ঢাকা শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

আক্কেলপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের উপর হামলার ভিডিও ভাইরাল, মামলা দায়ের


আক্কেলপুর প্রতিনিধি  photo আক্কেলপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৭-২০২৫ বিকাল ৫:৫৩

জয়পুরহাটের আক্কেলপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুর রাজ্জাকের উপর নিজ বাসার সামনে রাতের বেলা অতর্কিত হামলা চালিয়ে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগে গতকাল মঙ্গলবার থানায় একটি মামলা হয়েছে। এর আগে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পৌরশহরের উত্তরপাড়া রেললাইনের পাশে আব্দুর রাজ্জাকের বাসার সামনে মোটরসাইকেল রাখা আছে। আব্দুর রাজ্জাক মোটরসাইকেলের কাছে যাচ্ছিলেন। এ সময় পিছন থেকে সাদা গেঞ্জিপরা এক ব্যক্তি এসে তাঁকে উড়ন্ত লাথি মারেন। এ সময় তাঁদের দুজনের মধ্যে ধস্তাধস্তি চলছিল। একপর্যায়ে নীল গেঞ্জিপরা আরেক জন সেখানে এসে আব্দুর রাজ্জাককে মারধর করতে-করতে বাসার সীমানা প্রাচীরের বাইরে নিয়ে যান।

অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুর রাজ্জাক অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সৈনিক কল্যাণ সংস্থার আক্কেলপুর উপজেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং পৌর বাজারে টাইলসের ব্যবসা করেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট। তিনি ২০১৮ সালে অবসরের পর আক্কেলপুর পোস্ট অফিসের সামনে দোকান ঘর ভাড়া নিয়ে টাইলসের ব্যবসা করছেন। তাঁর দোকানের নাম জিহাদ এন্টারপ্রাইজ। তিনি গত ১২ জুলাই আনুমানিক রাত নয়টা ৩৫ মিনিটে দোকানের ১ লাখ ৩০ হাজার ৩০০ টাকা প্যান্টের পকেটে নিয়ে দোকান বন্ধ করে বাসায় যান। নয়টা ৪৫ মিনিটের দিকে বাসার সামনে পৌঁছার পর ২ থেকে ৩ জন ব্যক্তি তাঁর পথরোধ করে ধারালো অস্ত্র ও লোহার রড নিয়ে অতর্কিতভাবে আঘাত শুরু করে। তিনি প্রাণ রক্ষার্থে প্রতিহত করার চেষ্টা করেন। হামলাকারীরা তাঁর পকেটে থাকা দোকানের বিক্রির ১ লাখ ৩০ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেয়। এ সময় তাঁর চিৎকারে লোকজন ছুটে আসে। তখন হামলাকারীরা পালিয়ে যায়। বাসার সিসি টিভির ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, হামলাকারীদের একজন জুয়েল হোসেন আরেকজন সোহেল হোসেন ওরফে মায়া সোহেল। তাঁরা দুই জনই আপন ভাই। তাঁদের বাড়ি পৌরশহরের হাস্তাবসন্তপুর মহল্লায়।

সোহেল রানা ওরফে মায়া সোহেল উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং তার ভাই জুয়েল হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হিসেবে ভিডিওর বিবরণীতে দেওয়া হয়েছে। তবে মামলায় তাদের কোনো রাজনৈতিক পরিচয় দেওয়া হয়নি।

আব্দুর রাজ্জাক বলেন, "আমি অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার আক্কেলপুর শাখার সভাপতি ও টাইলসের ব্যবসা করি। আমার সঙ্গে কারও কোনো দ্বন্দ্ব নেই। এর আগে থেকেই মায়া সোহেল আমাকে অনুসরণ করতো। সেদিন রাতে হঠাৎ তারা আমার উপর অতর্কিত হামলা করে আমাকে আহত করে ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়। আমি গত রাতে তাদের বিরুদ্ধে থানায় মামলা করেছি। পরে জানতে পারি তারা দুই ভাই স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সাথে যুক্ত।"

সোহেল রানা ওরফে মায়া সোহেলের মুঠোফোন বন্ধ রয়েছে। একারণে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সামিউল হাসান ইমন বলেন, "ঘটনাটি আমি শুনেছি। বিষয়টি নিয়ে জেলা নেতৃবৃন্দদের সাথে আলাপ আলোচনা করে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।"

আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, "অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে মারপিট করে টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। আসামিরা এলাকা ছেড়ে পালিয়েছেন। একারণে তাঁদের গ্রেপ্তার করা যায়নি। তবে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।"

এমএসএম / এমএসএম

কবি নজরুল সকল ধর্মের বিষয় নিয়ে লিখেছেন : কবি নিজামী

রাণীশংকৈলে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

গাজীপুরে আবাসিক এলাকায় গরুর খামার বর্জ্যের স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী

রাণীশংকৈলে পূজা উদযাপন বিষয়ে পুলিশের মতবিনিময় সভা

যানজট নিরসনে চাটখিল পৌর প্রশাসকের পরিকল্পিত উদ্যোগ

মধুখালীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা

যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

রাণীশংকৈলে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

লালমনিরহাটে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

মোহনগঞ্জ হাসপাতালে সেবা বঞ্চিত হাওরপাড়ের দুই লাখ মানুষ

রায়গঞ্জ প্রেসক্লাবে আল আরাফাহ গ্রুপের অনুদান প্রদান

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় ৭ জন গ্রেফতার

হাটহাজারীতে জশনে জুলুস পবিত্র ঈদ-এ- মিলাদুন্নবী পালিত