ঢাকা শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

নিয়ামতপুরে জামাইয়ের বিরুদ্ধে শাশুড়িকে ধর্ষণচেষ্টার অভিযোগ


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৯-২০২১ দুপুর ১:২৯

জামাইয়ের বিরুদ্ধে চাচিশাশুড়িকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মহিষকুড়ি গ্রামে। এ বিষয়ে থানায় ভুক্তভোগী শাশুড়ি বাদী হয়ে জামাই মুকুল ও তার শ্বশুর মজিদুল ইসলামকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সরেজমিনে ও অভিযোগ সূত্রে জানা যায়, মহিষকুড়ি গ্রামের মজিদুল ইসলামের জামাই মুকুল হোসেন (৩৫) তার আপন চাচিশাশুড়ির ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা অবস্থায় হাতেনাতে ধরে ফেলে। মুকুল হোসেন রাজশাহী জেলার তানোর উপজেলার বংপুর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।

ভুক্তভোগী জানান, ঘটনার দিন সন্ধ্যো ৭টায় আমার ভাতিজি জামাই মুকুল আমাকে ফোন করে বলে চাচা বাড়ি আছে কি-না। আমি বলি নাই। কিছুক্ষণ পর জামাই মুকুল আমার বাড়িতে চলে আসে। এসে আবার বলে চাচা বাড়ি নাই? এ সময় সে আমার কাছে ১০০ টাকা ধার চায়।  আমি বললাম, আমি তো আগেই বলেছি তোমার চাচা বাড়ি নাই বলে আমি তাকে ঘরে খাটের পাশে রাখা চেয়ারে বসতে বলে খাটের বিছানার নিচ থেকে টাকা নিতে গলে জামাই মুুকুল আমাকে পেছন থেকে জাপটে ধরে জোর করে ধর্ষণের চেষ্টা করে। আমি কোনোরকমে নিজে রক্ষার চেষ্টা করি। এ সময় আমার স্বামী বাড়ী চলে আসে এবং জামাইকে হাতেনাতে ধরে ফেলে।

ভুক্তভোগীর স্বামী বলেন, আমি বাড়ি এসে জামাইকে আমার স্ত্রীর সাথে ধস্তাধস্তি করতে দেখি। আমি সাথে সাথে জামাইকে ধরে প্রতিবেশীদের ডেকে আনি। আমার ভাইকেও ডেকে আনি। আমার ভাই সকালে এর বিচারের কথা বলে জামাইকে বাড়ি নিয়ে যায়। কিন্তু ভাই সকাল হওয়ার আগে রাতেই জামাইকে তার নিজ বাড়িতে গোপনে পাঠিয়ে দেয়।

ভুক্তভোগীর জা জহুরা বেগম বলেন, ঘটনা সত্য। আমি নিজে এসে জামাইকে ওই বাড়িতে দেখেছি। চাচা ইউসুফ বলেন, সকালে বিচারের কথা বলে শ্বশুর মজিদুল জামাই মুকুলকে বাড়ি নিয়ে গিয়ে সরিয়ে ফেলে। এখন বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করছে।

গ্রামের মাতব্বর দবির উদ্দিন বলেন, বিষয়টি ঘটার পর আমরা গ্রামবাসী সমাধানের জন্য বসি। মজিদুল বিচারে জামাইকে হাজির করবে বলে কথা দিয়েছিল। কিন্তু সে হাজির করেনি। উল্টো আমাদের নামে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছে। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান আলহাজ আবুল কালাম আজাদকে জানালে তিনি আইনের আশ্রয় নিতে বলেন। আমরা বিষয়টি নিয়ে থানায় লিখিতভাবে অভিযোগ করেছি। ঘটনাটি স্থানীয়ভাবে সমাধানের জন্য আজ-কাল করে করে অনেক দিন গড়িয়ে গেছে।

অভিযুক্ত মুকুল হোসেনের আপন শাশুড়ি তাসকিয়া বলেন, ঘটনাটি সত্য না মিথ্যা কিছুই বলা যাচ্ছে না। তবে সেদিন সে সময় জামাই আমাদের বাড়িতেই ছিল। মিথ্যা অপবাদ দেয়ার জন্য এসব রটাচ্ছে।

এ বিষয়ে থানার তদন্তকারী কর্মকর্তা এসআই মোশারফ হোসেন বলেন, আমি তদন্ত করে রিপোর্ট করেছি। তদন্তে সাক্ষী-প্রমাণে তারা বলেছে আমরা দেখিনি তবে শুনেছি জামাই চাচিশাশুড়িকে ধর্ষণের চেষ্টা করেছে।

থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। মামলা রুজু করা হয়েছে। তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

লোহাগড়ায় চুরি-ছিনতাই অভিযুক্ত হিজবুল্লাহ জামিনে মুক্ত; সাধারণ মানুষ আতঙ্কে

বেনাপোল সীমান্ত থেকে উইনকোরেক্স সিরাপ ও ফেন্সিডিল আটক

শাহজাদপুরে সংরক্ষিত নারী ইউপি সদস্যকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

হাটহাজারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্প্রীতি সমাবেশ

বালিয়াডাঙ্গী সীমান্তে মাদকসহ ১ জন গ্রেপ্তার: ৭০০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ৩টি বিদেশী ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার

ম্যানগ্রোভ ইকো-ট্যুরিজম মডেল বাস্তবায়নে যৌথ চুক্তি স্বাক্ষর

মোহনগঞ্জে গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেফতার

প্রতারণার বিচার চাওয়ায় কুয়েত প্রবাসীকে প্রাণনাশের হুমকি, সংবাদ সম্মেলন করে অভিযোগ

রেল শ্রমিকদের ৫ দফা দাবি মানতে হবে: লুৎফর রহমান

ছারছীনা দরবার শরীফে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল

চারঘাট-বাঘায় উন্নয়ন অঙ্গীকার ও নির্বাচন বার্তা দিলেন আবু সাঈদ চাঁদ

কল্যাণ বোর্ডকে আয়বর্ধক হিসেবে গড়ে তুলতে হবে': মহাপরিচালক তাসলিমা কানিজ নাহিদা