কার্যক্রম পরিচালিত হতো। মাদ্রাসাটি দীর্ঘ দিন এমপিওভুক্ত না হওয়ায় এখন কার্যত পরিত্যক্ত। শিক্ষা মন্ত্রণালয়ে ১০ বার এমপিওভুক্তির জন্য আবেদন করে প্রতি বারই ব্যর্থ হয়েছেন। শিক্ষকরা পেশা পরিবর্তন করে জীবিকার তাগিদে অন্য পেশায় চলে গেছেন। বিগত ছয়-সাত বছর ধরে বন্ধ রয়েছে প্রতিষ্ঠানের সকল কার্যক্রম।

স্থানীয়রা আরও জানান, দীর্ঘ দিন ধরে এই প্রতিষ্ঠানে কোনো পড়াশোনা হয়নি। কোনো ছাত্রীকে তারা এই প্রতিষ্ঠানে আসতে দেখেননি। তবে এবার ফলাফলে জানতে পারেন এই প্রতিষ্ঠান থেকে একজন ছাত্রী পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে। প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত করার মাধ্যমে পুনরায় চালু করার দাবিও জানান তারা।

স্থানীয় সমাজকর্মী মেহেদী হাসান বলেন, "সরকার যদি মাদ্রাসাটি পুনরায় চালুর উদ্যোগ নেয় এবং এমপিওভুক্ত করে পাশের আশ্রয়কেন্দ্রটিকে সক্রিয় করে, তাহলে এ অঞ্চলের মেয়েরা আবারও শিক্ষা পাবে। জেমির সাফল্য প্রমাণ করে, ইচ্ছা থাকলে পথ পাওয়া যায়।"

স্থানীয় বাসিন্দা আবুল হোসেন বলেন, "নারী শিক্ষার প্রসার ঘটাতে মাদ্রাসাটিতে আমি জমিও দান করেছিলাম। অনেক স্বপ্ন নিয়ে এলাকার মানুষদের সহযোগিতায় মাদ্রাসাটি গড়ে তোলা হয়েছে। কিন্তু দীর্ঘ দিন এমপিওভুক্ত না হওয়ায় এখন কেউ মাদ্রাসায় আসে না। এখন ইট পর্যন্ত খসে পড়ছে। একসময় এই মাদ্রাসাতে অনেক ছাত্রী পড়াশোনা করত। ভালো ফলাফল হতো। আমি সরকারের নিকট দৃষ্টি আকর্ষণ করছি যাতে পুনরায় প্রতিষ্ঠানটি ভালোভাবে চালু করা হয়।"

শিক্ষার্থী জেমি আখতার বলেন, "আমি তিলকপুর রাবেয়া বসরী মহিলা কওমী মাদ্রাসায় পড়তাম। সেখান থেকে অনন্তপুর দাখিল মাদ্রাসায় গিয়ে নবম শ্রেণিতে ভর্তি হয়ে বাড়িতে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে জিপিএ ৩.২৫ পেয়ে উত্তীর্ণ হয়েছি। ওই মাদ্রাসায় কখনো ক্লাস করিনি।"

মাদ্রাসার সুপার জিয়াউর রহমান বলেন, "এমপিওভুক্তির জন্য শিক্ষা মন্ত্রণালয়ে ১০ বার আবেদন করেছি। সেই সময় এমপিওভুক্তির জন্য কাম্য শিক্ষক, শিক্ষার্থী, অবকাঠামোসহ সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু আমরা প্রতিবারই ব্যর্থ হয়েছি। এমপিওভুক্ত না হওয়ায় আমাদের মনোবল ভেঙে গেছে। মাদ্রাসায় এখন আর ক্লাস করানোর কোনো পরিবেশ নাই। যেহেতু এখনও একাডেমিক স্বীকৃতি ও পাঠদানের অনুমতি পত্র আছে তাই পাশের অন্য মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীদের এখানে রেজিস্ট্রেশন করে দাখিল পরীক্ষা দেওয়াই। তেমনি একজন জেমি আখতার। সে একাই পাস করেছে।"

এ বিষয়ে আক্কেলপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাবেদ ইকবাল হাসান বলেন, "বিষয়টি আমাদের নজরে আছে। এমপিওভুক্তির বিষয় সম্পূর্ণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত। সরেজমিনে পরিদর্শন করে আবারও অবহিত করা হবে।"

উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম বলেন, "একজন ছাত্রী এই রকম পরিত্যক্ত মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে এটি প্রশংসনীয় ও অনুপ্রেরণামূলক। মাদ্রাসাটি দীর্ঘ দিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। সুপার কখনো প্রশাসনের সাথে এ বিষয়ে যোগাযোগ করেনি। প্রতিষ্ঠানটি পুনরায় সচল করার বিষয়ে স্থানীয় শিক্ষা বিভাগ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

এমএসএম / এমএসএম

কবি নজরুল সকল ধর্মের বিষয় নিয়ে লিখেছেন : কবি নিজামী

রাণীশংকৈলে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

গাজীপুরে আবাসিক এলাকায় গরুর খামার বর্জ্যের স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী

রাণীশংকৈলে পূজা উদযাপন বিষয়ে পুলিশের মতবিনিময় সভা

যানজট নিরসনে চাটখিল পৌর প্রশাসকের পরিকল্পিত উদ্যোগ

মধুখালীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা

যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

রাণীশংকৈলে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

লালমনিরহাটে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

মোহনগঞ্জ হাসপাতালে সেবা বঞ্চিত হাওরপাড়ের দুই লাখ মানুষ

রায়গঞ্জ প্রেসক্লাবে আল আরাফাহ গ্রুপের অনুদান প্রদান

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় ৭ জন গ্রেফতার

হাটহাজারীতে জশনে জুলুস পবিত্র ঈদ-এ- মিলাদুন্নবী পালিত